সাময়িক পোষ্টঃ সম্মানিত মড়ারেশন প্যানেলের দৃষ্টি আকর্ষন করছি
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:৩২:৪৪ রাত
সম্মানীত ব্লগ পরিচালকবৃন্দ, আপনাদের প্রতি অনেক অনেক শুকরিয়া যে, হাজারো প্রতিকূলতার মাঝেও ব্লগটাকে সচল রেখেছেন।
ব্লগে আসার পর থেকে আমার মতো অনেকেই টুকিটাকি লিখতে শুরু করেছেন, যাদের ইতি পূর্বে লেখালেখির কোন অভিজ্ঞতা ছিল না। ফেসবুকে শুধু লাইক, কমেন্ট আর পছন্দের জিনিসগুলো শেয়ার করেই ক্ষ্যান্ত হতাম, কোন স্ট্যটাস কিংবা কিছু লিখার মতো সাহস ছিল না।
ব্লগে পদচারনার ফলে মাঝে টুকিটাকি লিখার সৌভাগ্য হয়। আর এই সুযোগটা আপনারাই তৈরী করে দিয়েছেন, তাই কৃতিত্বটা আপনাদেরই।
মাঝে মাঝে এই প্রিয় অঙ্গনের অসঙ্গতি অনেকটাই ব্যথিত করে। বিশেষ করে পুরাতন ব্লগগুলো থেকে পিকচারগুলো হারিয়ে যাওয়া।
পিকচারগুলো তুলতে যে অনেক সময় অনেক বিপদেও পড়তে হয়, তবুও প্রিয় ব্লগারদের সাথে শেয়ার করার ইচ্ছেটাই সাহস যোগায়। কিন্তু যখন দেখি যে কিছুদিন পর ছবিগুলো হারিয়ে যায়, তখন খুব খারাপ লাগে।
আসা করি এ বিষয়ে একটু নজর দিবেন। আপনাদের সুদৃষ্টির প্রত্যায় সাময়িক পোষ্ট।
সর্বোচ্চ মন্তব্যকারীর অপশনটি কি চিরদিনের জন্য অকেজো হয়ে গিয়েছে? যদি কোন সম্ভাবনা থাকে তবে এটি ঠিক করার জন্য বিশেষ ভাবে স্ববিনয়ে অনুরোধ করছি।
ব্লগের পথচলা সুগম হোক এই প্রত্যাশায়.........
বিষয়: বিবিধ
১২০৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ভাইয়া ।
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
শুকরিয়া।
আপনার সাথে আমিও প্রত্যাশা করছি।
আফরা বললঃ আপনি নাকি মডুদের দলে যোগ দিয়েছেন, তো প্রত্যাশা না করে আপনার থেকে সমাধান চাই।
ধন্যবাদ
ধন্যবাদ ভাই।
জাযাকাল্লাহ
খেয়াল করেছেন কি না জানিনা এই মাত্র লগ ইন করে দেখলাম অনলাইনে আছেন ৯ জন ভিজিটর। আর এরাই রিয়েল মানে ভূতুড়ে না
এখন ব্লগারদের সংখ্যা রিয়েলই মনে হয়, আগে কিন্তু রবার্ট জুলিয়েট ...... সহ অগনিত আনলিমিটেড অনলাইন ব্লগার ছিলেন।
শুকরিয়া।
রহম কর হে আমার রব...
যুদ্ধে যাবো যাবো করে
যাওয়া হয়নি সে পথে,
মনটা ভেঙেছে নিরালায়
অদৃশ্য কারো আঘাতে!
চলতে হয় বলেই চলি
স্রোত বিহীন অস্রোতে,
মাঝেমধ্যে থেমে যায়
শূন্যতার বিরহী আঘাতে।
যদিও থেমে যাবার
কথা ছিলনা বঙ্গপুরুষ!
উগ্রতার শিকার হয়ে
যেন সত্য গুলো দোষ।
আত্ম চিৎকারের ভাষা গুলো
ব্লগে করা হয় শব্দে রুপান্তর,
আত্ম চিৎকার শুনে কারো-
কালো মন হয় আরো আঁধার।
আঁধার মন নিয়ে
আলো গ্রহণ প্রায় অসম্ভব,
আলোর পথের যাত্রীদের
রহম করো হে আমার রব।
দারুন কবিতা, কোন বইতে প্রকাশ হয়েছে?
একটি পোষ্ট দিতে পারেন। ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন