ওয়েব হোয়াটসএ্যাপ

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১৬ জুন, ২০১৫, ০৩:৫৬:১৯ দুপুর



গতকাল আমেরিকান প্রবাসী এক ব্লগারভাই একটি সফরনামা লিখেছিলেন। মোবাইলে অনেক গুলো ফটো তুলেছিলেন, কিন্তু উনার পোষ্টে নিজের তোলা একটি ছবিও দেন নাই, গুগল থেকে কয়েকটি ছবি আপলোড করেছিলেন।

গুগলে তো সকল স্থানের, সকল প্রকারের ছবি পাওয়া যায়, তার পরও নিজ হাতে তোলা ছবির আকর্ষন বা কদর একটু বেশিই থাকে।

ঐ সিনিয়র ব্লগার ভাইয়ের কাছে জানতে চাইলাম, আপনার তোলা ছবিগুলো দেন নাই কেন?

উনি বললেনঃ অামি একটু আলসে মানুষ, ছবিগুলো প্রথমে কম্পিউটারে নিতে হবে, তারপর রি-সাইজ করতে হবে, অতঃপর ব্লগে দিবে হবে। অত ঝামেলায় না গিয়ে গুগল থেকে সহজে সংগ্রহ করে দিয়ে দিলাম।

আমি ভাবলাম, আমার জানা এই জিনিসটি যদি সবার সাথে শেয়ার করি, তাহলে মোবাইলে তোলা ছবি সহজে কম্পিউটারে নেওয়া যাবে ও ব্লগে দেওয়া যাবে। রি-সাইজেরও প্রয়োজন হবে না। (হয়তো অনেক জানা থাকতে পারে, যারা জানেন না তাদের জন্য দিলাম)

এ ক্ষেত্রে মোবাইল ও কম্পিউটার উভয়তে নেট সংযোগ থাকতে হবে। প্রথমে আপনার তোলা ছবিগুলো আপনার যে কোন হোয়াটসএ্যাপ ইউজার বন্ধুর নিকট সেন্ট করুন। বন্ধুর নিকট পৌছুক বা না পৌছুক সমস্যা নেই। ছবিটি আপনার হোয়াটসএ্যাপ লিষ্টে থাকলেই হল।

কম্পিউটারে যে কোন এক্সপ্লোর ওপেন করুন। এড্রেসবারে লিখুনঃ web.whatsapp.com এন্টার চাপুন।



স্ক্রীনে এমন বারকোড দেখতে পাবেন।

মোবাইলটি হাতে নিন, নেট ওপেন থাকা অবস্থায় হোয়াটসএ্যাপ ওপেন করুন। CHATS লিষ্টে আসুন। অপশনে ক্লিক করুন।



স্যমসাং মোবাইলের অপশন বাটন নিছের বামদিকে থাকে। অপশন বাটনে ক্লিক করুন। WhatsApp Web এ ক্লিক করুন,



একবার না হলে পুণঃরায় দেখুন। স্বংয়ক্রিয় ভাবে আপনার ক্যামেরা ওপেন হবে।

কম্পিউটার স্ক্রীনে দেখানো বারকোডের দিকে মোবাইলের ক্যামেরা বরাবর করুন। ম্যজিকের মত দেখবেন আপনার মোবাইল WhatsApp পুরোটাই Web আকারে কম্পিউটার স্ক্রীনে চলে গেছে।

এখন আপনার বন্ধুকে পাঠানো বা রিসিভ করা ছবিগুলো ডাউনলোড করুন। এটি রি-সাইজ করতে হবে না। কারণ হোয়াটসএ্যাপ সয়ংক্রিয় ভাবে ফাইলটি ছোট করে দেয়।

এবার আপনি ছবিগুলো ব্লগসহ যে কোন কাজে কম্পিউটার থেকেই ব্যবহার করতে পারবেন।

এই সিস্টেমে একবার করে দেখুন, অনেক মজা পাবেন।

বিষয়: বিবিধ

১০৯০ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326146
১৬ জুন ২০১৫ বিকাল ০৪:১৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি আসলে আমাকে হাতে কলমে দেখিয়ে দিয়েন I Don't Want To See
১৬ জুন ২০১৫ রাত ০৮:১৩
268513
আবু জান্নাত লিখেছেন : কোথায় আসতে হবে ভাইয়া? হাত, কম্পিউটার ও মোবাইল হলে চলবে কলম লাগবে না। Applause Applause শুকরিয়া।
326152
১৬ জুন ২০১৫ বিকাল ০৪:৩৭
আফরা লিখেছেন : অনেক দধন্যববাদ জাননাতের বাবা আমার ভাইয়াকে সহায়তামূলক পোষটের জন্য ।
১৬ জুন ২০১৫ রাত ০৮:১৬
268515
আবু জান্নাত লিখেছেন : আমার ছোট্ট আপুনিকেও অসংখ্য দধন্যববাদ, পোষটি পড়ার জন্য।
১৭ জুন ২০১৫ সকাল ০৯:৪৫
268679
দ্য স্লেভ লিখেছেন : ধুর.....হোয়াটস এ্যাপ আমি ব্যবহার করিনা,আর কোনো বন্ধুর সাথেও এতে যোগাযোগ নেই। এটা তো আরও বেশী ঝামেলার মনে হল। এর চাইতে কম্পিউটারে নিয়ে ফটোশপ থেকে রিসাইজ করলে দ্রুত হবে Happy
326166
১৬ জুন ২০১৫ বিকাল ০৫:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ
একটা সহজ সমাধান দিলেন কঠিন সমস্যার।
১৬ জুন ২০১৫ রাত ০৮:৫৪
268523
আবু জান্নাত লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সমাধান নেওয়ার জন্য Love Struck
326172
১৬ জুন ২০১৫ বিকাল ০৫:৩৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!
চমৎকার এবং অতিপ্রয়োজনীয় একটি সমাধানমূলক পোস্টের জন্য জাযাকাল্লাহু খাইর!আশাকরি কাজে লাগবে!
১৬ জুন ২০১৫ রাত ০৮:৫৬
268524
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপি। আপনার কাজে আসলেই আমার স্বার্থকতা। অনেক অনেক শুকরিয়া।
326196
১৬ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
কথার_খই লিখেছেন : অসাধারণ, তথ্য ! ধন্যবাদ,
১৬ জুন ২০১৫ রাত ০৮:৫৬
268525
আবু জান্নাত লিখেছেন : শুকরিয়া ভাইজান।
326204
১৬ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! অসাধারণ, তথ্য!
ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬ জুন ২০১৫ রাত ০৮:৫৭
268526
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপি। আগে ট্রাই করে দেখুন আপি, তারপর না হয় ধন্যবাদ দিবেন। শুকরিয়া।
326247
১৬ জুন ২০১৫ রাত ১০:২৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাইয়া, মজার একটা বিষয় শিক্ষা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাঝে মাঝে ব্যস্ততার কারনে আমিও ঐ ভাইয়ের মত করি,এখন আর সমস্যা হবেনা। আপনাকে ওস্তাদ মানলাম...হা হা হা
১৬ জুন ২০১৫ রাত ১০:৩৫
268551
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শ্রদ্ধেয় মামুন ভাই। আপনি হলেন জাতির উস্তাদ, দেশে প্রবাসে সবখানে, আমাকে ওস্তাদ মেনে লজ্জা দিবেন না প্লীজ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক শুকরিয়া।
326269
১৬ জুন ২০১৫ রাত ১১:৫৪
আব্দুল গাফফার লিখেছেন : মজার জিনিস Applause Applauseলাইক সহ অনেক ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
১৭ জুন ২০১৫ রাত ১২:৫৮
268582
আবু জান্নাত লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। Good Luck Good Luck Good Luck
326307
১৭ জুন ২০১৫ রাত ০৩:১৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দরকারী এবং উপকারী পোস্ট-ভালো লাগলো, ধন্যবাদ..
১৭ জুন ২০১৫ সকাল ১০:৩৬
268692
আবু জান্নাত লিখেছেন : শুকরিয়া মাছুম ভাই।
১০
326341
১৭ জুন ২০১৫ সকাল ০৮:২৬
ঝিঙেফুল লিখেছেন : উপকারী পোস্ট Rose ধন্যবাদ Good Luck Good Luck
১৭ জুন ২০১৫ সকাল ১০:৩৮
268693
আবু জান্নাত লিখেছেন :
ঝিঙেফুল Waiting হটাৎ কদমফুল হয়ে গেলে কি করে!
ধন্যবাদ।
২৫ জুন ২০১৫ দুপুর ০১:০৪
269717
ঝিঙেফুল লিখেছেন : ঝিঙেফুলতো ঝিঙেফুলই আছে। শুধু ছবিটা চেঞ্জ হয়েছেTongue
১১
326351
১৭ জুন ২০১৫ সকাল ০৯:৪৮
দ্য স্লেভ লিখেছেন : আমার কথা আপনি মাথায় নিয়েছেন দেখে খুশী হলুম। কিন্তু প্রযুক্তি নিয়ে পড়াশুনা করলেও প্রযুক্তি আমার ভালো লাগেনা। এ্যাপ ট্যাপে আমার ভালো লাগেনা...Happy
১৭ জুন ২০১৫ সকাল ১০:৪২
268694
আবু জান্নাত লিখেছেন : আরবীতে একটি প্রবাদ আছেঃ الناس اعداء لما جهلوا মানুষ যে বিষয়ে জ্ঞান রাখে না, সে বিষয়ের খুব বিরোধিতা করে।
আমার জানামতে আপনি একজন প্রযুক্তিবিদ। ব্যবহার করে দেখতে পারেন, সত্যিই সহজ ও অতি অল্প সময়ে সমাধান পাবেন। ফটোসপেও করা যায়, তবে এ প্রযুক্তি তার চেয়েও সহজ। ধন্যবাদ
১২
326457
১৭ জুন ২০১৫ রাত ০৮:১৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : সুন্দর পদ্ধতি! একটু মাথা ঘামাতে, এই যা।
১৮ জুন ২০১৫ রাত ০১:৫৬
268872
আবু জান্নাত লিখেছেন : প্রাক্টিস করে দেখুন, সত্যিই মজার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File