দুনিয়ার শ্রেষ্ঠ ১০ দিন।

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৪২:১৫ রাত



দুনিয়াতে মানুষ কত ডে/দিন/দিবস পালন করে, মেরিজ ডে, জন্মদিন, মৃত্যুদিবস, শোক দিবস, স্বাধীণতা দিবস, বিজয় দিবস, ভালোবাসা দিবস, মা দিবস, বাবা দিবস, ক্যন্সার দিবস, আরো কত হাবিযাবি দিবস পালন করা হয়, তার কোন হিসেব নেই।

এ দিবসগুলো মানুষের মনগড়া, কিছু কিছু দিবসে দুনিয়ার ধান্ধা থাকলেও আখিরাতের ধান্ধা বা কল্যান একেবারেই নেই।

ইসলামী শরীয়তে কিছু দিবস আছে, যেগুলোর গুরুত্ব অপরিসীম। যেমন আশুরা, রমজানের দিনগুলো, শবে ক্বদর, মতান্তরে শবে বরাত, যিলহজ্বের প্রথম দশদিন ইত্যাদি।



হাদিসে এসেছেঃ দুনিয়ার দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হল যিলহজ্বের প্রথম দশদিন।

এই দিনগুলিতে অনেক আমলের কথা হাদিসে পাওয়া যায়। তন্মধ্যে এখানে কিছু আমলের কথা উল্লেখ করা হলঃ



বেশি বেশি তাসবীহ (সুবহানাল্লাহ) পাঠকরা , বেশি বেশি তাহমীদ (আলহামদুলিল্লাহ) পাঠ করা, বেশি বেশি তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ) পাঠ করা ও বেশি বেশি তাকবীর (আল্লাহু আকবার) পাঠ করা।

এ চারটি বাক্য আমরা পৃথক ভাবেও পাঠ করতে পারি, আবার একত্রে এভাবেও পাঠ করতে পারিঃ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।



أربع كلمات بفضائل عظيمة سبحان الله , والحمد لله , ولا إله إلا الله , والله اكبر

তাকবীরের ব্যপারে বিশেষ বাক্যাবলিও রয়েছে, যাহা ايام تشريق (আইয়ামে তাশরীক) তথা ৯ই যিলহাজ্ব ফজর থেকে ১৩ যিলহাজ্ব আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পড়া ওয়াজিব।

তাকবীরে তাশরীকের শব্দাবলী হাদিসে এভাবে এসেছে,



যতটুকু সম্ভব আমল করে নিজেদের নেকীর পাল্লা ভারী করা দরকার। সময় কিন্তু বয়ে যাচ্ছে। আল্লাহ তায়ালা আমাদের তাওফীক দান করুক। আমীন।

বিষয়: বিবিধ

১৯০৫ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342130
১৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৫৪
ইমরান বিন আনোয়ার লিখেছেন : جزاك الله أحسن الجزاء قد استفدت كثيرا من هذه المقالة المهمة ألله يبارك يا أخى الكريم
১৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:০৬
283606
আবু জান্নাত লিখেছেন : السلام عليكم ورحمة الله - شاكرين لكم لحسن تعاونكم بالدعاء الخير - وانتم فجزاك الله - اسئل الله العظيم لنا ولكم العافيه و حسن الخوتيم
342134
১৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:১৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আপনার পোস্টটি ব্যতিক্রমী সচেতনতা মুলক পোস্ট আশা করি যারা পড়বেন তারা উল্লেখ্য বিষয় গুলোতে সচেতন হবেন।

অনেক অনেক ধন্যবাদ।
১৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:১২
283609
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, এই দিনগুলোতে নফল রোঝার আমল ও আছে, সম্ভব হলে রোঝা রাখার অনুরোধ রইল।

অন্তত আরাফার দিন, মানে ৯যিলহজ্ব, আগামী বুধবার। আরাফার দিনের যোজার ফজিলতের বর্ণনায় আছে যে, পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছর এর ছগীরাহ গুনাহগুলো আল্লাহ তায়ালা ক্ষমা করবেন।

শুকরিয়া।

342135
১৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:১৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : যতটুকু সম্ভব আমল করে নিজেদের নেকীর পাল্লা ভারী করা দরকার। সময় কিন্তু বয়ে যাচ্ছে। আল্লাহ তায়ালা আমাদের তাওফীক দান করুক। আমীন।
আল্লাহুম্মা আমীন।

১৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:১২
283610
আবু জান্নাত লিখেছেন : এই দিনগুলোতে নফল রোঝার আমল ও আছে, সম্ভব হলে রোঝা রাখার অনুরোধ রইল।

অন্তত আরাফার দিন, মানে ৯যিলহজ্ব, আগামী বুধবার। আরাফার দিনের যোজার ফজিলতের বর্ণনায় আছে যে, পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছর এর ছগীরাহ গুনাহগুলো আল্লাহ তায়ালা ক্ষমা করবেন।

শুকরিয়া।
342143
১৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:০৮
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম!
সুন্দর এবং সংক্ষিপ্ত চমৎকার পোস্টটির জন্য জাযাকাল্লাহু খাইর! Good Luck
১৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
283630
আবু জান্নাত লিখেছেন :
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আপনাদের লিখা পড়ে শেষ বেলায় আমারও সংক্ষেপে কিছু লিখার বাসনা জাগলো।

আমার বিশ্বাস, অত্র দিনগুলিতে আপনি আমলের বেলায় সর্বাগ্রামী। দোয়ার আরয রইল। জাযাকিল্লাহ খাইর।
342147
১৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪৪
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।

আল্লাহ আপনাকে উপযুক্ত পুরুষ্কারের পুরুষ্কৃত করুন এবং আমাদের সকলের যা কিছু সওয়াব/নেকি উপার্জিত হবে তার ইক্যুয়াল কিংবা তারো বেশী নেকি আপনার খাতায় লিপিবদ্ধ করার ব্যবস্থা করুন।

সুন্দর আমল রিমাইন্ড করার জন্য ধন্যবাদ।
১৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
283631
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, হৃদয়ছোঁয়া সুন্দর মন্তব্য ও দোয়ার জন্য অনেক অনেক শুকরিয়া।
জাযাকাল্লাহ খাইর।

342154
১৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:০৮
শেখের পোলা লিখেছেন : আমিন৷
১৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
283632
আবু জান্নাত লিখেছেন : ছুম্মা আমীন, জাযাকাল্লাহু খাইর
342161
১৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:৫০
নাবিক লিখেছেন : অনেক ধন্যবাদ
১৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
283633
আবু জান্নাত লিখেছেন : অনেক শুকরিয়া।
342162
১৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:৫৩
ছালসাবিল লিখেছেন : আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহি হামদ। Praying

Love Struck Smug Thumbs Up Bee
মারভেলাস হয়েছে জান্নাতের আব্বু ভাইয়া Kiss

Rose Time Out Rose
১৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
283634
আবু জান্নাত লিখেছেন :

এইটা কি হল! আমি আবার রিপ্লাই করছি...
আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।

মারভেলাস কি! বুঝিনাই Good Luck Good Luck
১৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:০১
283685
ছালসাবিল লিখেছেন :


ভাইয়া Day Dreaming ভুল হয়ে গেচে Worried আপনিইইই ঠিককককক Smug Love Struck
ছোটটটট শ্যালিকা জানের খবর পাইনা কেনু Surprised Smug Time Out Time Out
১৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫৯
283692
আবু জান্নাত লিখেছেন : Time Out Time Out Time Out Time Out Time Out
১৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০০
283719
ছালসাবিল লিখেছেন : হাটুরিতে কাজ হপে না Smug Tongue Tongue Love Struck
342213
১৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
283629
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর, ভালো থাকবেন।
১০
342363
১৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:২৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : সময়োপযোগী ও দরকারি পোস্টের জন্য ধন্যবাদ।
১৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৭
283804
আবু জান্নাত লিখেছেন : মুল্যায়নের জন্য আপনাকেও শুকরিয়া জানাই।
১১
343878
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:১৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে লিখার জন্য অনেক ধন্যবাদ।
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৫
285284
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর, আপনাকেও অসংখ্য ধন্যবাদ
১২
345026
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : দুনিয়াতে যতগুলো দিবস আছে তার সবগুলো মনে হয় বাংলাদেশের কিছু আবাল আছে তারা পালন করবেই ! তাদের খেয়ে দেয়ে আর কোন কাজ কাম মনে হয় নাই ! তবে আরব-আমিরাত সরকার এই সব পালতু দিবসের মধ্যে নাই, তাই খুব ভাল লাগে, একজন মুসলিম হিসেবে ইসলামি দিবস গুলো আমল করা খুব খুব জরুরী। ধন্যবাদ আপনাকে।
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:২৭
286268
আবু জান্নাত লিখেছেন : বাংলাদেশে তো ভাই দিবস পালন করতে করতেই বছর শেষ, তবুও দিবস পালন শেষ হয় না, ঘুরে ফিরে আবারো ইউ টার্ণ।

আপনার কি খরব? ভালো আছেন তো!

সুন্দর মন্তব্যটির জন্য শুকরিয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File