হরেক রকম ইফতার বিলাস ছবি ব্লগ

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১২ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:১৫:২২ দুপুর

রমজান এলে মুসলিমদের মাঝে উৎসব আমেজের কমতি থাকে না। বিভিন্ন ইবাদাতের আমেজ, যেমন- নামায, রোযা, সাহরি, ইফতার, তেলাওয়াত, শবে ক্বদর, ইতেকাফ ইত্যাদি। কিছু বেহুদা কাজের আমেজ, যেমন ঈদকে কেন্দ্র করে শপিংমলে ঠেলাঠেলি, পকেট মারা, শবে ক্বদরকে ঘিরে হালুয়া রুটি, আতশবাজি ইত্যাদি।

তাছাড়া প্রতি রমজানেই কিছু বিতর্কিত বিষয় ইবাদাতে বিঘ্ন সৃষ্টি করে, যেমন ৮ রাকাত নাকি ২০ রাকাত, প্রতি চার রাকাত পর পর মুনাজাত, চার রাকাত পর পর সমস্বরে কি একটি দোয়া জানি হৈ হৈ করে পড়া, সারা বিশ্বে একই দিন রমজার ও ইদ নিয়ে বিতর্ক। আরো কত বিতর্কের যে জন্ম হয়। মনটাই এলোমেলো হয়ে যায়।

আমার মনটা এখন অনেকটাই এলোমেলা, তাই এখানে কিছু এলোমেলো ইফতারের ছবি দিলাম।

বিলাসি ইফতার





মধ্যবিত্তদের ইফতার



নিম্নবিত্তদের ইফতার



বিত্তবান আরবদের ইফতার



সৌখিন আরবদের ইফতার





প্রবাসীদের জন্য আরবদের দান করা ইফতার







বাংলার গ্রামের মসজিদের ইফতার



বাংলার শহুরে মসজিদের ইফতার



তাবলীগী ইফতার



রকরফের ভিন্ন হতে পারে, যাস্ট আমার আইডিয়ায় গুগলথেকে সংগ্রহ করা।

বিষয়: বিবিধ

১৯৩৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341231
১২ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:২০
হতভাগা লিখেছেন : এই পোস্ট ৩ মাস আগে দেওয়া উচিত ছিল
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:২৯
282715
আবু জান্নাত লিখেছেন : গত রমজানের অনেকগুলো ইফতারের ছবি আামার মোবাইলে জমা হয়ে আছে, দিবো ভেবেছিলাম কিন্তু মন আগ্রহী হয় না। আজ একটু মনকে ফ্রেস করার জন্য গুগল থেকে কালেকশন করালাম। Good Luck Good Luck
341238
১২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সময় অনুপযোগী পোস্ট! তবে বিনোদন পাওয়া গেলেো।
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩০
282717
আবু জান্নাত লিখেছেন : চমৎকার বিশ্লেষণ, বিনোদনের জন্য আপনি চা'য়ের বসাতে পারেন, মনটা কেমন যেন অস্থির হয়ে আছে।
341246
১২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার পোষ্ট!! আরবদের দান করা ইফতারের বাক্সের ভিতরের ছবি দিলে আরো সুন্দর হতো। মুহাম্মদ লোকমান ভাই এর একটা পোস্টে পাবেন!
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩২
282719
আবু জান্নাত লিখেছেন : জ্বি সবুজ ভাই, লোকমান ভাইয়ের ঐ পোষ্টটি পড়েছিলাম, সম্ভবত ১৪ সালের রমজানের। পুণঃ স্বরণ করিয়ে দেবার জন্য ধন্যবাদ
341321
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২৪
নাবিক লিখেছেন : ছবি ব্লগ আমার খুউব ভালোলাগে। অনেক ধন্যবাদ।
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:১১
282751
আবু জান্নাত লিখেছেন : আপনাকেও ধন্যবাদ নাবিক ভাই।
341325
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫৮
মাটিরলাঠি লিখেছেন : কুরবানীর আগে ইফতারী কেন ভাই?
পোষ্ট ভালো লেগেছে। পোস্টে কিছু ম্যাসেজও আছে। ধন্যবাদ। Rose Rose
১২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:১৩
282752
আবু জান্নাত লিখেছেন : মানে কোরবানীর আনন্দে যাতে রজমানের সংযমকে ভুলে না যাই। রমজানের ইফতারের মত যেন কোরবানের গোস্ত ও গরীবদের মাঝে বিতরণ করি। তাই একটু মনে করিয়ে দেওয়া আর কি।
অনেক ধন্যবাদ আপনাকে।
341439
১৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০৬
পুস্পগন্ধা লিখেছেন :
হুমম, ভাল লাগল। তবে নিম্নবিত্তদের ইফতার ছবিটি মনে হয় শুধু নিম্নবিত্তদের ইফতার না। যাহক ছুবি গুলো খুব লোভনীয়, আমার তো খেতে ইচ্ছে করছে....
১৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
282877
আবু জান্নাত লিখেছেন : নিম্নবিত্তদের ইফতার হোক আর যাই হোক, আমার কিন্তু এটা ছাড়া চলে না। রমজান ছাড়াও প্রায় দিন বিকালে আমি এটা খাই, কি যে মজা, কাগুজে পাতায় লিখে বুঝানো যাবে না।
খেতে ইচ্ছে করলে ডাইরেক্ট দোকানে.......Good Luck Good Luck
343740
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহঃ কবে যে আবার রমাদ্বান আসবে.............?
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৬
285160
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
আর মাত্র ৮ মাস ১৪ দিন পরেই আসবে ইন শা আল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File