মানবতার গান
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২০ নভেম্বর, ২০১৫, ০২:১২:২২ রাত
তোমরা থাক খুব আরামে যেই দালানের পাঁচ তলায়;
ওরা থাকে রোগ বেরামে... সেই শহরের গাছ তলায়-২
যে ডাস্টবিন পেরিয়ে যেতে চেপে ধরো নাক গুলো
সেই খানেতে খাবার খোজে... ঐ মানুষ আর কাক গুলো-২
ক্ষুধার জ্বালায় প্রাণ বাচে না.. নষ্ট পচা খাবার খায়-২ ঐ
ওদের পানে একটু খানি বাড়াও দয়ার হাতগুলো;
গাছ তলাতে একটু সুখে... কাটুক ওদের রাতগুলো-২
ওদের পানে না তাকালে... কেমনে ওরা বাচবে হায়-২ ঐ
তোমরা থাক খুব আরামে যেই দালানের পাঁচ তলায়;
ওরা থাকে রোগ বেরামে... সেই শহরের গাছ তলায়-২
সেই শহরের গাছ তলায়-সেই শহরের গাছ তলায়,
সেই শহরের গাছ তলায়-সেই শহরের গাছ তলায়।
বিষয়: বিবিধ
২১৯৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ
সুন্দর অনুভূতির জন্য অনেক অনেক শুকরিয়া।
নকল কাজ করেছি, তবুও ধন্যবাদ দিলেন, কম কিসের!
এভাবে নিয়মিত লজ্জা দিতে থাকুন। শুকরিয়া।
আল্লাহ আমাদের সবাইকে ঐসব অসহায়ের জন্য কিছু করার তাওফীক দান করুন।
সত্যিই বড় আফসোস হয়।
শুকরিয়া।
যেই দেশে মানুষ না খেয়ে মরে, ঐদেশের ক্রিকেটারের চার-চক্কা হাকিয়ে লাখ-লাখ টাকা বেতন পায়। এই জাতীর কপালে কি আল্লাহর রহমত থাকবে???
ধন্যবাদ আপনাকে
ইন্ডিয়াকে যেন পুরো বাংলাদেশ দিয়ে দিলেই আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি।
দুঃখ হয় ক্রিকেট প্রেমিকদের জন্য, আসলে আমরা দিন দিন ভারত প্রেমিক হতে চলেছি।
দেশ রসাতলে যাক তাতে কি! দাদারা খুশি হলেই ব্যস।
শুকরিয়া।
ইন্নাহু লা ইয়ুহিব্বুল মুসরিফিন - কোরআনের এই আয়াতটি আমরা ভুলে যাই!
শুকরিয়া।
অনেক অনেক শুকরিয়।
মন্তব্য করতে লগইন করুন