আমি ও আমরা
লিখেছেন লিখেছেন বিবলোফিল ১৬ জুন, ২০১৪, ০১:৫১:৪০ দুপুর
আমার জীবন যায় ।
কারও শুধু চাকুরী যায় ।
এক লাখ টাকার লোনে আমারে কোমরে দড়ি
হাজার কোটি টাকার লোন ওয়ালা সে চুচিল সমাজ
আমি চুরি করলে দুনীতিবাজ
বাবুরা করলে প্রমোশন, বা ষ্টেশন ত্যাগ ।
আইনের লোক যদি আমাকে পেটায় সেটা আইনি
আমি যদি চোখ রাংগাই সেটা নাকি বেআইনি
কেউ বলে আমরা ব্লাডী সিভিলিয়ান
কেউ বলে হারামী জনগন ।
বিষয়: বিবিধ
১১৭৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন