কেন যে মানুষটাকে এত ভালো লাগে!

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২৩ নভেম্বর, ২০১৬, ০৬:৫৯:১৬ সন্ধ্যা



জ্বী, আমারদেশ পত্রিকার মাজলুম সম্পাদক জনাব মাহমুদুর রাহমানের কথাই বলছি, আমার তো রক্তের সম্পর্ক নন, দূরাত্মীয়ও নন, জীবনে কোন দিন দেখাও হয়নি। শুধুমাত্র ইসলাম ও মুসলমানের পক্ষে কলম ধরায় এই প্রিয় মানুষটি কোটি কোটি ইসলাম প্রিয় বাঙ্গালীর অন্তরে স্থান করে নিয়েছে।

কুরআন ও কোরআন ওয়ালাদের মোহাব্বত করলে সত্যিই মানুষের দাম বেড়ে যায়, মুমিনদের অন্তরে তার জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক অপুরণীয় ভালোবাসা তৈরী হয়।

জনাব মাহমুদুর রহমান স্যার এমনই একব্যক্তি, যিনি সরকারী উচ্চ পদস্থ সৎ কর্মকর্তা থাকার পরও তাকে বাংলার মানুষ এতটা জানতো না, এতটা প্রিয় ব্যক্তি ছিলেন না। কিন্তু কোরআনের পক্ষে কথা বলা ও লিখার কারণে তিনি যেমন কোটি মুমিনের হৃদয় জয় করেছেন, তেমনি তার সম্পাদিত পত্রিকাও দেশের মানুষ অন্তর দিয়ে গ্রহন করেছেন।

অল্প পাতার বেশি দামে পত্রিকা হলেও মানুষ তা কিনতে ভূল করতো না, সবার আশার জায়গা যেন আমারদেশ পূরণ করেছে। আমারদেশের খবর পড়েই যেন আমরা আত্ম তৃপ্তি পেতাম।

২০১৩ সালের ১১ এপ্রিল থেকে তিনি জালিমের বন্ধিখানায় আবদ্ধ, আজ ২৩/১১/২০১৬ সেই মাজলুম ব্যক্তিটা জেল জুলুম থেকে রেহাই পাওয়ায় মহান প্রভূর দূয়ারে হাজার শোকর আদায় করছি, আল্লাহ তায়ালা উনাকে নেক হায়াত দান করুক, আবারো যেন কোটি কোটি হৃদয় আমারদেশ পত্রিকা হাতে পেয়ে সত্য সংবাদ জানতে পারে ও মুসলমানদের ঈমান আক্বিদাহ সংরক্ষণে ভূমিকা রাখতে পারে এই কামনায় শেষ করছি।

বিষয়: বিবিধ

১৬২৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379988
২৩ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:২২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! যারাই আল্লাহর বিধানকে মানবে সম্মান করবে তাদের সম্মান ও আল্লাহ বৃদ্ধি করে দেন। আর মু'মিনের অন্তরে তার জন্য ভালোবাসাও তৈরি করে দেন।
২৪ নভেম্বর ২০১৬ সকাল ১০:৩৯
314567
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
ঠিকই বলেছেন, আপনার দোয়ায় আমীন ছুম্মা আমীন।
379994
২৩ নভেম্বর ২০১৬ রাত ০৮:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। শুধু সত্যের পক্ষে কথা বলাই তার অপরাধ।
২৪ নভেম্বর ২০১৬ সকাল ১০:৪১
314568
আবু জান্নাত লিখেছেন : একদম ঠিক বলেছেন। জাতীয় জিবনে যেমন সত্য কথা তুলে ধরেন, তেমনি ধর্মীয় ব্যপারেও অনেকটা সতর্ক। ধন্যবাদ।
379999
২৩ নভেম্বর ২০১৬ রাত ০৯:৩১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় আংকেলজ্বী।



ভীষণ ভালো লাগলো আপনার অভিজ্ঞতা ও অনুভূতি দিয়ে লিখা কথাগুলো পড়ে। এযেন কোটি কোটি প্রাণের স্পন্দনই ধ্বনিত হয়েছে আপনার লিখায়।



সত্যি বলতে কী এই সাহসী সাংবাদিকের উপর সরকারের জঘন্য নিপীড়ন ও মিথ্যা অপবাদ সেদিন আমাকে উদ্বুদ্ধ করেছিলো এই ব্লগীয় ময়দানে লিখতে।



আবারো অসংখ্য ধন্যবাদ এই সৎ ও মজলুম ব্যক্তিটির পক্ষে কলম ধরার জন্য।


কেমন আছেন সবাই আংকেল?
২৪ নভেম্বর ২০১৬ সকাল ১০:৫৪
314570
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শ্রদ্ধেয়া আন্টিজ্বী।

আমার ব্লগীয় জিবনের প্রেরণা এই সাহসী মানুষটিই, কারণ শাহবাগ আন্দোলনের এর আগে আমি শুধু পাঠক হিসেবে ছিলাম।

অন্তর থেকে ভালোবাসা আসে এই মানুষটির জন্য, অনেক দোয়াও করেছি।

আলহামদু লিল্লাহ সবাই ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন?

২৪ নভেম্বর ২০১৬ দুপুর ০৩:৫৩
314588
সন্ধাতারা লিখেছেন : আপনারা সকলেই ভাল আছেন জেনে ভীষণ ভালো লাগলো।

আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ্‌।

সর্বাবস্থায় ভালো থাকুন এই প্রার্থনা রইলো।

জাজাকাল্লাহু খাইর।
২৪ নভেম্বর ২০১৬ বিকাল ০৪:১৩
314593
সন্ধাতারা লিখেছেন : আমিও কিন্তু আংকেল ওনার প্রতিবাদী লিখার কারণে কারাগারে প্রেরণের বিষয়টি মেনে নিতে পারিনি। সেই বোধ এবং অভিজ্ঞতা থেকেই ব্লগে আসা। বিশেষ করে ওনার ধর্মীয় এবং ভারত মুখী লিখাগুলো জাতির জন্য ছিল অনেক গুরুত্বপূর্ণ।
380007
২৩ নভেম্বর ২০১৬ রাত ১০:৩৭
মনসুর আহামেদ লিখেছেন : He is a leader(BNP) Nationalist Party. His ideology is late Zia.
Do you support Nationalist?
Is Islam support Nationalist?
Please let me know
২৪ নভেম্বর ২০১৬ সকাল ১০:৫৭
314571
আবু জান্নাত লিখেছেন : ভায়া তাঁর চিন্তা চেতনা কি, এটা তিনিই ভালো জানেন, আমি শুধু তার বাহ্যিক চেহারায় ইসলাম প্রিতি দেখেই ভালোবেসেছি।

জেল জুলুম নিশ্চিত জেনেও শ্রোতের বিপরীত ইসলামের পক্ষে দাড়িয়ে যাওয়া এক লৌহ মানব তিনি। ব্যস এতটুকুই।
380011
২৩ নভেম্বর ২০১৬ রাত ১০:৫০
আফরা লিখেছেন : আল্লাহ তায়ালা উনাকে নেক হায়াত দান করুক,আমীন ।

ধন্যবাদ ভাইয়া
২৪ নভেম্বর ২০১৬ সকাল ১০:৫৮
314572
আবু জান্নাত লিখেছেন : আমীন, আমীন।
আফরামনিকে আজকাল ব্লগে তেমন দেখা যাচ্ছে না। সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েনি তো!

380018
২৩ নভেম্বর ২০১৬ রাত ১১:৫২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মাহমুদুর রহমান একটি আন্দোলনের নাম।
২৪ নভেম্বর ২০১৬ সকাল ১০:৫৯
314573
আবু জান্নাত লিখেছেন : আমারও তেমনই মনে হয়। বেচারার সৎ সাহসের তা'রিফ করতেই হয়।
ধন্যবাদ
380019
২৪ নভেম্বর ২০১৬ রাত ১২:১৫
কুয়েত থেকে লিখেছেন : এই মহান ব্যক্তির সাথে অনেক সময় কাটানোর সুযোগ আমার হয়েছিলো। তিনি তখন সরকারের জালানি উপদেষ্টা তাহার দায়িত্বের কারনে কুয়েত সফরে আসন। আমি তখন বাংলাদেশ দূতাবাসের কর্মর্কতা। আল্লাহ এমন ব্যক্তিদের হেফাজত করুন। সৎ ব্যক্তিরা অবৈধ সরকারের তথা তাগুতের জুলুমের শিকার হবেই এটাই সভাবিক আমিও বাদ পড়িনি। লেখাটি ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ
২৪ নভেম্বর ২০১৬ সকাল ১১:০৩
314574
আবু জান্নাত লিখেছেন : আমার জানামতে তিনি জাতিয় জীবনেও সৎ লোক।
২০১১ সালে মুক্তি পাওয়ার তার "জেল থেকে জেলে" ধারাবাহিকটি পড়ার জন্য ব্যকুল ছিলাম, নিয়মিত আমারদেশ পাশেই থাকতো।
২০০৮ থেকেই আমি আমারদেশ প্রত্রিকার নিয়মিত পাঠক।
তার প্রতিটি কলাম ছিল সত্য ও ন্যায় প্রতিষ্ঠার প্রেরণায় ভরপুর।

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকেও।


380043
২৪ নভেম্বর ২০১৬ সকাল ০৯:৫১
স্বপন২ লিখেছেন : জেলে থেকে অন্তত হক ও বাতেল কোনটা,
তার জানা উচিৎ। আল্লাহ-ই-তার রব।
দেখা যাক, বিএনপি তে ফেরে কিনা দেখেন।



২৪ নভেম্বর ২০১৬ সকাল ১১:১৩
314575
আবু জান্নাত লিখেছেন : সামনের দিনগুলোতে কি কবে আল্লাহই ভালো জানেন, তিনি কোন দল করেন বা কােনদলে যাবেন, তা তার ব্যক্তিগত বিষয়, আমি শুধু তার অতীতের ইসলমী প্রীতির বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ
380045
২৪ নভেম্বর ২০১৬ দুপুর ১২:০২
সাদা লিখেছেন : তিনি কোন মতাদর্শের বা কোন দল করেন এটা আল্লাহতালাই ভালো জানেন।তবে তিনি যে একজন ইসলামবিরোধী প্রগতিশীল নন তা নিঃসন্দেহে বলা যায়।যতদুর জানা যায় তিনি ইসলামিক রীতিনীতি কঠোরভাবে মেনে চলেতে চেষ্টা করেন।তার কলাম বা লেখনীতে ইসলামের কোন ক্ষতি সাধন হয়নি।বরং তার বেশ কিছু কলাম ইসলামী বিশ্ব সম্পর্কে আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছে।শাহাবাগ আন্দোলন এবং বাংলাদেশে ভারতের আগ্রাসনএর বিরুদ্ধে তিনি ছিলেন এক প্রতিবাদী কন্ঠস্বর।সূতরাং তার জন্য যে কেউ দোয়া কামনা করতেই পারেন এবং তিনি এর দাবীদারও।
২৪ নভেম্বর ২০১৬ দুপুর ১২:৩৭
314579
আবু জান্নাত লিখেছেন : একদম ঠিক বলেছেন, অনেক অনেক ধন্যবাদ।
১০
380065
২৪ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৪৮
হতভাগা লিখেছেন : মাহমুদুর রহমান সাহেব নাকি নিজেই নিজের ওকালতি করেছেন !

এত কাহিনীর পরও আল্লাহ উনাকে টিকিয়ে রেখেছেন হয়ত তার হাতেই বিশেষ কিছু করাতে চাচ্ছেন ।

মুক্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন । আশংকা হচ্ছে হাসপাতালেই হয়ত তাকে আবারও আটকে দেওয়া হতে পারে ।

আল্লাহই ভাল জানেন।
২৪ নভেম্বর ২০১৬ রাত ০৮:৫২
314611
আবু জান্নাত লিখেছেন : নিজের ওকালতি নিজে করাও সাহসিকতার প্রমাণ বহণ করে। যেখানে আসামী ও অপরাধীরা ভয়ে কাপে থরথর, সেখানে এই মানুষটির সাহসের প্রসংশা করতেই হয়।

দেখা যাক কি থেকে কি হয়, জেল গেট থেকে যখন পুণঃ গ্রেফতার হননি, হাসপাতাল থেকে গ্রেফতার হওয়ার সম্ভাবনাও কম।

ধন্যবাদ

২৪ নভেম্বর ২০১৬ রাত ০৯:০৮
314612
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহ উনাকে টিকিয়ে রেখেছেন হয়ত তার হাতেই বিশেষ কিছু করাতে চাচ্ছেন।এই জাতির জন্য সৎ এবং যোগ্য নির্ভীক সৈনিকের বড়ই প্রয়োজন।আপনাকে অনেক দিন পরে দেখলাম ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File