কার্টুনের ছন্দে ইসলামী তারবিয়্যাত
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১৪ নভেম্বর, ২০১৫, ১১:০৭:১৬ রাত
কাটুন বর্তমান প্রজন্মের কাছে একটি জনপ্রিয় বস্তুতে পরিণত হয়েছে, যেমনই ছোট শিশুদের কাছে, তেমনই বড়দের কাছে।
বর্তমানে তরুন প্রজন্মের মুবাল্লিগে ইসলাম নো'মান আলী খান ও কার্টুনের মাধ্যমে যুবকদের আকর্ষন করে ইসলামের মহান বাণী প্রচার করে যাচ্ছেন।
কার্টুন ইসলামে জায়েয কি, না জায়েয সেটা বর্ণনা করা আমার উদ্দেশ্য নয়। শুধু এতটুকু বলতে চাচ্ছি যে, যে হারে শিশু কিশোর ও তরুনরা কার্টুনের প্রতি ঝুঁকছে, (যেমন মিনা রাজু, টমি জেরি ইত্যাদি) সে হিসেবে এটাকে ইসলাম প্রচারের মাধ্যম বানানো যায়।
যেমন ইসলামিক কালচার সম্বিলিত কার্টুন তৈরী হলে, বাচ্চাদের বিনোদনের একটি খোরাক প্লাস ইসলামী জ্ঞান ও ব্যবহারিক জীবনে ইসলামের মৌলিক বিধানগুলো তাদের দেমাগে ঢুকিয়ে দেওয়া যায়।
আমাদের দেশে টিভিতে বাংলা ছবি দেশে যেমন কিশোর তরুনরা বন্ধুদের সাথে রাস্তাঘাটে প্রাক্টিস করে বেড়ায়, ডিসুম ডিসুম সহ বিভিন্ন ডায়ালগ করে।
ঠিক তেমনি যদি আমরা ইসলামীক কালচার বিশিষ্ট কার্টুন তাদের হাতে হাতে পৌছে দিতে পারি, আমার মনে হয় অবশ্যই এর একটি সুফল পাওয়া যাবে।
কিছু দিনে ধরে আমিও এমন কিছু কার্টুন দেখার অভ্যস্ত হয়ে গেছি, তা কিন্তু উর্দূ ভাষায়, মনে মনে ভাবছি. যদি এগুলো বাংলা ভাষায় হতো, তবে আমার মেয়ে জান্নাত সহ বাংলার ঘরে ঘরে হাজারো বনী আদম উপকৃত হতো।
নিচে এমন কিছু কার্টুনের লিংক দিলাম।
এধরনের আরো অনেক কার্টুন আছে, যেগুলোতে ইসলামকি শিক্ষা ও শিশু কিশোরদের ইসলামীক মনমানসিকতা গঠনের বেশ সহায়ক মনে হয়।
যদি এগুলো বাংলায় করা যেত.............
বিষয়: বিবিধ
২৮৬৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আগামীর প্রত্যাশায়........
লেখায় ছবি সেট করার সচিত্র উপদেশ মত চেষ্টা করেছি৷ এক পর্যায়ে ছবিকে সাইজ করতে বলে৷ এখানেই ঠেকে গেছি৷ কারণ ছুরি কাঁচি খুঁজে পাইনি৷ উপায়কি বলে দিলে উপকৃত হব৷ প্রপিকেরটা একজন সেট করে দিয়েছে৷ সেই ভাবে ওটা হচ্ছে না ধন্যবাদ
সুন্দর মন্তব্যের জন্য শুকরিয়া।
৫০০ KB নিচে যে কোন ছবি আপলোড় করতে পারবেন।
৫০০ KB এর উপর হলে নিচের ধাপ অনুস্বরণ করে রিসাইজ করতে পারেন।
Paint এ গিয়ে ওপেন অপশন থেকে আপনার ছবিটি ওপেন করুন। অতঃপর সিলেক্ট বাটমটি ক্লিক করে আপনার ছবিটি প্রয়োজন মত কেটে ছোট করে ফেলুন।
ঠিক এভাবে ঃ-
অতঃপর কাট করুন। পরে নিউ অপশনে গিয়ে নতুন উইন্ডো ওপেন করুন। অতঃপর পেষ্ট করে সেভ করুন। পূণরায় ব্লগে আপলোড় করুন। আশাকরি পারবেন।
এ ছাড়াও ফটোসপ এর মাধ্যমে সহজে রিসাইজ করা যায়। ACDC প্রোগ্রাম ব্যবহার করে আরো সহজে রিসাইজ করা যায়।
-সুন্দর উদ্যোগ.. অনেক ধন্যবাদ
যদি এই উর্দূ কার্টূন গুলি কোন ভাই ডাবিং করতে ইচ্ছুক হয়, আমি যথাসাধ্য সহযোগীতা করবো ইনশা আল্লাহ, উদ্দ্যেশ্য একটাই; বাংলার মুসলিম শিশুদের ধর্মীয় উপকারার্থে।
শিক্ষণীয় বিষয়টি আপনার লিখায় অনেক সুন্দর ও প্রাঞ্জলভাবে ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ্। গুরুত্বপূর্ণ লিখাটিসহ লিঙ্ক দেয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
প্রিয় খালাম্মুনি। আলহামদু লিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি।
আপনার দীর্ঘ অনুপস্থিতির কারণ জানার অধীর আগ্রহে অপেক্ষায় আছি। সময় করে বিস্তারীত একটি পোষ্টের মাধ্যমে জানানোর আর্জি পেশ করছি।
চমৎকার আইডিয়া এবং নিঃসন্দেহে মুসলিম পরিবার গুলো অনেক উপকৃত হবেন। আপনি নিজেই শুরু করতে পারেন ভাইয়া! সদাকায়ে জারিয়াহ হবে!
শুকরিয়া।
লাঙ্গল জুয়াল মই বলদ কিছুই নেই, কিভাবে যে হাল চাষ করি!
ভিজ্যুয়াল সেন্টারগুলো এগিয়ে এলে অনেকটা সহজ হয়, আমার পক্ষে তো পাহাড় সম। দোয়া করি, আল্লাহ তায়ালা কোন ভাই/বোন কে এ ব্যাপারে এগিয়ে আসার তাওফীক দান করুক।
শুকরিয়া।
ধন্যবাদ আপনাকে
মুসলিমরা ঘুম ভেঙ্গে জেগে উঠলেই হল। কিন্তু আফসোসের বিষয় বেশির ভাগ মুসলিমই আজ ঘুমের ঘোরে ডুবন্ত।
এই প্রথম অধমের কোন লিখা কেউ প্রিয়তে রেখেছে বুঝি!
মোশারফ করিমের মত আবেগে কাইন্দালছি।
অনেক অনেক শুকরিয়া আপুমনি।
জান্নাতের বাবা আমার ভাইয়া এত পাজি হলেন কবে থেকে !!ব্লগকর্তৃপক্ষ আমার কাছের লোক মানে কি !!
আপনার জন্য আমার ধন্যবাদ শেষ ভাইয়া ।
কিন্তু আরেক কথা বাকী ছিল মানে এটুকু আমি ব্লগ কর্তৃপক্ষের কাছে কোন দাবী করি নাই শুধু আপনাদের কথা গুলো ই বলতে চেয়েছি।
তাইামার প্রতি মন্তব্যটা ডিলিট করেছি এখন দেখি আপনার কমেন্টা ডিটিট হয়ে গিয়েছে এখন কি করি ভাইয়া । আমি অনেক সরি ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন