কেন যে মানুষটাকে এত ভালো লাগে!
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২৩ নভেম্বর, ২০১৬, ০৬:৫৯:১৬ সন্ধ্যা
জ্বী, আমারদেশ পত্রিকার মাজলুম সম্পাদক জনাব মাহমুদুর রাহমানের কথাই বলছি, আমার তো রক্তের সম্পর্ক নন, দূরাত্মীয়ও নন, জীবনে কোন দিন দেখাও হয়নি। শুধুমাত্র ইসলাম ও মুসলমানের পক্ষে কলম ধরায় এই প্রিয় মানুষটি কোটি কোটি ইসলাম প্রিয় বাঙ্গালীর অন্তরে স্থান করে নিয়েছে।
কুরআন ও কোরআন ওয়ালাদের মোহাব্বত করলে সত্যিই মানুষের দাম বেড়ে যায়, মুমিনদের অন্তরে তার জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক অপুরণীয় ভালোবাসা তৈরী হয়।
জনাব মাহমুদুর রহমান স্যার এমনই একব্যক্তি, যিনি সরকারী উচ্চ পদস্থ সৎ কর্মকর্তা থাকার পরও তাকে বাংলার মানুষ এতটা জানতো না, এতটা প্রিয় ব্যক্তি ছিলেন না। কিন্তু কোরআনের পক্ষে কথা বলা ও লিখার কারণে তিনি যেমন কোটি মুমিনের হৃদয় জয় করেছেন, তেমনি তার সম্পাদিত পত্রিকাও দেশের মানুষ অন্তর দিয়ে গ্রহন করেছেন।
অল্প পাতার বেশি দামে পত্রিকা হলেও মানুষ তা কিনতে ভূল করতো না, সবার আশার জায়গা যেন আমারদেশ পূরণ করেছে। আমারদেশের খবর পড়েই যেন আমরা আত্ম তৃপ্তি পেতাম।
২০১৩ সালের ১১ এপ্রিল থেকে তিনি জালিমের বন্ধিখানায় আবদ্ধ, আজ ২৩/১১/২০১৬ সেই মাজলুম ব্যক্তিটা জেল জুলুম থেকে রেহাই পাওয়ায় মহান প্রভূর দূয়ারে হাজার শোকর আদায় করছি, আল্লাহ তায়ালা উনাকে নেক হায়াত দান করুক, আবারো যেন কোটি কোটি হৃদয় আমারদেশ পত্রিকা হাতে পেয়ে সত্য সংবাদ জানতে পারে ও মুসলমানদের ঈমান আক্বিদাহ সংরক্ষণে ভূমিকা রাখতে পারে এই কামনায় শেষ করছি।
বিষয়: বিবিধ
১৬২৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠিকই বলেছেন, আপনার দোয়ায় আমীন ছুম্মা আমীন।
ভীষণ ভালো লাগলো আপনার অভিজ্ঞতা ও অনুভূতি দিয়ে লিখা কথাগুলো পড়ে। এযেন কোটি কোটি প্রাণের স্পন্দনই ধ্বনিত হয়েছে আপনার লিখায়।
সত্যি বলতে কী এই সাহসী সাংবাদিকের উপর সরকারের জঘন্য নিপীড়ন ও মিথ্যা অপবাদ সেদিন আমাকে উদ্বুদ্ধ করেছিলো এই ব্লগীয় ময়দানে লিখতে।
আবারো অসংখ্য ধন্যবাদ এই সৎ ও মজলুম ব্যক্তিটির পক্ষে কলম ধরার জন্য।
কেমন আছেন সবাই আংকেল?
আমার ব্লগীয় জিবনের প্রেরণা এই সাহসী মানুষটিই, কারণ শাহবাগ আন্দোলনের এর আগে আমি শুধু পাঠক হিসেবে ছিলাম।
অন্তর থেকে ভালোবাসা আসে এই মানুষটির জন্য, অনেক দোয়াও করেছি।
আলহামদু লিল্লাহ সবাই ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন?
আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ্।
সর্বাবস্থায় ভালো থাকুন এই প্রার্থনা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
Do you support Nationalist?
Is Islam support Nationalist?
Please let me know
জেল জুলুম নিশ্চিত জেনেও শ্রোতের বিপরীত ইসলামের পক্ষে দাড়িয়ে যাওয়া এক লৌহ মানব তিনি। ব্যস এতটুকুই।
ধন্যবাদ ভাইয়া
আফরামনিকে আজকাল ব্লগে তেমন দেখা যাচ্ছে না। সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েনি তো!
ধন্যবাদ
২০১১ সালে মুক্তি পাওয়ার তার "জেল থেকে জেলে" ধারাবাহিকটি পড়ার জন্য ব্যকুল ছিলাম, নিয়মিত আমারদেশ পাশেই থাকতো।
২০০৮ থেকেই আমি আমারদেশ প্রত্রিকার নিয়মিত পাঠক।
তার প্রতিটি কলাম ছিল সত্য ও ন্যায় প্রতিষ্ঠার প্রেরণায় ভরপুর।
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকেও।
তার জানা উচিৎ। আল্লাহ-ই-তার রব।
দেখা যাক, বিএনপি তে ফেরে কিনা দেখেন।
এত কাহিনীর পরও আল্লাহ উনাকে টিকিয়ে রেখেছেন হয়ত তার হাতেই বিশেষ কিছু করাতে চাচ্ছেন ।
মুক্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন । আশংকা হচ্ছে হাসপাতালেই হয়ত তাকে আবারও আটকে দেওয়া হতে পারে ।
আল্লাহই ভাল জানেন।
দেখা যাক কি থেকে কি হয়, জেল গেট থেকে যখন পুণঃ গ্রেফতার হননি, হাসপাতাল থেকে গ্রেফতার হওয়ার সম্ভাবনাও কম।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন