অপরূপ সৃষ্টি (ছবি ব্লগ)
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫৩:৫৩ দুপুর
হে প্রভূ! তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, জানি না প্রভূ তুমি কত সুন্দর।
হাদিসে এসেছে " تَفَكَّرُوا فِي خَلْقِ اللَّهِ ، وَلا تَفَكَّرُوا فِي اللَّهِ فَتَهْلِكُوا " তোমরা আল্লাহ তায়ালার সৃষ্টিতে গবেষনা কর, আল্লাহ তায়ালা সত্বা নিয়ে নয়। (যদি আল্লাহ তায়ালার সত্বা নিয়ে বেশি গবেষনা কর) তবে ধ্বংস হয়ে যাবে। কয়েকটি সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে, কোন কোন সূত্রে فَتَهْلِكُوا (তবে ধ্বংস হয়ে যাবে) শব্দটি উল্লেখ নেই।
হাদিস শরীফে এত বড় ধমকির পরেও মানুষের কৌতুহলের শেষ নেই। কেই আল্লাহ তায়ালার অবস্থান, কেউ আল্লাহ তায়ালার হাত, পা, চেহারা, চোখ, কান ইত্যাদি, আবার কেউ আল্লাহ তায়ালার আকার আকৃতি নিয়ে গবেষনা করেই চলেছে।
আমার বিশ্বাস হলঃ মহান আল্লাহ তায়ালা সত্বা ও গুণাবলীসহ যেভাবে যেখানে যেমন থাকার উপযুক্ত, তেমনই আছেন। এতে আমাদের এত বিশ্লেষন ও গবেষনার প্রয়োজন নেই। যেহেতু হাদিসে নিষেধ করা হয়েছে।
আজ আল্লাহ তায়ালার কিছু অপরুপ সৃষ্টি ও নেয়ামতের ছবি আপলোড় দিচ্ছি।
ইস! এত ফল, যা দেখে কাওমে সাবা'র কথা মনে পড়ে যায়। আল্লাহ তায়ালা তাদের এত এত নেয়ামত দিয়েছিলেন। কিন্তু কুফরী ও না শুকরীর কারণে সব ধ্বংস করে দিয়েছিলেন।
একই প্রকারের মাটি ও গাছ থেকে কত প্রকারের ফল।
নারিকেলের পানি, আহ! মনটা জুড়িয়ে যায়।
কাঁচা তালের বিচি, আহ! কিযে মজা।
পেপে'র সারি। দেখলেই খেতে মন চায়।
শীত কালের কদু/লাউ। চিংড়ি মাছ দিয়ে পাকালে লা জবাব।
আহ! কত রঙ্গের নয়ন জুড়ানো পাখি।
এই পদ্ধতিতে তরমুজ চাষ খুব কমই দেখা যায়।
শহুরে জীবনেও সবজির দারুন চাষ।
মরিচ বাগানটি কি সুন্দর না দেখাচ্ছে!
চমৎকার বেগুন।
সবুজ মরিচ, ভিটামিন সি।
এমন গ্রাম খুব কমই দেখা যায়।
মাশা আল্লাহ, এত লম্বা ঝিঙ্গা/ধুন্ধুল আমি আর দেখি নাই।
লাল শাপলা, তুলতে কিযে মজা।
শাপলার ঝিলের তাজা মাছ। প্রবাসে বসে স্বপ্ন মনে হয়।
হে প্রভূ! তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, জানি না প্রভূ তুমি কত সুন্দর।
"তোমরা আল্লাহর কোন কোন নিয়ামাত করবে অস্বীকার"। সূরা আর-রাহমান।
ইয়া রাব্বাল আলামীন, তোমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোন নেয়ামতই অস্বীকার করা যাবে না।
বিষয়: বিবিধ
৩৮৫১ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এগুলো পেঁপেঁ নট পেঁয়ারা
আপনার দোয়ায় আমীন।
সুন্দর কমেন্টটির জন্য ধন্যবাদ।
স্বাভাবিক একটা গাছকে এরকম বামন করে (বনসাই) বানানোর প্রক্রিয়া কি আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা নয় ?
বনসাইও একই ফর্মুলায় পড়বে। আল্লাহর সৃষ্টির বিকৃতি সংক্রান্ত বিধানটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। প্রানী বা গাছের ক্ষেত্রে নয়।
তবে একটি কথা: মোবাইলে বিবাহের ব্যপারে যেহেতু অনেকটা মতভেদ আছে। তাই দেশে গিয়ে এ ব্যাপারে কোন ভালো আলেমের পরামর্শ নিবেন। প্রয়োজন হলে আক্বদ দ্বিতীয় বার পড়ে নিবেন। এতে ওয়াসওয়াসা দূর হয়ে যাবে।
আমার এক খালাতো ভাই দেশে গিয়ে পুণরায় আকদ পড়েছে। কারণ সম্পর্কটি চিরদিনের। তাই ওয়াসওয়ানা মুক্ত থাকাটাই শ্রেয়।
অনেক অনেক শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর
কিন্তু আমরা শুধু দেখেই যাই, চিন্তা করিনা এতো সুন্দর নয়নাভিরাম সৃষ্টির স্রষ্টা কে?
শুকরিয়া।
ধন্যবাদ।
শুকরিয়া।
মন্তব্য করতে লগইন করুন