শহুরে ফোকলোর
লিখেছেন লিখেছেন বিবলোফিল ২৬ মে, ২০১৪, ১২:৫১:৩২ দুপুর
রাস্তাটাতে এলেই ভাল লাগে । সোডিয়াম লাইটের টিমটিমে আলো । যেন আলো আধারীর খেলা । এ যেন আধার পেরোনো আলো । বাশীওয়ালা বাশী বাজাচ্ছে । ভুড়িভোজ করা মানুষ খাবার পর ওকে যা টিপস দেয় ও নেয় । কেউ দেয়, কেউ দেয়না । ওকে দেখলে আমার সুমনের সেই গানটার কথা মনে পড়ে ।
বাশরীয়া বাজাও বাশি
দেখিনা তোমায়
গেয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায় ।
এ শহরে এসছ তুমি
কবে কোন রাজ্য থেকে
তোমাদের দেশে বুঝি
সব মানুষি বাশি শেখে ।
কোথায় থাকে ? কেমন থাকে ? কোথায় পরিবার পরিজন । জানতে ইচ্ছে করে । পাজরের হাড় ভেংগে বাশি বাজাও । কোথায় থাক ?
আমি স্মোক করছিলাম । বাশিওয়ালাকে গিয়ে সারাদিন মনে হওয়া গানটা হালকা শিষ দিয়ে শোনালাম । ও সুরটা তুলে ফেল্ল ।
এই রাস্তাটাতে এলে মনে পড়ে অনেক কথা । ওরা যখন এদেশে প্রথম অপারেশন শুরু করল তখন ডাকতার এখানে ছিল । আমাদের পিজ্জা খাবার শুরুটা ডাকতারের হাত ধরেই । কত সন্ধা এই রাস্তায় ডাকতারের সাথে নানা গল্পে কাটিয়েছি । এখন ও কোনক্রমে ডাকাতারের কলিগের চোখে পড়লে বিল নেবেনা । তাই এখানে ঢুকতে গেলে ভয়ে থাকি ওনি আছে কিনা । চিপা চাপায় বসি । যদি বিল দিয়ে দেই পরে দেখা হয় তবে কোন একটা আইটেম হাতে ধরায় দেবে ।
ডাকতার এখন আর এই দেশে, এ্ই শহরে নেই । ফোন করে বলেনা । আস পিজ্জা হাটে । মিডল্ইষ্টের ঝলমলে শহরে কাটে অহর্নিশ এই সব দিন রাত্রী । জানিনা ও আমার মত করে এই টিমে টিমে আধার পেরোনো গুলশানের এই আলোকিত রাস্তাটাকে মনে করে কিনা । হয়তোবা হ্যা, হয়তোবা না । আজকের এই সামান্যতম আমির পেছনে ওর একটা চিঠি । সে গল্প আর একদিন ।
স্মোক করা শেষ হল । চলে আসছি । কানে বাজছে বাশিওয়ালার সেই সুর ।
এ আকাশ ঘন নীল
ভেসে যায় মেঘ ও নাও ।
অন্জলী ভরে আছি এক মুঠো প্রেম দাও ।
ইকবাল রোড
২১/০৫/২০১৪
বিষয়: বিবিধ
১১৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন