প্রেম
লিখেছেন লিখেছেন বিবলোফিল ১৪ জুন, ২০১৪, ০২:৪২:১৭ দুপুর
এক মুরগির সাথে এক কাকের প্রেমচলছে ৷ তো মোরগ এই কথা জানতে পেরে মুরগির কাছে গিয়ে বলল -
আমার মধ্যে কিসের অভাব?
আমি অনেক স্মার্ট, কাকের চেয়ে আমি সুন্দর, আমি তোমার প্রতিবেশী, আমার আওয়াজও কাকের চেয়ে অনেক মিষ্টি, আবার আমি মোরগ ইউনিয়নের চেয়ারম্যান, তারপরও তুমি আমাকে না ভালবেসে ঐ কাকটাকে ভালবাসতে পারলে !!
মুরগি - আমি তোমার সৌন্দর্য ও যোগ্যতার প্রশংসা করি, কিন্তু মা-বাবার বড় শখ
আমি যেন এয়ার ফোর্সের কাউকে বিয়ে করি !!
Courtesy by Amit Bhai
বিষয়: বিবিধ
১১৪৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন