৮ম পর্ব- লাইলাতুল কদর (সংক্ষিপ্ত পোষ্ট)

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২৫ জুন, ২০১৬, ০৩:০০:২০ দুপুর



রামাদানের শেষ দশদিনে লাইলাতুল ক্বদরের অনুসন্ধানে ব্যাপৃত থাকা

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

«مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِه»

‘‘যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় ক্বদরের রাত্রিতে (নামাযে) দাঁড়ায়, তার পূর্ববর্তী সকল গোনাহ ক্ষমা করে দেয়া হল”। (সহীহ বুখারী, হাদীস নং ১৮০২)

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রামাদানের শেষ দশ রাতে নিজে লাইলাতুল ক্বদরের অনুসন্ধানে ব্যাপৃত থাকতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। ইমাম মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন,

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم يَجْتَهِدُ فِى الْعَشْرِ الأَوَاخِرِ مَا لاَ يَجْتَهِدُ فِى غَيْرِه»

‘‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রামাদানের শেষ দশদিনে আল্লাহর ইবাদাতে এতটা পরিশ্রম করতেন যা তিনি অন্য সময় করতেন না”। (সহীহ মুসলিম, হাদীস নং ২৮৪৫)

সহীহ বুখারী ও মুসলিমের বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,

«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَهُ»

‘‘যখন রামাদানের শেষ দশদিন এসে যেত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরনের কাপড় মজবুত করে বাঁধতেন। (অর্থাৎ দৃঢ়তার সাথে প্রস্তুতি নিতেন) এবং নিজে রাত্রে জাগতেন এবং পরিবার পরিজনকেও জাগাতেন”। (সহীহ বুখারী, হাদীস নং ১৯২০ ও সহীহ মুসলিম, হাদীস নং ২৮৪৪)

তিনি সাহাবাদেরকেও লাইতুল ক্বদর অনুসন্ধান এ ব্যাপৃত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন,

«الْتَمِسُوهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي كُلِّ وِتْرٍ»

“তোমরা শেষ দশদিনের বেজোড় রাতে এ রাত্রি তালাশ করো”। (সুনান আত-তিরমিযী, হাদীস নং ৭৯২)

এ সম্পর্কে আরো বহু হাদীস রয়েছে যার সারকথা হলো - লাইলাতুল ক্বদর রামাদানের শেষ দশদিনের যে কোন রাত্রে হতে পারে। তবে বেজোড় রাত্রিসমুহের যে কোন একটিতে হুওয়ার সম্ভাবনা বেশী। অনেক উলামার মতে - সবচেয়ে বেশী সম্ভাবনাময় হল ২৭ তম রাত্রি।



বিষয়: বিবিধ

১৭১৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373089
২৫ জুন ২০১৬ দুপুর ০৩:১৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় আংকেলজ্বী।

মহিমান্বিত লাইলাতুল ক্বদরের প্রাঞ্জল বর্ণনা অনেক ভালো লাগলো।

মহিমাময় প্রভু আমাদের সকলকেই মহিমান্বিত লাইলাতুল ক্বদরের এই রজনীকে পাওয়ার সৌভাগ্য নসীব করুণ। আমীন।
২৫ জুন ২০১৬ দুপুর ০৩:৫৫
309746
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শ্রদ্ধেয়া আন্টিমনি।

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহর সকলকে নসীব করুক এই রাত্রীর ফজিলত। আমীন।

373098
২৫ জুন ২০১৬ বিকাল ০৪:৫৭
নাবিক লিখেছেন : ইনশা-আল্লাহ আমল করার চেষ্টা করবো, ধন্যবাদ।
২৬ জুন ২০১৬ সকাল ১১:১৯
309783
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর। আমাদের জন্যও দোয়ার আবেদন রইল।

373124
২৫ জুন ২০১৬ রাত ০৮:৫৩
শেখের পোলা লিখেছেন : আল্লাহ আমাদের মহান লাইলাতুল কদরের ফজিলত প্রাপ্ত হবার তৌফিক দিন।
২৬ জুন ২০১৬ সকাল ১১:১৯
309784
আবু জান্নাত লিখেছেন : আমীন ইয়া আল্লাহ। জাযাকাল্লাহ খাইর।
373168
২৬ জুন ২০১৬ দুপুর ০১:০০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ছবি কমেন্ট-মাশাআল্লাহ!
৩০ জুন ২০১৬ দুপুর ০২:৫৪
310067
আবু জান্নাত লিখেছেন : শুকরান। জাযাকাল্লাহ খাইর।
373185
২৬ জুন ২০১৬ দুপুর ০৩:২৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।
মাহমান্বিত রাতে আমাদেরকে দোয়ায় শামিল রাখবেন।
জাযাকাল্লাহ খাইর ।
৩০ জুন ২০১৬ দুপুর ০২:৫৬
310068
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, দোয়ায় আমাদেরও ভূলবেন না। ওয়া আনতি জাযাকিল্লাহ্ ইয়া মুহতারামাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File