Love Struck Love Struck চঞ্চলময় ব্লগ পাড়া ও জান্নাতী পোষ্ট Love Struck Love Struck

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২১ মার্চ, ২০১৬, ০৩:৫১:৩০ দুপুর



অনেকদিন পর মৃতপ্রায় ব্লগটি যেন পুণরায় জেগে উঠলো। অবশ্য এর পেছনে ব্লগ কর্তৃপক্ষের জেগে উঠাকে দায়ী করা যায়, পরপর ৩টি পোষ্ট ষ্টিকি হওয়াই এর প্রমাণ।

বিশেষ ও প্রধান ভুমিকায় ব্লগার গাজী ভাইয়ের অবদান অস্বীকার করার উপায় নেই, যদিও কিছুদিন পূর্বে তিনি নিজেও অনিয়মিত ছিলেন। বর্তমানে উনার ব্লগ ব্যস্ততা সত্যিই উপভোগ্য, যেমনি লিখার ক্ষুর চালিয়ে যাচ্ছেন, তেমনি মন্তব্যের পসরা সাজিয়ে যাচ্ছেন।

ইতিমধ্যে বেশ কয়েকটি পারিবারিক পোষ্ট এসেছে, যেমন আফরার পরোটা চুরি, লোকমান ভাইয়ের বাবাকে নিয়েলেখা ও একটি সকাল ব্লগারের ছোট মেয়েকে নিয়ে লেখা।

বছরখানিক পূর্বে জান্নাতকে নিয়ে একটি পোষ্ট লিখেছিলাম,

আমাদের জান্নাতমনি ও কিছু অভিজ্ঞতা এই নামে। গাজী ভাইয়ের অনুরোধে আমার একমাত্র নয়নমনি জান্নাতকে নিয়ে আরো কিছু লিখার প্রত্যয় নিয়ে এলাম।



২০১১ সালের জুলাইতে যখন প্রথম প্রবাসে আসতেছিলাম, জান্নাত তখন ১১ মাসের শিশু। যদিও বাবা প্রবাসী হওয়ার বেদনা তখনো বুঝার বয়স হয়নি। তবুও ওর মা বাবা ও দাদুর কান্না দেখে খুব কেঁদেছিলো।

মাঝে মাঝে বাড়ি থেকে স্কাইপে ওর ছবি পেতাম, অনেক ভালো লাগতো।

রমজানের ঈদের দিনের ছবি।



কোরবানের ঈদের ছবি।

প্রথমবার বাড়িতে গেলাম, জান্নাতের বয়স ২বছর ২মাস। বাড়ি যাওয়ার সাথে সাথে ছোট ছেলেমেয়েদের সাথে দৌড়ে এসেছে, আমার সন্ধানি তখন তাকেই খুজছিল। অনুমান করে যে মেয়েটির দিকে হাত বাড়াতেই, পিছন দিকে দৌড় দিল। আমিও পিছু নিলাম, ধরেই ক্ষান্ত হলাম, সব ছেলেমেয়েরা বলতেছেঃ জান্নাত তোর আব্বু, তোর আব্বু, কিন্তু জান্নাত কি তা মানে! সরাসরি চাচার নিকট বিচার প্রার্থনাঃ কাক্কা এই বেটায় আমাকে ধরে নিয়ে যাচ্ছে। অনেক কষ্টে তখন চকলেট দিয়ে কাছে এনেছিলাম।

ঘরের ভিতর গিয়ে যখন শোয়ার চেষ্টা করলাম, মাকে সরাসরি বারণ, আম্মু ওর সাথে কথা বলবেন না। আমার দিকে ফিরে ঘুমান। দু'জনে অনেক্ষণ হাসলাম। আরে কথা না বললে যে পৃথিবীতে তোমার অস্তিত্বই আসতো না।

বাইকে বসার মতো বয়স হওয়ায় সাথে সাথে রেখেছি,



পাকঘর তৈরীর সময় ওয়ানটাইম দোলনায় ছড়িয়েছি:

যতদিন বাড়িতে ছিলাম, ততদিনই ঘুম থেকে উঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত সারাক্ষণ আদরে যতনে রাখতাম। প্রায় সময় কাঁধে নিয়ে বাড়িতে ও পুকুর পাড়ে হাঁটাহাঁটি করতাম, চাচী জেঠিরা তখন মজাক করে বলতেনঃ মনে হয় পৃথিবীতে তোরই মেয়ে আছে। একটুু হাসি দেওয়া ছাড়া তাদের প্রশ্নের আর কোন উত্তর ছিল না।

বিদায় বেলায় অনেক কান্নাকাটিতে রেখে এলাম। প্রবাসে আসার পর অনেক কেঁদেছি, আসলে মেয়েরা যে এত আদরের হয়, তা আগে বুঝতে পারিনি। Crying Crying

বাড়ি থেকে পাঠানো ছবিঃ

দুষ্টামিতে রত জান্নাত।

গত বছর যখন বাড়িতে গেলাম, জান্নাত তখন ৪বছর পেরিয়ে, আমাকে রিসিভ করতে বাড়ি থেকে প্রায় ১কি:মি: হেটে দোকানের সামনে অপেক্ষায় ছিল। মা শা আল্লাহ, জান্নাতকে দেখে চক্ষু ভরে গেল, আগের মত দৌড়ানিতে নেই, গাড়ি থামানোর সাথে সাথে সরাসরি কোলে এসে বসল। আমার মনে হল যেন আমার ক্ষুধার্ত বুক ও মন নিমিষেই আনন্দে ভরে গেল।



যেদিকেই যাই, জান্নাত ছিল আমার বাইকের প্রথম যাত্রী। সারাক্ষণ পিছু পিছু থাকতো। অজান্তে কোথাও গেলে তাকে জবাবদিহি করতে হতো।

ছুটির পুরো সময়টি জান্নাতের দাঁত ব্রাশ থেকে শুরু করে গোসল ও কাপড় কাছা সবই আমার কাজ হিসেবে নিয়েছিলাম। আসার সময় জান্নাতকে ঘুমে রেখে আসতে হল, শীতকালে ফজরের আযানের সাথে সাথে ঘর থেকে বেরুলাম। সকালে ঘুম থেকে উঠে আমাকে না পেয়ে ও যেন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়েছিল। দু'এক দিন পর অবশ্য মেনে নিয়েছিল, কি আর করা এছিল নিয়তির লিখন।

এখন জান্নাত ২মাইল দূরের মাদরাসায় যায় ভ্যানে চড়ে। ৫টি হাদিস অর্থসহ ও কিছু মাসআলা কালিমা শুনিয়ে আমার অন্তর শীতল করে। মাঝে মােঝে কিছু ছবি পাঠায়।



খালাম্মুনির সাথে জান্নাতমনি।



হাতে ও মাথায় জাম্বুরা নিয়ে জান্নাতমনি।



আমরাও ছোটকালে এমন দুষ্টুমি করতাম, বার বার যেন ইতিহাসেরই পুণরাবিত্তি।



সাজের বেলায় জান্নাতমনি।



বাবার জন্য ছবি তুলতে জান্নাতমনি।







আজ অনেকটা বড় হয়েছে জান্নাত, সরাসরি দেখতে মনটা খুব ব্যাকুল হয়ে আছে। কিন্তু আমি যে গোলামীর জিঞ্জিরে বাধা। মেয়ের মনে বাবাকে কাছে পাওয়ার আকুল আবেদন হয়তো চিৎকার করে বলতে পারছে না, কিন্তু মাঝে মাঝে শুধায়, আব্বুগো কবে আসবেন?



বাবাকে কাছে পাওয়ার ব্যাকুলতায় জান্নাত আজো অপেক্ষমান।

জান্নাতমনির সুন্দর জীবন ও আখিরাতের মঙ্গল কামনায় আপনাদের দোয়া পার্থী। Love Struck আবু জান্নাত।

বিষয়: বিবিধ

২২৩৩ বার পঠিত, ৫৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363140
২১ মার্চ ২০১৬ বিকাল ০৪:২২
আওণ রাহ'বার লিখেছেন : জান্নাতের অপেক্ষার প্রহর শেষ হোক।
বাবার বুকে ফিরে আসুক জান্নাত।
উম্মে/আবু জান্নাতের জন্যে শুভকামনা রইলো। Happy Happy
২১ মার্চ ২০১৬ রাত ০৯:১২
301057
আবু জান্নাত লিখেছেন : আপনার দোয়ায় আমীন। রমাদানে যাওয়ার ইচ্ছা আছে ইন শা আল্লাহ।

আপনার ভবিষ্যৎ জুটির জন্যও শুভকামনা রইল। জাযাকাল্লাহ
২১ মার্চ ২০১৬ রাত ০৯:২৭
301064
আওণ রাহ'বার লিখেছেন : Happy Happy Happy
363141
২১ মার্চ ২০১৬ বিকাল ০৪:২৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক ঝলকে দেখলাম এবং পড়ে নিলাম। বিস্তারিত মন্তব্য পরে আসছে।

তবে অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি
২১ মার্চ ২০১৬ রাত ০৯:১৩
301058
আবু জান্নাত লিখেছেন : আপনার কথাই আমার লিখার সাহস যোগায়। অনেক শুকরিয়া আপনাকেও।
২১ মার্চ ২০১৬ রাত ১১:৩১
301103
আবু জান্নাত লিখেছেন : আবারো পিকচার চেঞ্জ! দারুন লাগছে।
363164
২১ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:২১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই আপনার লিখাটি পড়ে আমার কেমন জানি বাবা হতে ইচ্ছে করতেছে... হা হা হা
আপনার জান্নাতের জন্য দোয়া রইলো।
২১ মার্চ ২০১৬ রাত ০৯:১৪
301060
আবু জান্নাত লিখেছেন : পথ তো ক্লিয়ার, শুধু পথিক হওয়ার দেরী। ইন শা আল্লাহ হয়ে যাবেন। আল্লাহ সহঝ করে দিক। আমীন।
363174
২১ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪০
আফরা লিখেছেন : দাড়ান ভাইয়া, একজন তো ফুলে বেলুন হয়ে গিয়েছে পিচ্চিকে দিয়ে একটু কমিয়ে দেই
২১ মার্চ ২০১৬ রাত ০৮:০২
301036
গাজী সালাউদ্দিন লিখেছেন : পনা খায় বেশি, তয় এমন হবেনা কিনু!
২১ মার্চ ২০১৬ রাত ০৮:০৯
301044
আফরা লিখেছেন : পলাইনা ভাইয়া আপনাকে কি আমি কিছু বলেছি নাকি !!!!!
২১ মার্চ ২০১৬ রাত ০৯:১৬
301061
আবু জান্নাত লিখেছেন : না, ফুলানো উদ্দেশ্য ছিল না। শুধু শুকরিয়া জানানোই উদ্দেশ্য।

আপনাকে কিছু বলতে হবে না। উনার ডায়ালগ আজ উনার উপর বার্তায়। "কবরে বাড়ি দিলে গুনাহগার চ্যাতে" Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২১ মার্চ ২০১৬ রাত ০৯:২২
301063
গাজী সালাউদ্দিন লিখেছেন : পৈননার মন্তব্যের পরে কিন্তু আমি চুপ ছিলাম, তাইলে কেমতে চ্যাত করি ওঠলাম!
২১ মার্চ ২০১৬ রাত ০৯:৪৪
301072
আবু জান্নাত লিখেছেন : আমি কিছু বলিনাই, যা বলেছে পনিই বলেছে।
২১ মার্চ ২০১৬ রাত ১০:০৬
301079
আফরা লিখেছেন : আমি ও কিছু বলি নাই যার কথায় সে ধরা খেয়েছে আমার কি !!!
২১ মার্চ ২০১৬ রাত ১০:১৬
301081
আবু জান্নাত লিখেছেন : আচ্ছা তাহলে বলেছেটা কে? কেউই বলে নাই। ও বুঝেছি, হবু হবুরা নয় তো!
363176
২১ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪২
আফরা লিখেছেন : আপনারা সবাই এত পাজি কেন !!! আমি পরোটা চুরি করেছি নাকি Happy) Happy) Happy) Happy) Happy)
২১ মার্চ ২০১৬ রাত ০৮:০৪
301038
গাজী সালাউদ্দিন লিখেছেন : চুরিতো চুরিই! টিপ না দিতেই চোখে পানি, এ আমাদের ভালো করেই জানা। ছিঁচকাঁদুনে!

অকর্মার ঢেঁকি একটা!
২১ মার্চ ২০১৬ রাত ০৯:১৮
301062
আবু জান্নাত লিখেছেন : পরোটা চুরির কথা বলিনি, বলেছি অন্ধকার ফ্রিজ থেকে আটা চুরির কথা। তাছাড়া নিজের ঘরের জিনিষ নিয়ে তো আর চোর বলা যায় না! তাই ভাইকে কেলিয়ে নিজের উপর দোষ নেওয়া আর কি।
363177
২১ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৭
আফরা লিখেছেন : অনেক অবেগ দিয়ে দিয়ে লিখা পরে চোখ দিয়ে পানি চলে আসল ।

জান্নাত মনির জন্য অনেক অনেক আদর ও সুন্দর এই ফুল গুলো


হে আল্লাহ জান্নাত মনিকে নেক হায়াত দান করুন ও তাকে একজন নেককার নারী হওয়ার তৌফিক দিন । আমীন ।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া ।
২১ মার্চ ২০১৬ রাত ০৯:৩৩
301066
আবু জান্নাত লিখেছেন : আল্লাহ তায়ালা আপনাদের দোয়া কবুল করুক।

আপনার দুঃখিনি মাকে আমার সালাম বলবেন, যদি কিছু মনে না করেন।

কারণ বিবাহিত জিবনে এসে হাড়ে হাড়ে অনূভব করেছি, স্বামী ছাড়া স্ত্রীর জীবন কত কঠিন। আপনার মা সত্যিই এক মহিয়সি নারী।

জাযাকুমুল্লাহ খাইরান।

363181
২১ মার্চ ২০১৬ রাত ০৮:০৩
শেখের পোলা লিখেছেন : লিখেছেন : আপনার জান্নাতি জান্নাতের জন্য প্রান উজাড় করা দোওয়া রইল৷ জান্নাতের মাকে আল্লাহ সবর দিন৷ আমি যখন প্রবাসে আসি আমার ছোট মেয়েটিও ছোটছিল৷ একাখানে ঐ বয়সের মেয়ে দেখলে কল্পনায় তাকে অনুভব করতাম৷ এখন সে দুই বাচ্চার মা আর সকলে কাছা কাছিই থাকে৷ ধন্যবাদ৷ভুল বশতঃ আফরা মনীর প্রতি মন্তব্যে লেখা হয়ে গেছে৷ দুঃখিত৷ওটা মুছে দিয়েন৷
২১ মার্চ ২০১৬ রাত ০৮:২৬
301053
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভুলতো হবেই, বয়স হইছেনা!
২১ মার্চ ২০১৬ রাত ০৯:৪৬
301073
আবু জান্নাত লিখেছেন : আপনার দোয়া আল্লাহ তায়ালা কবুল করুক। আসলে বাবা হলে বুঝা যায় মেয়েদের জন্য কতটুকু টান।

আল্লাহ তায়ালা আপনার বাকি জীবনটুকু আরো আনন্দময় করে তুলুক। জাযাকাল্লাহ
363183
২১ মার্চ ২০১৬ রাত ০৮:০৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : জান্নাতের ছবি দেখার সাথে সাথেই আমার কণ্ঠে একটা গান উচ্চারিত হলো, 'জান্নাত লিখে দিও নসিবে আমার, ওগো প্রেমময়, অগো পরোয়ার। সরাবের ঝর্ণা ও দুধের নহর, চির বহমান তলদেশ যার'।

এইডা জান্নাতের ননাইয়্যা আব্বু, তাই ননাইরে লই এত্তো মাতামাতি।

আমি আর কি বইলব, বাপকা বেটা যেমন, বাপকা বেটিও তেমনি হোক, এই দোয়াখানি খোদা তায়ালার কাছে করলাম।
২১ মার্চ ২০১৬ রাত ০৯:৫০
301074
আবু জান্নাত লিখেছেন :
'জান্নাত লিখে দিও নসিবে আমার,
ওগো প্রেমময়, অগো পরোয়ার।
সরাবের ঝর্ণা ও দুধের নহর,
চির বহমান তলদেশে যার'।


বাহ চমৎকার কবিতাটি। হৃদয়ে গেথে রাখার মতো। আসলেই মেয়েরা বাবাদের কলিজার টুকরো হয়।

আল্লাহ তায়ালা আপনাকেও এমন সুইট মেয়ের বাবা বানিয়ে দিক বিবাহের পর। তখন টের পাবেন. বাপকা বেটি কাকে বলে। শুকরিয়া।

২১ মার্চ ২০১৬ রাত ০৯:৫৩
301076
গাজী সালাউদ্দিন লিখেছেন : পোলা মাইয়্যার কতা পরে ভাবন যাইব, আমি আগে এক খান বউ চাই!
২১ মার্চ ২০১৬ রাত ০৯:৫৫
301077
আবু জান্নাত লিখেছেন : পথে নামলে আল্লাহ মিলাইয়ে দিবেন। ঘরে বসে থাকলে কিন্তু কাজ হবে না। তাড়াতাড়ি নেমে পড়ুন। Good Luck Good Luck
২১ মার্চ ২০১৬ রাত ০৯:৫৯
301078
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি ঘরে কে বলছে আম্নেরে! আমি বাইরে, কিন্তু মাইয়্যাতো মিলতেছেনা!
২১ মার্চ ২০১৬ রাত ১০:১০
301080
আবু জান্নাত লিখেছেন : কি যে বলেন ভাই! সবদিক তাকাবেন না, ধারর্মিকতা ঠিক পেলে বাকিগুলোর কমতি মেনে নিন, যেমন লম্বা হওয়া, ফর্সা হওয়া, ভালো বংশ হওয়া, আর্থিক ভালো থাকা। শিক্ষিত হওয়া ইত্যাদি।

ধার্মীকতায় অন্তত ৮০% চাই ই চাই, বাকিগুলোতে একটা আদটু ছাড় দিলেই ইন শা আল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ সহায় হোক।

২১ মার্চ ২০১৬ রাত ১০:১৭
301083
গাজী সালাউদ্দিন লিখেছেন : মাগগো মা! জান্নাতের বাপ, এই নিয়ে বহু লিখেছি। ঐদিন যে গল্পটা পড়লেন, 'দুর্বল মেয়েটি', কিছু বুঝেন নাই। সাকা কিরকম বিবি চায়!

একটু মজা কইল্লাম আর কি
২১ মার্চ ২০১৬ রাত ১১:০৮
301093
বিবর্ন সন্ধা লিখেছেন : গাজী ভাই বউ চায়???!!!!

মেয়েরা না আপনার চোক্ষের বিষ???
বিষ খাবার জন্য বুঝি কেউ বেকুল হয়??
২১ মার্চ ২০১৬ রাত ১১:২৪
301097
আবু জান্নাত লিখেছেন : একাকী জীবনের বিষন্নতা থেকে মুক্তি পেতে মেয়ে নামক বিষ থেকে রাজি আর কি! @বিবর্ন সন্ধা।
২২ মার্চ ২০১৬ দুপুর ০১:৫৫
301143
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Good Luck :Thinking
২২ মার্চ ২০১৬ দুপুর ০৩:৪৭
301153
গাজী সালাউদ্দিন লিখেছেন : হোক না চোখের বিষ, সকাল সন্ধ্যা মারতেতো পারবো! এটা যে আমার আজন্ম শখ! @ বিবর্ণ সন্ধ্যা
২২ মার্চ ২০১৬ বিকাল ০৪:১২
301157
বিবর্ন সন্ধা লিখেছেন : সকাল সন্ধ্যা মাইর পিঠ!!! Surprised

হি হি
যত গরযে তত বরষে না

হুম বুঝলাম
আঙ্গুর ফল, এই জন্য ই টক Rolling on the Floor Rolling on the Floor
২২ মার্চ ২০১৬ বিকাল ০৪:২২
301160
গাজী সালাউদ্দিন লিখেছেন : এটা আঙ্গুরের সহজাত বৈশিষ্ট্য। টক হবেই। পারলে এইডারে মিডা কইরেন!

কথায় নয়, ঠাস ঠাস করে দিয়ে কান গরম করায় আমি বিশ্বাসী। বুইঝেন কিন্তু
363184
২১ মার্চ ২০১৬ রাত ০৮:১৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : জান্নাতের জন্য অনেক অনেক আদর ও দোয়া রইলো। সত্যিই একসাগর দুঃখের কাব্য। আল্লাহ সকল প্রবাসীর কলিজা ঠান্ডা করুন।
২১ মার্চ ২০১৬ রাত ০৯:৫১
301075
আবু জান্নাত লিখেছেন : শুকরিয়া বড় ভাই। সকল প্রবাসীরই মনে হয় সন্তানদের জন্য এভাবেই মন পুড়ে। আপনার দোয়ায় আমীন। জাযাকাল্লাহ...
১০
363204
২১ মার্চ ২০১৬ রাত ১১:১২
বিবর্ন সন্ধা লিখেছেন : Good Luckআসসালামু আলাইকুম

ইসসসসস
কবে যে আমার একটা মেয়ে হবে... Praying Praying

তিনটা মেয়ে হলে ভালো হতো,
জান্নাতের টিকেট কনফার্ম করে ফেলতাম Day Dreaming Day Dreaming
২১ মার্চ ২০১৬ রাত ১১:২৭
301100
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,
আল্লাহ তায়ালা নেককার সন্তান দিয়ে আপনার কোল ভরে দিক।
জান্নাতে আমাদের জন্যও একটু জায়গা রাখবেন কিন্তু।

অনেক অনেক শুভ কামনা রইল। জাযাকাল্লাহ
১১
363213
২১ মার্চ ২০১৬ রাত ১১:৩২
বিবর্ন সন্ধা লিখেছেন : আমিন আমিন
সুম্মা আমিন
امين يارب Good Luck
২২ মার্চ ২০১৬ দুপুর ১২:৫৯
301139
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
১২
363246
২২ মার্চ ২০১৬ দুপুর ১২:২৭
রাইয়ান লিখেছেন : আপনার জান্নাতের জন্য আমার অনেক অনেক স্নেহ ও শুভকামনা !
২২ মার্চ ২০১৬ দুপুর ০১:০১
301140
আবু জান্নাত লিখেছেন : আপনার সন্তারদের জন্যও রইল অনেক অনেক নেক দোয়া ও ভালোবাসা।

শুকরিয়া।

১৩
363256
২২ মার্চ ২০১৬ দুপুর ০১:৫৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ভালো লাগলো।
২২ মার্চ ২০১৬ দুপুর ০৩:৩৪
301151
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভালো লাগার জন্য শুকরিয়া।

১৪
363318
২৩ মার্চ ২০১৬ রাত ১২:৫৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।আপনার জান্নাতের জন্য আমার অনেক অনেক স্নেহ ও শুভকামনা !
২৩ মার্চ ২০১৬ সকাল ১১:১৮
301237
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার কবিতাভিজ্ঞতা দেখে কিন্তু বিষ্ময় হলাম মাশা আল্লাহ। আপনার সন্তানদেরজন্যও রইল অনেক অনেক নেক দোয়া ও ভালোবাসা। শুকরিয়া।
১৫
363327
২৩ মার্চ ২০১৬ রাত ০৪:৫১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

মাশা আল্লাহ! জান্নাতমণি তো বড় হচ্ছে ধীরে ধীরে ... Thumbs Up

প্রবাসী বাবাদের এবং প্রবাসীর পরিবারের কষ্ট শুধু ভুক্তভোগীরাই বুঝেন! আপনি নিয়মিত যোগাযোগ রাখবেন, কথা বলবেন ।প্রয়োজনে ওকে মিস করে যে অনুভূতি অনুভব করেন তাও লিহে রাখেবন! বড় হয়ে ও যখন পড়তে শিখবে তখন বুঝে নিবে বাবাও দূরে থেকে মিস করেছেম ভালোবেসেছে!

অনেক অনেক স্নেহ মাখা দোআ ও দার রইলো জান্নাতের জন্য আর ওর আম্মুর জন্য সহস্র শুভকামনা! Praying Angel Star
২৩ মার্চ ২০১৬ দুপুর ১২:২৫
301245
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপু। আপনাদের হৃদয় ছোঁয়া মন্তব্য আমার হৃদয় স্পর্শ করে।

অবশ্যই লিখব। আপনার দোয়া কবুল হোক। আপনার পরিবার ও সন্তানদের প্রতিও রইল শ্রদ্ধা, দোয়া ও ভালোবাসা।

১৬
363441
২৩ মার্চ ২০১৬ রাত ১০:৫০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ শ্রদ্ধেয় আংকেলজ্বি। আপনার দরদভরা লিখনীতে জান্নাতী পাখীটির জন্য হৃদয়ের গহীন থেকে বেরিয়ে আসা উপলব্ধিগুলো অত্যন্ত মর্মস্পর্শী।

উপস্থাপনায় একজন ব্যথাতুর প্রবাসী পিতার হৃদয় নিংড়ানো কষ্ট পাঠককূলের অন্তরকে বেশ নাড়িয়ে দিয়েছে। অশ্রুসিক্ত করেছে।

বার বার ছবিগুলো দেখেছি আর আপনার লিখাটি পড়ে ব্যথাভারে ভারাক্রান্ত হয়েছি। ছবিগুলো ও বেদনাময় আকুতিগুলো হৃদয় ছুঁয়েছে কেবলিই। যদিও ব্লগে ঢুকতে না পারার কারণে মতামত দিতে বিলম্বিত হল। এটিও আমার জন্য অনেক মর্মপীড়ার কারণ।

আমার মনে হয়েছে মায়াভরা হীরার টুকরার মত হাসিমাখা মুখখানি যেন কুসুমের মত শুভ্র ও সুন্দর। আঁখি তীরে বিষাদের ছায়া। বেদনার্ত অব্যক্ত চাহনীর মাঝে লুকিয়ে আছে বাবাকে কাছে না পাওয়ার শূন্যতা ও না বলা অনেক কথা।

মহান রাব্বুল আলামীন আপনার অন্তরের ইচ্ছা পূর্ণ করে অতি শীঘ্র সোনামণিটার সান্নিধ্য দান করুণ। আর রবের কাছে মিনতি তিনি যেন তাঁর সুবিশাল নিয়ামতরাজির মাঝে তাকে ঘিরে রাখেন। আর জ্ঞানে গুণে আচার আচরণে একজন দায়ী ইল্লাহ হবার পরিপূর্ণ যোগ্যতা দান করেন আমীন।
২৩ মার্চ ২০১৬ রাত ১১:৪৫
301312
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শ্রদ্ধেয়া খালামনি। আপনার কমেন্ট পড়েতো ভাবনায় পড়ে গেলাম।

আসলে আপনার মত সন্ধানী চক্ষু নিয়ে ছবিগুলো দেখিনি। দেখেছি দূরে থাকার বেদনা নিয়ে। আপনার কমেন্ট পড়ে আবারো যেন জান্নাতের শূণ্যতায় কান্না আসতে চাচ্ছে। সত্যিই প্রবাসীরা বড় অসহায়। আহ! প্রবাসীদের পরিবারগুলো যদি জানতো! যে প্রবাসে মানুষ কত অসহায়।

টাকা পয়সার জন্য নয়, সন্তান ও পরিবারের শূ্ন্যতাই বড় অসহায়ত্বের কারন। আপনার কমেন্ট পড়ে ছবিগুলো আবারো দেখলাম।

মায়াভরা হীরার টুকরার মত হাসিমাখা মুখখানি যেন কুসুমের মত শুভ্র ও সুন্দর। আঁখি তীরে বিষাদের ছায়া। বেদনার্ত অব্যক্ত চাহনীর মাঝে লুকিয়ে আছে বাবাকে কাছে না পাওয়ার শূন্যতা ও না বলা অনেক কথা।


এত সুন্দর করে লিখেছেন যেন ছবিতে আমি তাই দেখতে পাচ্ছি।

আপনার মহান রব কবুল করুক।

আপনার পরিবার পরিজন ছোট বড় সবার প্রতি রইল অজস্র সালাম ও ভালোবাসা। আল্লাহ তায়ালা আপনাদের উত্তম বিনিময় দান করুক। আমীন।

১৭
363442
২৩ মার্চ ২০১৬ রাত ১১:০৫
সন্ধাতারা লিখেছেন : জান্নাতমণি ও তার খালামনির জন্য অনেক অনেক আদর ও শুভেচ্ছান্তে...... Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose
২৩ মার্চ ২০১৬ রাত ১১:৪৬
301313
আবু জান্নাত লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck শুকরিয়া হে শ্রদ্ধেয়া।
১৮
363633
২৬ মার্চ ২০১৬ সকাল ০৮:৩৬
গাজী সালাউদ্দিন লিখেছেন :
আবু জান্নাত, বিষয়- ভুলুন্ঠিত স্বাধীনতা


লেখাটা আজ দুপুরের আগেই পোস্ট করুন প্লিজ!
২৬ মার্চ ২০১৬ সকাল ১১:৩৭
301465
আবু জান্নাত লিখেছেন : চেষ্টায় আছি। ইন শা আল্লাহ
১৯
365823
১৬ এপ্রিল ২০১৬ রাত ১২:৪৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মাশাআল্লাহ কি নিষ্পাপ মেয়েটা। দেখলেই আদর করতে ইচ্ছে হয়। আল্লাহ ওকে ওর বাবার মতই সহজ সরল উদার মনের মানুষ বানাক।
১৬ এপ্রিল ২০১৬ দুপুর ১২:১৬
303506
আবু জান্নাত লিখেছেন : সালাম আপি। আমি এতাে ভালো না, আমার থেকে ভালো হওয়ার দোয়া করবেন। আপনার দোয়া আল্লাহ তায়ালা কবুল করুক। আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File