মুসলিমরাই করে যাচ্ছে ভিন্ন নামে মুর্তিপুজা (কমেন্ট পোষ্ট)

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ০৭ এপ্রিল, ২০১৬, ১০:১২:৩৮ রাত



ইসলামের সূচনা লগ্ন থেকেই হয়েছিল মুর্তি ধ্বংশের কাজ। কাবা ঘরের ৩৬০টি মুর্তি কিন্তু মূর্তিপুজক থেকে ফিরে ইসলামগ্রহন কারীরাই ভেঙ্গেছিল।

আমরা জানি জাতির পিতা ইব্রাহীম আলাইহিস সালাম ও মুর্তি ধ্বংসের কাজটি করেছিলেন। কারণ মূর্তি পুজা করা মানে শিরক করা। আর শির্ক এমন এক জঘন্য অপরাধ যে, আল্লাহ তায়ালা সব গুনাহ ক্ষমা করলেও মুশরিকদের ক্ষমা করবেন না।

বর্তমানে পহেলা বৈশাখের নামে চলছে মুর্তিপজার মহোৎসব। না জেনে না বুঝে মুসলমানরাই এই কাজের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন, সংস্কৃতির নামে বেহায়াপনা ও নোংরামীতে ভরে দিচ্ছে আমাদের এই সমাজ এই দেশকে।

গাজী ভাইয়ের আজকের বৈশাখী পোষ্টের একটি কমেন্ট আমার খুব নজর কাড়ে, কমেন্টটি ছিল হাদীসের আলোকে উদ্ভাসিত। লোভ সামলাতে না পেরে অনুমতি নিয়ে সম্মানিত ব্লগারদের জন্য শেয়ার করলাম।

ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমি যেদিন প্রথম এই হাদিসটা পড়েছিলাম যে, কিয়ামতের অন্যতম নিদর্শন হল, "মুসলিমদের মধ্যকার কিছু লোক মূর্তিপূজায় লিপ্ত হবে" আমি খুব অবাক হয়েছিলাম এই ভেবে, মুসলিমরা মূর্তিপূজায় লিপ্ত হবে এটা কিভাবে সম্ভব!! উত্তর পেতে খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি। যখন আব্বু-আম্মুর ঘরে ঢুকলাম দেখলাম, টিভিতে একটা ভারতীয় সিরিয়াল চলছে।

সিরিয়ালের নায়িকা ভক্তির সাথে মূর্তিপূজা করছে, শাখ বাজাচ্ছে সেই দৃশ্য মা-বাবা খুব মনোযোগ দিয়ে দেখছে অর্থাৎ এভাবে প্রতিটি মুসলিম ঘরেই পরোক্ষভাবে মূর্তিপূজা হচ্ছে। এসব দেখতে দেখতে মূর্তিপূজার প্রতি আমাদের একটা সহানুভূতি তৈরী হয়ে গেছে যদিও আমরা সরাসরি এ কাজে এখনো নিজেরা হাত লাগাচ্ছিনা তবে আচিরেই ভবিষ্যৎ প্রজন্ম এসে হয়ত তা কাজে পরিণত করবে।

যেমন: আমাদের বাসার ভাড়াটিয়া পিচ্চি মেয়ে তৃষা তার একটা ঘটনা। সকাল বেলা উঠেই সে তার মাকে প্রশ্ন করছে, আচ্ছা আম্মু, তুমি সকালে উঠে পূজা করনা কেন? ওর মা একটু অবাক হয়ে বলল, পূজা করব কেন? তৃষা জবাবে বলল, ঐযে সিরিয়ালে যে দেখায় সকালে উঠে পূজা করতে হয়, তুমি করনা কেন? ওর মা জবাব দিল, নাহ মা! ওরাতো হিন্দু তাই পূজা করে আমরা তো মুসলমান কেন পূজা করব??

ঘটনা ২. পরেরদিন পহেলা বৈশাখ। বর্ষবরণের অনুষ্ঠান হবে, এ বছরের মঙ্গল শোভাযাত্রা বিশেষ চমক। প্রথম আলো মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিশাল একটা সংবাদ ছাপিয়েছে। ছোটদের কাছ থেকে মঙ্গলশোভাযাত্রার ব্যাপারে মতামত নিয়েছে।

সাংবাদিকের প্রশ্ন: মঙ্গল শোভাযাত্রায় কেন যাবে?

ছোট একটা ছেলের উত্তর: আম্মু বলেছে, মঙ্গল শোভাযাত্রায় গেলে আমার এবছরের যাবতীয় অমঙ্গল দূর হবে। এবছর আমার ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষা, আমি পরীক্ষায় বৃত্তি পাব আমার জীবনের আশাগুলো পুরণ হবে।

ঘটনা ৩: পহেলা বৈশাখের দিন। সাংবাদিকেরা সবাই মঙ্গল শোভাযাত্রার মাঝে দাড়িয়ে আছে মানুষের কাছ থেকে অনুভূতি জানতে চাইছে, টিভিতে চলছে লাইভ টেলিকাষ্ট।

সাংবাদিক বলছেন: মঙ্গল শোভাযাত্রা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙ্গালির এক সার্বজনীন মহা উৎসব। এবারের প্রধান আকর্ষণ পেঁচার মুখোশ যা দুর করবে বাঙ্গালির সকল অমঙ্গল, ধ্বংশ করবে সাম্প্রদায়িকতার কালো ছায়া।

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন: আমার উম্মতের মধ্যে যখন একবার তরবারী চালিত হবে, তখন আর তা ক্বিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আর ক্বিয়ামত সেই পর্যন্ত অনুষ্ঠিত হবে না, যতদিন না আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সাথে মিশে যাবে এবং যতদিন না আমার উম্মতের কিছু গোত্র মূর্তি বা স্থানপূজা করবে। অদূর ভবিষ্যতে আমার উম্মতের মাঝে ত্রিশ জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, যাদের প্রত্যেকেই আল্লাহর নবী হওয়ার দাবী করবে।

অথচ বাস্তব কথা এই যে, ‘আমিই শেষ নবী, আমার পরে আর কোন নবী নেই’। আমার উম্মতের মধ্যে একটি দল চিরকাল সত্যের উপরে অবিচল থাকবে। বিরোধিতাকারীগণ তাদের কোনই ক্ষতি সাধন করতে পারবে না। এমতাবস্থায় ক্বিয়ামত এসে যাবে’।(আবু দাঊদ, তিরমিযী , সনদ ছহীহ, মিশকাত হা/৫৪০৬ ,বঙ্গানুবাদ মেশকাত হা/৫১৭৩)

আল্লাহ সত্যের পথিকদের সহায় হোক।

বিষয়: বিবিধ

২০৫২ বার পঠিত, ৪৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364929
০৭ এপ্রিল ২০১৬ রাত ১০:১৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া জাঝাক আল্লাহ খুব ভাল লাগছে। আসলে আমার সীমাবদ্ধতা অনেক তাই ইচ্ছা হলেও লেখা সম্ভব না। ভাল লাগছে। আপনি আরো কিছু যোগ করলে লেখাটা আরো সুন্দর হত।
০৭ এপ্রিল ২০১৬ রাত ১১:২৪
302763
গাজী সালাউদ্দিন লিখেছেন : খালি ভালো লাগছে বললে দায়িত্ব শেষ! জান্নাতের বাবাকে একটু চা নাস্তা করান!
দেখেন কেমন করে গাল ফুলিয়ে বসে আছে।
০৭ এপ্রিল ২০১৬ রাত ১১:৪৬
302765
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া আ আ? আমি কর্পোরেট মানুষ?
০৮ এপ্রিল ২০১৬ সকাল ১০:০৩
302789
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনাকে কাছে পেলে পিঠের উপর কয়টা কিল ঘুষি বসাতাম আপনি অনেক পাজি হয়ে গিয়েছেন । ইদানিং আমাকে শুধু ক্ষাপানোর চেষ্টায় থাকেন। আমি ছোটখাটো পিচ্চি একটা মানুষ হুম মাঝে আমি ইসলামী ব্যাংকে ইন্টার্নি করে কিছু টাকা পেয়েছিলাম সেটা দিয়ে একটা মোবাইল কিনেছি তা দিয়েই লিখছি আর আমাকে আপনি কর্পোরেট বানিয়ে দিলেন? আগে আপনি অতি সরলমনা ছিলেন কিন্তু ইদানিং কেমন জানি হয়ে জাচ্ছেন। আপনার একটা দজ্জাল মেয়ের সাথে বিয়ে হওয়া উচিত তাহলে একদম ঠিক হয়ে যাবেন হা হা
০৯ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৩৫
302845
গাজী সালাউদ্দিন লিখেছেন : এ স্বপ্ন যে কখনো পূরণ হবার নয়। কাছেও পাবেন না, মারতেও পারবেননা। তবে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন। আমি পিঠ বিছিয়ে রাখলাম, আপনি কয়েকটি ভার্চুয়াল কিল বসিয়ে দিন।
দিয়ে দিলেন! আহ অনেক আরাম লাগল। পিঠ টা ম্যাজ ম্যাজ করছিল কদিন ধরে। আজকাল তো টাকা দিয়েও লোক পাওয়া যায়না, পিঠ টিপে দিবে। আর আপনি বিনা পয়সায় দিলেন। খুশি হলাম রে খুশি হলাম।

পিচ্ছি মেয়েকে আইবিবিএল কোন কারণে ইন্টার্নি করাল, আমার তো মাথায় ধরতেছেনা!

আমি আগে সরল মনা ছিলাম, আর এখন হয়েছি হাঁদারাম। প্রতি পদে পদে উষ্ঠা খেয়ে পড়ে গিয়ে লজ্জা যার নিত্য সঙ্গী।

বিয়ে / মেয়ে / দাজ্জাল! একবার হয়েছে তো আক্কেল। নতুন করে আক্কেল দাত উঠা লাগবে? আচ্ছা আল্লাহ্ যদি দেন।
০৯ এপ্রিল ২০১৬ সকাল ১১:৩৬
302872
আবু জান্নাত লিখেছেন : ওরে বাস! Surprised ভাইয়ে বোনে এত কিলাকিলি! Surprised দারুন উপভোগ্য বিষয়।

আমি আসলে বৃহঃবার রাত আটটা থেকে শনিবার সকাল পর্যন্ত ব্লগে ও অনলাইনে তেমন একটা আসি না। কারণ ছুটির সময়টা খুব করে নিজেকে ও পরিবারকে নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি।

মানে স্কাইপে ও হোয়াটস এ্যাপে। যতটুকু সময় দেওয়া যায় আরকি!

জান্নাতের কাছ থেকে সপ্তাহের পড়াশুনা, শিক্ষকদের আরচণ, ছাত্রছাত্রীদের জগড়া, মারামারি, টাকা নিয়ে দোকান থেকে কোন দিন কি খাওয়া হয়, বসার জায়গা নিয়ে ঠেলাঠেলি, চকের গুড়ো নিয়ে টানাটানি এক কথায় পিচ্চিদের মাঝে যা হয় আরকি বিস্তারিত শুনি।

আমার মনে হয় এতে বাবা মেয়ের আন্তরীকতা কিছুটা বাড়ে। মাঝে মাঝে ভিড়িও কল দিয়ে মা মেয়ের খুনসুটি দেখতেই থাকি। বিছানার উপর গড়াগড়ি, স্লেটে আঁকাআঁকি মাথা আঁচডানি ইত্যাদি দেখে দেখে আমার শুক্রবারের প্রায় সময় কেটে যায়।

এক কথায় এসমস্ত কারণে ব্লগে আসা হয় না।

বৃহঃপতিবার সন্ধায় সামান্য সময় নিয়ে আপনার পোষ্টটির প্রথম দিকের কিছু কথা জুড়িয়ে অফিস থেকে বিদায় নেই।

আপনার প্রতি সালাম রইল। সাকা গাজি/পাজি ভাইকে অনেক অনেক ধন্যের বাড়ি। Applause Applause
364931
০৭ এপ্রিল ২০১৬ রাত ১০:৩১
তট রেখা লিখেছেন : আমাদের আবহমান কালের কৃষ্টি বা সংস্কৃতিতে বর্ষ-বরণের এই রীতি কখনোই ছিলোনা। ছেলেবেলায় পহেলা বৈশাখের যে রূপটি চোখে ভাসে তা হলো হালখাতা, আর তা ছিলো নিতান্তই ব্যাবসা কেন্দ্রিক। বর্তমান পহেলা বৈশাখের যে রূপ তা এসেছে স্পেইন এবং ল্যাটিন আমেরিকার একটি প্যাগান কালচার থেকে, আর তা হলো কার্নিভাল।
মঙ্গল শোভা যাত্রা অ-মঙ্গল দূর করবে এটা সম্পূর্ণ রূপে শির্ক। সচেতন মুসলমান মাত্রই জানে শির্কের গোণাহ কতটা ভয়াবহ।
০৯ এপ্রিল ২০১৬ সকাল ১১:৩৯
302873
আবু জান্নাত লিখেছেন : বর্তমানে মুসলমানেরা জানে না এমন নয়, জেনেও মানে না। প্রগতির দোহাই দিয়ে প্রায় সকলে সময়ের সাথে পাল্লা মেলাতে চায়, এর মূল কারণ হলঃ আল্লাহ ভীতি কমে যাওয়া ও আখিরাতের উপর পূর্ণঙ্গ বিশ্বাসের অভাব।

আল্লাহ তায়ালা মুসলমানদের বুঝার ও মানার তাওফীক দান করুক। আমীন। শুকরিয়া।

364937
০৭ এপ্রিল ২০১৬ রাত ১১:২৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাক্কা কাম করেছেন। এই ঘুম কর্মীর আরও অসংখ্য কমেন্ট আছে এর চেয়ে অনেক বড় বড়। তাও পোস্ট করার দায়িত্ব আপনাকে দিলাম।
উনি কর্পোরেট মানুষ। আপনাকে খুশি করে দিবে।
০৭ এপ্রিল ২০১৬ রাত ১১:৪৫
302764
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া আ আ? আমি কর্পোরেট মানুষ?
০৭ এপ্রিল ২০১৬ রাত ১১:৫০
302766
গাজী সালাউদ্দিন লিখেছেন : ও ভাবছেন, আসল পরিচয় জেনে গেলে পকেটের দিকে তাকিয়ে থাকব! না না না আমি এমন নই। আমি হইলাম জুনা। জুনার কিসের হাগ আর কিসের শুটকি।
জান্নাতের বাবা এমন কর্পোরেট মানুষই খুজতেছ। সামনে মেয়ে দিবেতো তাই..... তো উনার দিকে একটু নজর দিয়েন ক্যান!
০৯ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৩
302874
আবু জান্নাত লিখেছেন : এ গাজি ভাই এগুলো কি হচ্ছে! Crying Crying

কর্পোরেট খুজতে হবে না। সময়মতো কর্পোরেটরাই তাদের প্রয়োজনের বিষয়টি খুজে নেবে।

তা ছাড়া আমার প্রয়োজন توكلت على الله ও নিয়ে এত ভাবার কিছু নেই। দিল্লি বহুত দূর হ্যায়।

এই অধম বেশি বেশি দোয়ার মুহতাজ।

অনেক অনেক শুকরিয়া।
364939
০৭ এপ্রিল ২০১৬ রাত ১১:৪৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া আ আ? আমি কর্পোরেট মানুষ?
০৯ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৫
302875
আবু জান্নাত লিখেছেন : না! না!! এটি সাকা ভাইয়ের ধারণা মাত্র।
364940
০৭ এপ্রিল ২০১৬ রাত ১১:৪৭
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমি কর্পোরেট মানুষ?
০৭ এপ্রিল ২০১৬ রাত ১১:৫৪
302767
গাজী সালাউদ্দিন লিখেছেন : মোবাইল বিড়ম্বনা শুরু হয়ে গেছে! কমেন্ট একটা করলে সাথে চারটি বোনাস। ভালো খুব ভালো। এই জাতী কি কষ্ট করেইনা কমেন্ট করে যাচ্ছে! আহারে আহা আহা। সমবেদনা জানাই হে ঘুম কর্মী।
০৮ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৮
302794
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমার সাথে উনার মেয়ের কিভাবে বিয়ে হবে?? ওহ এতদিন পর আসল ব্যাপার জানলাম। গাজি সালাহউদ্দিন পড়াশুনা শেষ করে চাকরিও পেয়েছে, ইদানিং রাতে ঘুমের মাঝে তিনি বউয়ের স্বপ্ন দেখেন তাই উনি এসব কর্পোরেট, বউ জান্নাতের বাবার মেয়ের কথা ইত্যাদি বলছেন এই আরকি।
এক পেটুক লোক গিয়েছে বিয়ের দাওয়াতে বারবার খাদেমকে ডেকে পোলাও গোস্ত সাবাড় করছে বিরক্ত হয়ে খাদেম আর তার দিক আসেনা তখন লোকটা দেখল তার পাশের লোকটার প্লেট খালি তাই লোকটা খাদেমকে ডাকতে লাগল, এইযে ভাই এদিক আসেন উনার প্লেটটা খালি
০৯ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৩৭
302846
গাজী সালাউদ্দিন লিখেছেন : আরে বলেছি, সামনে জান্নাতের বিয়ের সময় আপনার মত কর্পোরেট পেলে কিছু হেল্প করতে পারবেন।
০৯ এপ্রিল ২০১৬ দুপুর ০১:১৪
302889
আবু জান্নাত লিখেছেন : At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Time Out Eat Eat Eat Eat Eat Eat Eat Eat

এত কথা বুঝি না, সব দুষ্টের হাড্ডি।

গাজি ভাইয়ের ব্যপারে আমার কিন্তু তাই মনে হয়, বিয়ের ব্যপারে উনাকে একটি শহুরে মেয়ের সন্ধানে সহায়তা দিবেন। অন্তত বাসা ভাড়া মাইনাস হবে। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

এত ঘুরিয়ে বলার কি আছে! সরাসরি বললেই হয়।

364941
০৮ এপ্রিল ২০১৬ রাত ১২:১৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ শ্রদ্ধেয় আংকেলজ্বি। গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর সময়োপযোগী বিশ্লেষণ নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। অনেক মূল্যবান বিশ্লেষণসহ প্রাণবন্ত উপস্থাপনা। সবার মর্মমূলে এই চেতনাগুলো আঘাত করুক।

ঘুম ভাঙাতে চাই বোনটির বক্তব্য উপস্থাপন খুবিই যথার্থ বলে আমারও মনে হয়।

মুসলমানদের বোধোদয়ে ও শীঘ্র ঘুম ভাঙ্গাতে লিখাটি বলিষ্ঠ ভূমিকা রাখবে এই প্রত্যাশা।

মহান রাব্বুল আলামিন লেখককে এবং সংশ্লিষ্ট সকলকেই কবুল করুণ এবং মুসলমানদের ঈমান ও আখলাককে পরিশুদ্ধ করার তৌফিক দিন। আমীন।
০৯ এপ্রিল ২০১৬ দুপুর ০১:১৯
302890
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শ্রদ্ধেয়া খালামনি।

সত্যিই ঘুম ভাঙ্গানোর জন্য তিনি কিন্তু হাজারো প্রতিকুলতার মাঝেও কম চেষ্টা করেন না, আল্লাহ তায়ালা উনার প্রচেষ্টা কবুল করুক।

হৃদয় ছোঁয়া মন্তব্যটির জন্য অনেক অনেক শুকরিয়া।

আল্লাহ তায়ালা আপনার দোয়া কবুল করুক। আমীন।
364948
০৮ এপ্রিল ২০১৬ রাত ০১:৫০
আফরা লিখেছেন : দুইজনকেই ধন্যবাদ ।
০৯ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৩৯
302847
গাজী সালাউদ্দিন লিখেছেন : আর আমাকে?
আমিই জান্নাতের বাবা ইন্সপায়ার করলাম!
পনি!!!!!!!! এমন করেনাহহহহহহহহহ!
০৯ এপ্রিল ২০১৬ দুপুর ০১:২০
302891
আবু জান্নাত লিখেছেন : সাকা পনি দুজনকে অনেক ধন্যবাদ সাথে গোলাপ শুভেচ্ছা Rose Rose

এবার হলো তো সাকা ভাই।

364959
০৮ এপ্রিল ২০১৬ সকাল ০৭:১৪
শেখের পোলা লিখেছেন : যাদের শুরু হয়েছিল মূর্তী ভাঙ্গার মধ্য দিয়ে আজ তারা ধীরে ধীরে মূর্তী বানানো আর তা অতি শ্রদ্ধার সাথে শোভাযাত্রা নামে কাঁধে করে রাস্তায় চলেছে৷ তবেকি আমাদের শেষ হবে সেই মূর্তী দিয়েই! মসজিদের আঙ্গীনায় দূর্গার মণ্ডপ দেখলাম এ বছর, নাজানি সামনের বছর মণ্ডপ খানা কোথায় হয়৷ আল্লাহ তুমি আমাদের রক্ষা কর৷
০৯ এপ্রিল ২০১৬ দুপুর ০১:২৫
302892
আবু জান্নাত লিখেছেন : বিশ্ব সংস্কৃতি তথা বিজাতীয় সংস্কৃতিকেই আধুনিক মসলিমরা গ্রহন করেছে, আর সত্যিকারের মুসলিমদের সেকেলে গান্ডু বলে তিরস্কার করে যাচ্ছে।

আমারও আশঙ্কা হচ্ছে, না জানি আবারো দ্বীনে এলাহি মসজিদ মন্দির গুলিয়ে ফেলে। এগুলোর মূলে আমার মনে হয় শিক্ষা ব্যবস্থাই দায়ী।

ধন্যবাদ শ্রদ্ধেয় চাচাজান।

364963
০৮ এপ্রিল ২০১৬ সকাল ১০:২৬
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : যাদের কাজ ছিল মুর্তি ভাঙার তারাই আজ মুর্তি পুজকদের সামনের সারিতে থাকে ।
জিগ্যেস করলে বলবে এবারের মুর্তিগুলো অনেক সুন্দর ।
আফসোস.......।
০৯ এপ্রিল ২০১৬ দুপুর ০১:২৬
302893
আবু জান্নাত লিখেছেন : সত্যিই আফসোস, পৃথিবীতে মনে হয় মুসলমানদের বার বার পতনের কারণ এটাই। নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি ভূলে যাওয়া। ধন্যবাদ
১০
364977
০৮ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৩৩
পললব লিখেছেন : যারা নিজেদের আত্মা আছে বলে বিশ্বাস করে না তারা তো আত্মাবিহীন বস্তুকেই পূঁজা করবে এটাই স্বাভাবিক!!!
০৯ এপ্রিল ২০১৬ দুপুর ০১:২৭
302894
আবু জান্নাত লিখেছেন : আফসোসের বিষয় হলঃ যারা আত্মা আছে বলে বিশ্বাসী তারাও আজ অবিশ্বাসীদের দলে ভিড়ছে। ধন্যবাদ
১১
364983
০৮ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:০৯
আবু জারীর লিখেছেন : সিরিয়ালের নায়িকা ভক্তির সাথে মূর্তিপূজা করছে, শাখ বাজাচ্ছে সেই দৃশ্য মা-বাবা খুব মনোযোগ দিয়ে দেখছে অর্থাৎ এভাবে প্রতিটি মুসলিম ঘরেই পরোক্ষভাবে মূর্তিপূজা হচ্ছে

সত্যিই প্রায় প্রতিটি মুসলিমের ঘরেই আজ এভাবে মুর্তিপুজা হচ্ছে।
০৯ এপ্রিল ২০১৬ দুপুর ০১:২৯
302895
আবু জান্নাত লিখেছেন : মূল্যায়নের জন্য শুকরিয়া কবিগুরু।
আবারো কোন ধারাবাহিক শুরু করুন, ইন শা আল্লাহ সাথে থাকবো।
১২
365183
১০ এপ্রিল ২০১৬ দুপুর ১২:১৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আপনার লিখায় বর্তমান আধুনিক মুসলিমদের একটা বাস্তব চিত্র ফুটে উঠেছে। আপনি আরোও অবাক হবেন, স্কুলের কোমল মতি ছাত্র ছাত্রীরা পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার আশায় পাঠ্যপুস্তকে দুর্গা, কালী, শ্বরসতী সহ নানান দেব দেবতার বন্দনাময় লিখা খুব মনোযোগ দিয়েই পড়তেছে। কই কোন অভিভাবককে এই পর্যন্ত একটু প্রতিবাদ ও করতে দেখলাম না। ২/৩ বছর যাবত এগুলো নিয়ে লিখালিখি করে শুধুমাত্র নিজের কিছু ব্যক্তিগত শত্রু বাড়ানো ছাড়া আর কিছুই করতে পারিনি। ধন্যবাদ আপনাকে
১০ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:০২
303002
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, সত্যিই আফসোস হয়, জালিম শাহির ভয়ে সবাই যেন একাকার।
১৩
365351
১১ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৫৮
বিবেক নাই লিখেছেন : ‘ইসলাম কাউকে ঘৃণা করতে শেখায় না, সবাইকে ভালোবাসতে শেখায়, বিধর্মীরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালুন করুক। তাতে ইসলাম বাধা দেয়না কিন্তু কোন মুসলমান যদি তাদের সে অনুষ্ঠানে যায়, শুভেচ্ছা যানায় তাহলে সে মারাত্বক অপরাদ করলো।
ইমাম ইবনে কায়্যিম (রাহিমাহুল্লাহ) এর বক্তব্য শুনুন,
“কাফেরদের তাদের উৎসবে সম্ভাষণ জানানো আলিমদের ঐক্যমতের ভিত্তিতে নিষিদ্ধ। এটা কাউকে মদ খাওয়া বা খুন করা বা ব্যভিচার করায় সাধুবাদ জানানোর মতো। যাদের নিজের দ্বীনের প্রতি শ্রদ্ধাবোধ নেই, তারাই কেবল এ ধরনের ভুল করতে পারে। যে অন্যকে আল্লাহ্‌র অবাধ্যতা, বিদ’আত, অথবা কুফরীতে জড়ানোর কারণে শুভেচ্ছা জানাবে সে আল্লাহ্‌র ক্রোধ ও শাস্তির সামনে নিজেকে উন্মুক্ত করল”।হিন্দুয়ানী সংস্কৃতি থেকে নিজেকে বিরত রাখুন।
১১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৮
303124
আবু জান্নাত লিখেছেন : এ অংশটুকু খুব ভালো লেগেছে।
যাদের নিজের দ্বীনের প্রতি শ্রদ্ধাবোধ নেই, তারাই কেবল এ ধরনের ভুল করতে পারে। যে অন্যকে আল্লাহ্‌র অবাধ্যতা, বিদ’আত, অথবা কুফরীতে জড়ানোর কারণে শুভেচ্ছা জানাবে সে আল্লাহ্‌র ক্রোধ ও শাস্তির সামনে নিজেকে উন্মুক্ত করল

জাযাকাল্লাহু খাইরান।
১৪
365376
১১ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৪৪
হতভাগা লিখেছেন :
১১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৫
303122
আবু জান্নাত লিখেছেন : বহুদিন পর আপনার উপস্থিতি ভালো লাগলো।
আপনার ছবিটি কিন্ত কথা বলে। ধন্যবাদ।
সুস্থ আছেন তো!
১২ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৩৪
303163
বিবেক নাই লিখেছেন : যাদের নিজের দ্বীনের প্রতি শ্রদ্ধাবোধ নেই, তারাই কেবল এ ধরনের ভুল করতে পারে। যে অন্যকে আল্লাহ্‌র অবাধ্যতা, বিদ’আত, অথবা কুফরীতে জড়ানোর কারণে শুভেচ্ছা জানাবে সে আল্লাহ্‌র ক্রোধ ও শাস্তির সামনে নিজেকে উন্মুক্ত করল”।হিন্দুয়ানী সংস্কৃতি থেকে নিজেকে বিরত রাখুন।
১২ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪৬
303177
হতভাগা লিখেছেন : আল'হামদুলিল্লাহ ভাল আছি । ব্লগে ঢোকা ইদানিং টাফ থেকে টাফার হয়ে যাচ্ছে ।

মাদ্রাসার ছাত্রকে দিয়ে হিন্দুদের পূঁজার অনুষ্ঠান দেখানোর মাধ্যমে বোঝানো হচ্ছে যে , মাদ্রাসার ( ইসলামের) কড়া শাসন (!) থেকে মুক্ত হতে চায় শিশুটি ।
১২ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:২৩
303199
আবু জান্নাত লিখেছেন : :Thinking :Thinking :Thinking :Thinking :Thinking
১৫
365448
১২ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৬
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

যে পিচ্ছিটি সকালে ঘুম থেকে উঠে, মাকে পুজা করতে বলে, সে মনে হয় তার মাকে কখনো সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়তে দেখেনি Crying Crying
১২ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:২২
303197
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
সত্যি বলেছেন। ৯০% মুসলমান বলে সংখ্যায় লিখলেও নামাযী মুসলমান ২০% ও নাই।

শুকরিয়া।

১৬
369271
১৬ মে ২০১৬ বিকাল ০৫:৫৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ঘুম ভাঙাতে চাই-এর কমেন্ট গুলো যেন এক একটি পোস্ট।..আপনাকে ধন্যবাদ।
১৬ মে ২০১৬ সন্ধ্যা ০৭:২২
306503
আবু জান্নাত লিখেছেন : জ্ঞানী লোকদের আঁকাআঁকিও নাকি একএকটি ডিজাইন, ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File