Call Me Praying মিসড কলে জ্বালিয়াতী : অভ্যন্তরে কারা? Call Me Praying

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২৮ নভেম্বর, ২০১৫, ০২:১৪:১৪ দুপুর



২৪ ঘন্টা তো আর নেট ওপেন করে রাখা সম্ভব হয় না। যদিও এখানে নেট একেবারে সস্তা, অফিসে আনলিমিটেড ওয়াইফাই, রুমেও আনলিমিটেড ওয়াইফাই।

বিশেষ করে ব্যাটারির কথা ভেবেই নেট অফ করে রাখি।

দেশে সহধর্মীনির হাতে যে মোবাইল, তাতে ইন্টারনেট সীমিত। শুধু প্রয়োজনের সময় নেট চালু করা হয়। স্কাইপ বা ইমু তে বেশির ভাগ কথা বলা হয়। স্কাইপিতে অতিরিক্ত এম.বি খরচ হয় বিধান বর্তমানে বেশিরভাগ ইমুতে কথা হয়।

আমার ধারনা মতে স্কাইপিতে অডিও ক'লে যে পরিমান নেট ব্যয় হয়, ইমু'তে ভিডিও ক'লে একই ধরনের পরিমান ব্যয় হয়। সে হিসেবে ইমু'কে বেছে নেওয়াই ভালো মনে করলাম।

যখন কথা বলার সুযোগ করি, প্রথমে দুদিক থেকে মিসড কল আদান প্রদান করি, তার পর নেট ওপেন করে ইমু'তে কল দিয়ে থাকি। আমার মনে হয়, বেশিরভাগ প্রবাসীই হয়তো এমন করে থাকেন।

এর মূলত কারণ হলঃ অনেক সময় আমি হয়তো ফ্রি, কিন্তু আহলিয়া সাংসারিক কাজে ব্যস্ত, অথবা আহলিয়া এখন ফ্রি আর আমি ডিউটি বা অন্য কোন কাজে ব্যস্ত। এজন্যই মিসড কল আদান প্রদান।

তাছাড়া আমিরাতে ইত্তিসালাত কোম্পানী ভাইবার ও ইমু অনেক আগে থেকেই ব্লগ করে রেখেছে। তাই মিসড কল পেলে ভিপিএন ওপেন করতে হয়। এতে মিসড কলের বিকল্প নেই।

এখন সমস্যা হল: দেশ থেকে যখন বিদেশে মিসড কল দেয়, প্রায় সময়ই এই হারামী কোম্পানীগুলো ৫টাকা করে কেটে নেয়। জিপি আর রবি'র কথা বলছি। অন্য অপারেটর সম্পর্কে অভিজ্ঞতা নেই।

প্রায় সময় দেখা যায়, বিদেশের মোবাইলে মিসড কলও আসেনি। কিন্তু ব্যালেন্স শেষ। এভাবে দেখা যায় দৈনিক ৩ থেকে ৪ বার ৫টাকা করে নিয়ে যায়।

কোন কোন সময় মিসড কল একটু লম্বা হয়। দেখা যায় মাঝে মাঝে এই দেশের নাম্বার দেখায়, তখন রিসিভ করলেই কেটে যায়। ঐদিকে আহলিয়া রেগে আগুন। কিছু সময়ের জন্য হলেও প্রতিজ্ঞা করে আর মিসড কল'ই দিবো না। কিন্তু বর্তমান সময়ে এধরনের রাগের উপর প্রতিষ্ঠিত থাকা যে কঠিন। তাই রাগ হজম করে আবারো আগের অবস্থায় ফিরা।

মাঝে মাঝে মেঝাজটা খারাপ হয়ে যায়। তবুও করার কিছু নেই। কথা যে বলতেই হবে। মিসড কল যে দিতেই হবে।

জানি না, এভাবে পয়সা জ্বালিয়াতি কারা করছে।

(সবুজ ভাইয়ের কাছে এ ব্যাপারে সহযোগীতা চাই, যদি সাধ্যের মধ্যে হয়।)

বিষয়: বিবিধ

১৭৮৪ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351816
২৮ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৫৯
কাহাফ লিখেছেন : বাংলাদেশ থেকে মিস কল দিলেই শুধু পয়সা কাটে তা নয়,প্রবাস থেকে দিয়েও এমন পরিস্হিতির শিকার অনেকেই!
কারা যে দায়ী???
২৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২১
292102
আবু জান্নাত লিখেছেন : হ্যাঁ ভাই, প্রবাস থেকেও মাঝে মাঝে পয়সা কাটে, তা কিন্তু সেকেন্ড হিসেবে, কেননা বিদেশের অপারেটর গুলোতে প্রতি সেকেন্ড পালস হিসেবে পয়সা নেয়। তাই রিসিভ হলেও দু'এক পয়সা নেয়। ব্যতিক্রম বাংলাদেশে, এক সাথে ৩০ সেকেন্ড এর টাকা নিয়ে নেয়।

351820
২৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:১৬
জেদ্দাবাসী লিখেছেন : আফসোস! সততা মূল্যবোধ বাংলাদেশের প্রতিষ্টানগুলি থেকে উটে যাচ্ছে।

ধন্যবাদ
২৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
292104
আবু জান্নাত লিখেছেন : সরকারী প্রতিষ্ঠানগুলো থেকে তো অনেক আগেই গেছে। এখন আস্তে আস্তে বেসরকারী প্রতিষ্ঠান থেকেও সততা উঠে যাচ্ছে।

দেশের ইমাম যদি হারামীর বাচ্চা হয়, মুক্তাদী কি আর হালালী হবে!

শুকরিয়া।

351826
২৮ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:৪১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

পরীক্ষিত সমাধান

আহলিয়ার মোবাইলে ড্রাফট ফোল্ডারে একটি মেসেজ লিখে রাখতে বলুন, মিসকলের বদলে সেটি ব্যবহার করলে, সামান্য পয়সা গেলেও অন্যান্য সকল ঝামেলা ও সন্দেহ থেকে মুক্ত!
২৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
292106
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

আপনার পরামর্শটি অবশ্য দারুন। কাজে লাগানো যেতে পারে।
তবে মেসেজ হয়তো সকালে দিলে, বিকেলে পড়বে।

তাই সময় মতো পাওয়া কঠিন। কল দিলে তো দূর থেকে আওয়াজ শুনে ছুটে আসবে।

শুকরিয়া।

২৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
292107
আবু সাইফ লিখেছেন : আমি বলেছি দেশ থেকে মেসেজ দেবার কথা!

আপনি মিসকল দিতে তো সমস্যা নেই,
আপনি মিসকল দিলেও কি টাকা কাটে??
২৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:৪৮
292119
আবু জান্নাত লিখেছেন : জ্বি ভাই, মাঝে মাঝে আমারও কাটে।

ধন্যবাদ।

351834
২৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
মাহমুদ নাইস লিখেছেন : এ যে সামান্য সমস্যা নয় গো!
২৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫০
292120
আবু জান্নাত লিখেছেন : গরীবের কুঠরিতে প্রথম আগমন ঘটালেন বুঝি! অনেক অনেক শুকরিয়া।
351837
২৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
সন্ধাতারা লিখেছেন : Salam uncleji
২৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫০
292121
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, প্রিয় খালামনি।
351838
২৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
সন্ধাতারা লিখেছেন : I have spent half an hour but was not able due to net problem. Anyhow finally I get it. I expect responsible person will keep on eye for solving this problem. Jajakallahu khair.
২৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫৭
292124
আবু জান্নাত লিখেছেন : টুডে ব্লগে আমাদের এখানেও আজ একটু সমস্যা করছে, নেট ভালো মত কাজ করছে না।

ব্লগার সবুজ ভাই গ্রামীনফোনের কর্মকর্তা বিধায় উনার দৃষ্টি আকর্ষন করছিলাম মাত্র।

অনেক কষ্ট ধৈর্য্য নিয়ে কমেন্ট করার জন্য আপনাকে শুকরিয়া জানাই।

জাযাকিল্লাহ খাইর

351844
২৮ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
শেখের পোলা লিখেছেন : সবুজ ভাইয়ের সাথে দেখা হলে পাঠিয়ে দেব৷ ধন্যবাদ৷ ভাল থাকেন৷
২৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫২
292123
আবু জান্নাত লিখেছেন : না চাচাজী। পাঠাতে হবে না। মানে, সবুজ ভাই জিপি তে কর্মরত আছেন তো! তাই ওনার দৃষ্টি আকর্ষণ করছি। হয়তো কোন সমাধান এর কথা বলতে পারবেন। তাই। শুকরিয়া।

351848
২৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:০৪
সন্ধাতারা লিখেছেন : Atlast I am successful uncle!!! Not Listening Music Music
২৮ নভেম্বর ২০১৫ রাত ০৮:৫৮
292125
আবু জান্নাত লিখেছেন : কোন কাজে সফল হলেন? তাতো জানালেন না। অপেক্ষায় রইলাম। আবারো শুকরিয়া।
২৯ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:১৪
292230
সন্ধাতারা লিখেছেন : Because problem is solved for now uncleji.
351910
২৯ নভেম্বর ২০১৫ রাত ০১:১৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সমাধান নেই৷ এটা মোবাইল কোম্পানির গুলোর অঘোষিত ডাকাতি!

কখনো কখনো সান্ত্বনা দিই এই ভেবে স্কাইপিতে ফ্রি.... হয়তো মিসকলে লোকসান......!!
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:০৪
292214
আবু জান্নাত লিখেছেন : এই ধরনের শান্তনার বাণী দিয়েই তো বেছে আছি। না হয় তো কবে যে জগড়া শুরু হয়ে যেত!

এ সমস্ত ডাকাতদের শনাক্ত করা খুবই প্রয়োজন।
ধন্যবাদ
১০
351924
২৯ নভেম্বর ২০১৫ রাত ০২:২৭
আফরা লিখেছেন : মিস কলে ও ৫ টাকা !!! বড়ই আশ্চার্য কথা !!
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:০৬
292215
আবু জান্নাত লিখেছেন : সব সময় বললে ভুল হবে, তবে ম্যক্সিমাম সময় ৫ টাকা করে কেটে নেয়। এ ভয়ে দেশ থেকে মিসড কল দিতেও ইচ্ছে হয় না।
১১
351948
২৯ নভেম্বর ২০১৫ সকাল ০৯:৫০
ঝরাপাতা লিখেছেন : প্রতিবাদ চাই। প্রতিরোধ চাই।
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:০৮
292216
আবু জান্নাত লিখেছেন : অবশ্যই প্রতিরোধ চাই। তবে কর্তৃপক্ষ কারা! যারা প্রতিরোধের ব্যবস্থা করবে!
১২
351951
২৯ নভেম্বর ২০১৫ সকাল ১০:০০
শরাফতুল্লাহ লিখেছেন : তুরস্কে এই ঝামেলার জন্যই নিজেরা সফটওয়্যার বানিয়ে সবার মোবাইল ল্যাপটপে ইনস্টল করে নিছিলাম ।
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১০
292217
আবু জান্নাত লিখেছেন : কি সেই সফটওয়ারটি? সন্ধান দেয়া যাবে ভাইয়া!
১৩
351955
২৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : যেহেতু মিস কলে সমস্যা সেহেতু মেসেজ সিসটেম চালু করুন।
২৯ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:১২
292218
আবু জান্নাত লিখেছেন : মেসেজ তো সময় মত দেখা হয় না। তাছাড়া সব সময় তো আর ফ্রি থাকা যায় না। ব্রেকের সময় বা অফিসে আসার আগে কিছুক্ষন কথাবার্তা হয়। মিসড কল দিয়ে অপেক্ষা করি, বাডি থেকে ফিরতি মিসড কল পেলে তো ভিপিএন ওপেন করে ইমু ওপেন করতে হয়। কত যে ঝামেলা।

শুকরিয়া টিপু ভাই।

১৪
352009
২৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এক নম্বর কথা হচ্ছে আমি গ্রামিনফোনের প্রাক্তন কর্মকর্তা!!!!

আন্তর্জাতিক কল এর ক্ষেত্রে মিস কল হলেও টাকা কাটবে এটা স্বাভাবিক। আগেও যখন ট্রান্ক কল সিষ্টেম ছিল শেষ পর্যন্ত কথা বলা না গেলেও বুকিং চার্জ দিতে হত। কল মিস হলেও কলটি আর্ন্তজাতিক গেটওয়ে হয়ে ভিন্ন দেশের টেলিফোন কোম্পানির সুইচ পর্যন্ত যায়। কল রিসিভ না হলেও এই গেইটওয়ের ভাড়া দিতে হয়। আর্ন্তজাতিক কলের ক্ষেত্রে কল গেইট ওয়ে তে গেলেই মিটার কাউন্ট শুরু হয় মানে টাকা কাটা শুরু। সেই জন্য আন্তর্জাতিক কলে মিস কল হলেও টাকা কাটা যায়। আমার মনে হয় আপনারও যায় তবে পরিমানে কম হওয়ায় খেয়াল করেন না। মেসেজ টাই সুবিধাজনক।
২৯ নভেম্বর ২০১৫ রাত ১০:১৮
292289
আবু জান্নাত লিখেছেন : শুকরিয়া ভাই, অন্তত কিছুটা শান্তনার বাণী শুনালেন। অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File