Good Luck আমি বিহীন আনন্দ Good Luck

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ০৪ জুন, ২০১৫, ০৯:১০:৫৩ রাত



গত অক্টোবরে আমি দেশে গিয়েছিলাম, আমার ১৫দিন আগে জান্নাতের বড় মামা ও দেশে যায়। বয়সে আমার অনেক ছোট হলেও উম্মে-জান্নাতের বড় ভাই হিসেবে আমি উনাকে ভাইয়া বলেই ডাকি। মাঝে মাঝে মজা করে দুলাভাই বলে ডাকতেও ইচ্ছে করে, কিন্তু লজ্জায় পারি না।

আমার শশুর শাশুড়ীকে তার বিয়ের ব্যাপারে বলেছিলাম, কিন্তু বয়স কম এই ওজর দেখিয়েছে বার বার। বাড়িতে যাওয়ার পর আমার নানাশশুর ও নানীশাশুড়ী বার বার তাগিদ দিতে লাগলো। বড় নাতীর বউ দেখতে চায় ওরা, তাই বিয়ের জন্য নেমে পড়লো।

যেহেতু আমিও বাড়ি যাচ্ছি, তাই তাড়াতাড়ি আমার উপস্থিতিতে শুভ কাজটি করতে মরিয়া হয়ে উঠলো আমার শশুর। দিন নেই রাত নেই, মেয়ের খোজ করেই চলছে। ইতিমধ্যে আমিও গেলাম, কয়েকটি মেয়ের খোজ করলাম। কিন্তু মিল করতে পারলাম না।

আমি বিদেশ ফেরার ঠিক দুদিন আগে ১৮ডিসেম্বর সকালে একটি মেয়ের খোজ পেলাম, আলিমে টেষ্ট পরীক্ষা দিচ্ছে, দিনে দিনে কথা শেষ করে বিকেলে পরীক্ষা দিয়ে বাড়ী যাওয়ার আগেই বাজারে তার চাচার দোকানে ভাইয়া ও আমার শাশুড়ীকে নিয়ে উপস্থিত হলাম। পরীক্ষার্থী মেয়েটিকে আনা হল, মেয়ের মা ও আসলেন। ভাইয়া এক নজর দেখলেন আর পছন্দ হয়ে গেল, ব্যাস।

মাগরীবের আগেই হবু কনে ও হবু বর যার যার বাড়িতে চলে গেল। আমার শশুর, আমি ও কিছু মুরুব্বী থেকে গেলাম। মেয়ের বাবা যেহেতু প্রবাসী, তাই মেয়ের চাচা ওদের জিম্মাদার। নামাযের পর কলম কাগজ নিয়ে বসে পড়লাম। কিভাবে বিয়ে হবে, লেনদেন, কেনা কাটা সবকিছু লেখালেখি হয়ে গেল। রাতে আলোচনা শেষ পরের দিন দুপুরে বিয়ে।

দেন মোহর ওদের দাবী ছিল ১০লক্ষ। বলেছিলাম শুধু লিখার মধ্যে সীমাবদ্ধ হলে লিখতে পারেন কিন্তু বিয়ে সহীহ হবে না। শেষ পর্যন্ত ৪লক্ষ টাকা নগদের উপর সিদ্ধান্ত হয়।

আজকাল সমাজে বেশির ভাগ বিবাহের দেনমোহর লিখনমোহরে সীমাবদ্ধ হয়ে যায়। ছেলের পক্ষও দেওয়ার আগ্রহ নেই, মেয়ে পক্ষও পাওয়ার আগ্রহী নয়। কোন কালে বিবাহ ভেঙ্গে গেলেই তখন দৌড়ঝাপ শুরু হয়। এমন বিবাহ সহীহ তো নয়ই বরং আমার ভাষায় জারজ সন্তানের বৈধতা দেওয়ার চেষ্টা মাত্র।

বিয়েতে আমার উপস্থিতির জন্যই আমার শশুরের এত তাড়াহুড়া, যাই হোক ১৯ ডিসেম্বর বিয়ে সম্পন্ন হল। ২০/২৫ জন গিয়ে আক্বদ পড়িয়ে কনে নিয়ে আসলাে। আমি ও উম্মে-জান্নাত কনেদের বাড়ি থেকেই বিদায় নিলাম, যেহেতু ২০ডিসেম্বর ফজরের আগেই আমাকে প্রাবাসের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হতে হবে।

বড় ভাইয়ের বাসরঘর সাজাতে ছোট বোনের অনেক সখ থাকলেও তা আর হয়ে উঠেনি। অপরাধী ছিলাম আমি। আমি প্রবাসে আসার ১৫দিন পর পুণরায় ভাবির সাক্ষাত পায় উম্মে-জান্নাত।

বিয়ের প্রায় ছয় মাস পর জান্নাতের মামী আজ আমাদের বাড়ীতে প্রথম গমন করেছেন। তাই বাড়িতে জান্নাতের সে কি এক মহা আনন্দ চলছে। হয়তো আমি বাড়ীতে থাকলে জান্নাতের আনন্দ আরেকটু বেশি হত।

সাথে আছেন আমার শশুর শাশুড়ী, ৭বছরের শালি সাদিয়া।

আমার বোনের দেবরের সদ্যবিবাহিত স্ত্রী, মানে আমার বোনের ছোট ঝাঁ, বোনের শাশুড়ীসহ অনেক মেহমান।

ইস! আমি বাড়ীতে থাকলে বাজার থেকে যে কত্ত কিছু নিয়ে আসতাম। আম, লিচু, কাঠাল, আনারস, দধি, রসমালাই, চিপস, বুট, বাদাম, পেয়াজু, সিঙ্গারাসহ আরো কত কি!



বাড়ীতে আজ সবাই আছে, আমার ভাই বোন আম্ম আব্বু। কিন্তু নেই শুধু আবু জান্নাত। Crying Crying Crying Crying Crying Crying Crying

আজ মায়ের হাতে যে কত খাবার রান্না হচ্ছে, দেশি মুরগী ও গরুর গোস্ত, ইছামাছ, রুই মাছ, ডিম, ডাল, সব্জি আরো কত কিছু। কি যে ঘ্রাণ, পুরো বাড়ী মৌ মৌ করছে। যেন আমি প্রবাস থেকে সেই ঘ্রাণ ও স্বাধ পাচ্ছি। কিন্তু মা তোমায় বড়ই মিস করছি... Crying Crying Crying Crying Crying Crying Crying

বিষয়: বিবিধ

১৭০০ বার পঠিত, ৫৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324655
০৪ জুন ২০১৫ রাত ০৯:১৫
এ,এস,ওসমান লিখেছেন : আমি ফাস্টু Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৪ জুন ২০১৫ রাত ১১:২৭
266544
আবু জান্নাত লিখেছেন : শুভেচ্ছা নিন।

০৫ জুন ২০১৫ রাত ০২:০৭
266602
এ,এস,ওসমান লিখেছেন : ধন্যবাদ Big Grin Big Grin
324656
০৪ জুন ২০১৫ রাত ০৯:১৬
এ,এস,ওসমান লিখেছেন : এটা ছালসাবিল ভাই এর জায়গা কিন্তু আমি দখল করলাম Big Grin Big Grin Big Grin Big Grin
০৪ জুন ২০১৫ রাত ১০:১৭
266519
ছালসাবিল লিখেছেন : প্রমশন নট এলাউ Smug ডিমোশন গ্রানটেড Smug
০৪ জুন ২০১৫ রাত ১০:৩৪
266522
এ,এস,ওসমান লিখেছেন : Surprised Surprised Tongue Tongue Tongue Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৪ জুন ২০১৫ রাত ১১:২৮
266545
আবু জান্নাত লিখেছেন : দু'জনকেই ধন্যবাদ
324657
০৪ জুন ২০১৫ রাত ০৯:১৬
এ,এস,ওসমান লিখেছেন : এবার পড়ুম Cool Cool Cool Happy) Happy)
০৪ জুন ২০১৫ রাত ১১:২৮
266546
আবু জান্নাত লিখেছেন : জ্বী, মন দিয়ে পড়বেন কিন্ত!
324658
০৪ জুন ২০১৫ রাত ০৯:২০
এ,এস,ওসমান লিখেছেন : ভাইয়া শেষে এই মিষ্টি দই এর ছবি দিয়েই তো লাল ঝোল ফেলে দিলেন Crying Crying Crying

এখন আমি এগুলো পামু কই Crying Crying Crying Crying আমার খুব খেতে মন চাচ্ছে Worried Worried Worried
০৪ জুন ২০১৫ রাত ১১:২৯
266547
আবু জান্নাত লিখেছেন : ব্লগের পাতায় মন লাগিয়ে দিন, দেখবেন মজা বেরুচ্ছে। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৪ জুন ২০১৫ রাত ১১:৩৫
266552
এ,এস,ওসমান লিখেছেন : Crying Crying Crying
০৫ জুন ২০১৫ সকাল ১০:২৯
266706
আবু জান্নাত লিখেছেন : কাঁদছেন কেনু? গুগল মামার দোকান থেকে নিয়ে আসবো নাকি!
০৫ জুন ২০১৫ দুপুর ০২:১৬
266753
এ,এস,ওসমান লিখেছেন : না থাক, আব্বু বলেছে মিষ্টি খেলে নাকি ডায়বেটিস হয় Tongue Tongue Tongue
324664
০৪ জুন ২০১৫ রাত ০৯:৪৭
ছালসাবিল লিখেছেন : পোস্ট দিতে ব্যাসত থাকায় দখল দিতে পারলাম নাহ্ Crying Crying
০৪ জুন ২০১৫ রাত ১০:৩৪
266523
এ,এস,ওসমান লিখেছেন : Surprised Surprised Tongue Tongue Tongue Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৪ জুন ২০১৫ রাত ১১:৩০
266548
আবু জান্নাত লিখেছেন : সমস্যা নেই, প্রতিদিন দখল দিলে সবাই দখলবাজ বলবে। ধন্যবাদ।
324669
০৪ জুন ২০১৫ রাত ১০:২০
ছালসাবিল লিখেছেন : মাত্র ৭ Crying
০৪ জুন ২০১৫ রাত ১০:৫৩
266531
এ,এস,ওসমান লিখেছেন : লাকি সেভেন!!! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৪ জুন ২০১৫ রাত ১১:০২
266535
ছালসাবিল লিখেছেন : লাকি মলম! কইয়াদিমু টেলিভিশন Rolling on the Floor আহহহাহাহাহ Rolling on the Floor
০৪ জুন ২০১৫ রাত ১১:৩২
266551
আবু জান্নাত লিখেছেন : আমার বিয়ের সময় মাত্র ১.৫ বছরের ছিল। জান্নাতের ২.৫ বছরের বড়।
মন শুধু ওনাকে লেগে গেল কেনু!Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৫ জুন ২০১৫ সকাল ০৬:০৮
266650
ছালসাবিল লিখেছেন : Tongue বড়ভাইয়া আসসালামু আলাইকুম Love Struck
০৫ জুন ২০১৫ সকাল ১০:৩১
266707
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম।
বড় ভাইয়া বলে লাভ নেই, আরো ১১বছর অপেক্ষা করতে হপে, তখন আপনি বুড়ো হয়ে যাবেন। Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
০৫ জুন ২০১৫ সকাল ১০:৪৪
266716
ছালসাবিল লিখেছেন : ওটি তো বাংলাদেশের আইনের কারনে Tongue আসলে আর মাত্র ৩ বছর Tongue
324692
০৫ জুন ২০১৫ রাত ১২:০৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : পোস্ট পড়ে জিভে জল আসলো। phbbbbt phbbbbt
০৫ জুন ২০১৫ রাত ১২:০৮
266560
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সরি ভুল ইমো চলে গেছে। Sad Sad
০৫ জুন ২০১৫ রাত ১২:৩০
266563
আবু জান্নাত লিখেছেন : দেশে থাকলে তো জিভে জ্বল আসলেও সমস্যা নেই, বাজার থেকে পাওয়া যাবে। প্রবাসে এত মজা নেই। জ্বল নামলে জ্বলই গিলতে হয়। ধন্যবাদ
324694
০৫ জুন ২০১৫ রাত ১২:১০
আফরা লিখেছেন : আহারে---- ভাইয়া । সত্যি কস্টকর ।
০৫ জুন ২০১৫ রাত ১২:৩২
266564
আবু জান্নাত লিখেছেন : সামান্য সময় নিয়ে হাজিরা দেওয়ার জন্য ধন্যবাদ।
324706
০৫ জুন ২০১৫ রাত ০১:০৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই আপনার সুন্দর লিখাটা পড়তে পড়তে মনে হয় আমিও দেশে চলে গেছি! খুব ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে
০৫ জুন ২০১৫ রাত ০১:৫২
266596
আবু জান্নাত লিখেছেন : দেশের মানুষ তো দেশেই যাবে, কিন্তু জীবনের বড় একটি অংশ প্রবাসে থেকে যাচ্ছে, যখন মৃত্যুর সময় হবে, বৃদ্ধ বয়সে দেশে গিয়ে ছেলে মেয়ে ও স্ত্রীর বকুনি খেতে হবে। এছাড়া যে প্রবাসীদের ভাগ্যে আর কিছু নেই।
১০
324707
০৫ জুন ২০১৫ রাত ০১:১০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : প্রবাস জীবনে অনেক কিছুই মিছ করতে হয়, তাই মাঝে মাঝে কষ্ট লাগে
০৫ জুন ২০১৫ রাত ০১:৫৩
266598
আবু জান্নাত লিখেছেন : এই যে মধু মাসটি চলে যাচ্ছে, আম, কাঠাল, লিচু আনারসসহ কত কিছুই না মিস হচ্ছে। কষ্ট লাগারই কথা।
১১
324715
০৫ জুন ২০১৫ রাত ০১:৩৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু । আমি আর প্রবাস করুমনা....! না মানে করতে ইচ্ছে হচ্ছেনা!!!!

আপনিই বলুন এতসব আয়োজন দেশে রেখে এখানে কি ভালো লাগে? মন চাইতেছে এখুনি চলে যাই!!

কতগুলো জাগ্রত করে দিলেন মনে। ধন্যবাদ।
০৫ জুন ২০১৫ রাত ০১:৫৬
266600
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ রহিম ভাই। আয়োজনের সাথে সাথে যে জীবনের সিংহভাগটুকুও চলে যাচ্ছে, এটা সবচেয়ে বেশী আফসোসের বিষয়। বৃদ্ধকালে দেশে গিয়ে মৃত্যুর অপেক্ষা ছাড়া কিই বা করবো।
উপস্থিতির জন্য শুকরিয়া।
১২
324751
০৫ জুন ২০১৫ রাত ০৩:৫২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

বাড়িতে কোন আনন্দঘন অনুষ্ঠানে সবাই একত্রিত হলে সেদিন, মুহূর্ত, ক্ষনগুলো আর কোন কিছুর বিনিময়েই বিকল্প আনা যায় না! মনে কষ্টের মেঘ জমে জমে অবশেষে তা অশ্রু হয়েই ঝরে!

আপনাদের বাড়ির সবার একত্রিত হওয়া কল্যানকর কর! নবদম্পতির জীবন রহমাহ ও বারাকায় পরিপূর্ন থাকুক! আমিন!

আল্লাহ আপনাকে সবর দিন! আবার দেশে গেলে সব পুষিয়ে নিয়েন ভাইয়া!

জাযাকাল্লাহ!
০৫ জুন ২০১৫ সকাল ১০:৩৬
266708
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, প্রবাসে বসে বসে অশ্রু ঝরানো ছাড়া আর কিই বা করতে পারি।
আপনার আন্তরীক ও নিঃস্বার্থ দোয়া মহান আল্লাহ তায়ালা কবুল করুক।
দেশে গেলে ডাবল পোষানো হবে ইন শা আল্লাহ। উপস্থিতির জন্য অনেক অনেক শুকরিয়া।
১৩
324768
০৫ জুন ২০১৫ সকাল ০৬:৪৮
শেখের পোলা লিখেছেন : আপনার জন্য দুঃখ হল৷ ইন্নাল্লাহা মায়াস্সাবিরীন৷ ভাল থাকেন৷
০৫ জুন ২০১৫ সকাল ১০:৩৭
266709
আবু জান্নাত লিখেছেন : দোয়া করবেন চাচাজান, যেন সাবরে জামীল করতে পারি। সালাম রইল।
০৫ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
266820
শেখের পোলা লিখেছেন : অ আলায়কুমুস্সালাম ভাতিজা৷
১৪
324771
০৫ জুন ২০১৫ সকাল ০৭:৪৯
ঝিঙেফুল লিখেছেন : ভাই আপনার পোস্ট পড়ে মজা পেলাম। শেষে কিছুটা খারাপও লাগল Sad
০৫ জুন ২০১৫ সকাল ১০:৩৯
266710
আবু জান্নাত লিখেছেন : ধন্যবাদ, অনেক অনেক শুকরিয়া। দোয়া করবেন যেন তাড়াতাড়ি বাড়ি যেতে পারি।
১৫
324791
০৫ জুন ২০১৫ সকাল ০৮:৪৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : আনন্দ বেদনার কাব্য Sad
০৫ জুন ২০১৫ সকাল ০৮:৪৮
266686
ফাতিমা মারিয়াম লিখেছেন : অথবা আনন্দ বেদনার গল্পBroken Heart
০৫ জুন ২০১৫ সকাল ১০:৪১
266714
আবু জান্নাত লিখেছেন : শিরোনামটি এমন হলে সুন্দর হত। এখন এডিট করলে আবার পিকচারগুলো লাপাত্তা হয়ে যাবে। সরব উপস্থিতির জন্য শুকরিয়া। Love Struck Love Struck
০৫ জুন ২০১৫ সকাল ১০:৪৩
266715
ফাতিমা মারিয়াম লিখেছেন : এডিট করলে পিকচার এ সমস্যা হয়? জানতাম না। জানানোর জন্য ধন্যবাদ।
০৫ জুন ২০১৫ সকাল ১১:১৯
266739
আবু জান্নাত লিখেছেন : যদি পিকচারগুলো আগে সেভ করে রাখা হয়, এডিটের সময় লিংকগুলো মুছে পূণঃরায় এ্যড লিংক করা হয়, তাহলে সমস্যা হয় না। ধন্যবাদ।
০৫ জুন ২০১৫ সকাল ১১:২২
266740
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদHappy
১৬
324849
০৫ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনার কষ্টের সাথে আমরাও শরীক হলাম।
হায়রে প্রবাসী!
বিষয়টি সুন্দর করে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।
০৫ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৫৯
266825
আবু জান্নাত লিখেছেন : কষ্টের সাথে একমত হওয়ায় একটু শান্তনা পেলাম। প্রবাসী মানেই যে পর, প্রাবসী মানেই যে টাকার কল, প্রবাসী মানেই যে এরা মানুষের মত অন্তরাত্মা থেকে অনেক দূর এমনটিই দেশের মানুষ ভাবতে শুরু করেছে। প্রবাসীরা যে কত চোখের জল বিসর্জন দিচ্ছে, তা দেখার কেউ নেই। শুকরিয়া বড় ভাই।
১৭
330163
১৬ জুলাই ২০১৫ রাত ০২:২২
আব্দুল গাফফার লিখেছেন : এক সময় আমরা ৩ ভাই একি খাটে ঘুমাইতাম এরই মাঝে বড় ভাই স্বপ্নপরীর ডানা চড়ে উঠলেন প্রবাস নামক ট্রেনে, শেষ গ্রন্তব কোথায় জানা নেই এর কয়েক বছরের মাথায় আমার পালা । ভাইটি দীর্ঘ প্রবাস জীবনকে ইতি টেনে বিয়ে করেছে ,পাশা-পাশি মেঝও ভাইও কোন দিন ভাবিনি ভাইয়াদের বিয়েতে আমি অনুপস্থিত থাকবো ।আজ বাড়িতে ২ ভাইয়ের সন্তানদের কলাহলে সৌরভ থাকে ওদেরকে আদরও করতে পারিনা। প্রবাস জীবন আমাকে অনেক দিয়েছে আবার প্রবাস জীবন অনেক কিছু থেকে বঞ্চিত করেছে ।আপনার সেল ফোন নাম্বার নেই , নয়লে আপনার ভয়েসটি শুনাযেত । আল্লাহ আমাদের সবাইকে সবাইকে কবুল করুন আমীন ।
১৬ জুলাই ২০১৫ সকাল ১১:৪৫
272417
আবু জান্নাত লিখেছেন : আসলেই প্রবাস জিবন মানুষকে আর্থিকভাবে সামান্য ফায়দা দিলেও আত্মার প্রশান্তি সবটাই কেড়ে নেয়, বাড়ির আশপাশের কত লোক যে মারা যাচ্ছে, আবার নতুন রা জন্ম নিচ্ছে, বন্ধুগণ নব জীবন শুরু করছে। কত জন কত ভাবেই না আনন্দ করছে। অথচ প্রবাসীরা এসব আনন্দ বেদনা থেকে অনেক অনেক দূরে, দেশে গেলে অনেক বাচ্চাকে চিনি না। কিছু বৃদ্ধলোক কে আর দেখতে পাই না। এ যেন এক অজানা যন্ত্রনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুকরিয়া।
১৬ জুলাই ২০১৫ সকাল ১১:৪৬
272418
আবু জান্নাত লিখেছেন : +৯৭১৫৫৩৫৭২৯১৬ আবুধাবী

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File