বাঙ্গালী বাজার, মুসাফফাহ, আবুধাবী।
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:৩০:৩৮ রাত
ড্রাইভিং ফাইল ওপেন করেছি আগস্ট ২০১৫, সময় ও সুযোগের অভাবে ঠিক মত যাওয়া হয় নাই। শুধু মৌখিক ক্লাস ও ওরাল এক্সাম দিয়ে তিন মাস অবহেলায় কেটে গেল। ডিসেম্বরে আবারো গেলাম, ফার্মিশন রিনিউ করে পূণঃরায় ট্রেনিং শুরু করলাম।
সড়কে ট্রেনিং নেওয়া প্রতি ঘন্টা সরকারের নির্ধারিত পেমেন্ট ৭৫ দিরহাম। কিন্তু দরদাম করে ট্রেইনারদের সাথে কিছুটা কমে পাওয়া যায়। আমার চুক্তি হয়েছে এক পাঠান এর সাথে ঘন্টা প্রতি ৫৫ দিরহাম। প্রতিদিন সময় পাওয়া যায়না বিধায় প্রতি শুক্রবার ২/৩ ঘন্টা করে গাড়ি চালাচ্ছি।
গতকাল শুক্রবারও ট্রেনিং শেষে মুসাফফাহ বাংলা বাজার ঘুরতে গেলাম, দেখি পুরাতন চেনা রূপ সম্পূর্ণ পাল্টে গেছে, এখানে বাজার বসত বলে কোন চিহ্ন নেই, শুনলাম আমিরাত পুলিশ নাকি রেট এলার্ট জারি করেছেঃ যাকে পাওয়া যাবে আচ্ছা করে পিটিয়ে সোজা দেশে চালান। ব্যাস বন্ধ হয়ে গেল।
কিন্তু তাতে কি! এক বাজার বন্ধ হলেও নতুন করে খোলা হয়েছে শত বাজার, প্রতিটি বড় মসজিদকে ঘিরে খোলা মাঠে গাড়ির ফাঁকে ফাঁকে বসছে চিরচেনা সেই বাজার।
মোবাইলটি হাতে নিলাম, কয়েকটি ছবি নিলাম, ওমা! একি! সবার চোখ আমার দিকে, কেউবা নিজেকে আড়াল করে নিচ্ছে গাড়ির পেছনে, কেউ কেউ বার বার দেখছে, সিআইডি নই তো!
কয়েকজন ভয়ে ভয়ে কিছু জিজ্ঞেস করার জন্য আশপাশে ঘুরোঘুরি করলেও প্রশ্ন করার সাহস পায়নি, কারণ অপরাধীর মন সবসময়ই ছোট থাকে।
আর আমিও নিজেকে সিআইডি স্টাইলে বাকা চোখে এদিক সেদিক দেখছি আর ছবি তুলছি। পরক্ষনেই তাড়াতাড়ি কেটে পড়লাম। কারণ কেউ বুঝতে পারলেই গোমর ফাঁক।
এবার দেখুন বাংলাবাজারের আদলে গড়ে উঠা মসজিদ ভিত্তিক কিছু অসাধু বাঙ্গালীদের বাজার।
কেটে কেটে আনারস বিক্রি হচ্ছে, পিস ১ দিরহাম। মানে একটি আনারস বিক্রি হচ্ছে ৫/৬ দিরহামে।
১।
২।
৩।
৪।
৫।
সবজি ও মোবাইল আইটেম বিক্রি হচ্ছে একই স্টাইলে।
৬।
এগুলো রিজেক্ট মুরগী, বিক্রয় নিষিদ্ধ। তবুও বাঙ্গালী বলে কথা।
৭।
৮।
গার্মেন্টস আইটেমও একই স্থানে, একই নিয়মে।
৯।
জিবিত মুরগী আবুধাবী শহলে এলাউড নেই, কিন্তু এখানে পাওয়া যায়, ১০দিরহাম প্রতি কিলো।
১০।
১১।
সাধারণত এই মাছগুলো মার্কেটে ২০-২৫ দিরহামে বিক্রি হয়, কিন্তু এখানে মাত্র ৫ দিরহাম।
১২।
গরম জিলাপি দেলে লোভ সামলানো বড়ই কঠিন, মোবাইল পকেটে নিয়ে আমিও ১ দিরহামের কিনে পেট পুরে খেলাম।
বিষয়: বিবিধ
১৮৮৫ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাছাড়া এদেশে কোন ফুটপাতের ব্যবসার এলাউড নেই।
অনেক ধন্যবাদ।
বাংগালী বাজারের স্বজি আর মাছের ছবি দেখে খুব ভালো লাগলো! সব পাওয়া যায় দেখছি!
শুভকামণা রইলো!
এখানে জিনিসপত্র মার্কেটের তুলনায় অনেকটা সস্ত। লাইসেন্স আর দোকার বাড়া নেই তো। কিন্তু রিক্স অনেকটা।
শুকরিয়া।
আমিরাতের জনগণ এসব খোলা মাঠের দোকানে সম্পূর্ণ ফ্রি দিলেও কখনো আসবে না। আরব বলে কথা। মার্কেটের যেমব সুপার মার্কেট ও হাইপার মার্কেট এ ৩টাকার জিনিস ১০টাকা বিক্রি হয়, সেখানেই আরবদের যাতায়াত।
দাম বেশি হোক কিন্তু মার্কেট হতে হবে সোনায় মোডানো, ঝকঝকে তকতকে।
বিশেষ করে আরবা বাজার করে লূলূ হাইপার মার্কেট, ক্যারিফোর, আবুধাবী কো-অপারেটিভসহ নামি দামি মার্কেট থেকে।
আমার ড্রাইভিং প্রশিক্ষক পাঠানের সাথে তোলা ছবি, সূর্যের আলোর কারণে মুখ সুন্দর আসে নাই, তাই কালি লাগিয়ে দিলাম।
আমাদের মার্কেটের ছবি দেখেন। প্রতি সামারে অর্গানিক সবজি পাওয়া যায়। লোকাল খামারীরা বিক্রীর জন্য নিয়ে আসে।
এ ক্ষেএে সরকারে অনুমতি নিতে হয়।
এখানে খামারীরা সরাসরি মার্কেটে বিক্রয় করতে পারেনা। আড়ৎদারের নিকট বিক্রয় করতে হয়, সেখান থেকে বিভিন্ন মার্কেট ও খুচরা ব্যবসায়ীরা কিনে নেয়।
এসব সবজি, ফল কি আমিরাতে হয় নাকি ইমপোর্টেট ?
হবে। অর্গানিক অর্থ হলো, ন্যাচারাল গ্রোর্থ,এ ক্ষেত্রে কোন সার এবং ঔষধ ব্যবহার করা হয় না। আমি যেখানে থাকি,
সেখানের ছবি
বেশির ভাগ আঞ্চলিক ফার্ম থেকে তোলা, আরবীর অজান্তে কৃষকরা অল্প দামে এইসব ব্যপারিদের কাছে বিক্রয় করে দেয়। তবে কিছু জিনিস ইরান, ইন্ডিয়া থেকে আমদানী করা।
এরদ্বারা অবশ্যই বাঙ্গালীদের ইমেজ ক্ষুন্ন হয়, ভিসা চালু না হওয়ার জন্য এগুলো অনেকটা দায়ী।
ধন্যবাদ।
অনেক শুভেচ্ছা রইল।
ছবিগুলো অনেক সুন্দর হয়েছে । আমার ভাবিজান কি আপনার মুখে থাবরা দিয়েছে নাকি যে লজ্জায় মুখ ডেকে রাখছেন ভাইয়া ?
ধন্যবাদ আমার ভাইয়া জান্নাতের বাবা ।
সুন্দর লাগার জন্য ধন্যবাদ।
এমন কথাই বললেন, ছবি না দেখিয়ে আর পারলাম না।
আপনার এতবড় পেট মাত্র ১টাকার জিলাপি দিয়ে পুরে কিভাবে?
যাইহোক সাক্ষাতে সব কিছুর হিসাব নেওয়া যাবে, তয় ভাইছা আম্নের লেখা ভালা লাইগছে। ধইন্যবাদ আম্নেরে।
পাঠানকে ঠকাই নাই। দরদাম করেই ঠিক করেছি। নিম্ন আয়ের মানুষদের সকর্ত করেছি, অবৈধ পথ থেকে বেছে থাকার জন্য সতর্ক করেছি।
চিন্তা করুন কত বড় পেট কিন্তু এক টাকার জিলাপিও শেষ করতে পারিনি, আরেক সাথীসহ মিলে সাবাড় করেছি।
আন্তরীক ছোঁয়ার জন্য অনেক অনেক শুকরিয়া।
মন্তব্য করতে লগইন করুন