Surprised Surprised কঠিন সংগ্রাম-২ (শেষপর্ব) Surprised Surprised

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১৮ মে, ২০১৫, ১১:০৪:৩১ রাত



প্রথম পর্ব এখানে

মাইমুনা আজ অনেকটা ভারমুক্ত, দু'বোনের বিবাহ সম্পন্ন হয়েছে, একমাত্র ভাইটি ডিগ্রী কম্প্লিট করেছে। জেলা শহরে মামাদের সহায়তায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের দিকে এগোচ্ছে। ছোট বোনটি নূরানী শেষ করে ক্লাস ফাইভে ভর্তি হয়েছে।

মাইমুনা মনে মনে ভাবছে, জীবন থেকে প্রিয়তম অনেকগুলো সময় লীন হয়ে গেছে। জানিনা মহান প্রভূকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি, তাছাড়া মৃত্যুর পর দোয়া করবে বা সাদাক্বায়ে জারিয়া হিসাবে এমন কোন সন্তান আমি হতভাগিনী এখনো তৈরী করতে পারিনি। তবে কি বাকি জীবন এভাবেই কাটিয়ে দিতে হবে?

তাহাজ্জুতের সালাতে মাইমূনা প্রায় সময় নিজের আখিরাতের কথা ভেবে কাঁদতো। হে আল্লাহ! দয়াময় প্রভূ, দুনিয়াতে আমি এক হতভাগী বড় অসহায়, আমার আখিরাত যেন বিফল না হয়। হে প্রভূ, তুমিই উত্তর ফয়সালাকারী। আমায় দয়া কর।

মক্তবের ছাত্র/ছাত্রীরাই আমার সন্তান, তাদেরকে কুরআন শিক্ষা দেওয়ার তুমিই সুযোগ করে দিয়েছ, আর এটাই আমার একমাত্র পুঁজি। ভবিষ্যৎ জীবনে যেন আমি কারোর বোঝা না হয়ে থাকি। তুমি আমার একমাত্র অভিভাবক, তুমিই আমার উত্তর সাহায্যকারী।

কিছু দিনের মধ্যেই মাইমুনার জন্য বিবাহের প্রস্তাব আসতে থাকে, কারো প্রথম স্ত্রী তালাক প্রাপ্তা, কারো প্রথম স্ত্রী মৃতা। মাইমুনার বয়স প্রায় ৩৫ পেরিয়ে, একেতো বিবাহিতা/তালাকপ্রাপ্তা, দ্বিতীয়ত পিতা নেই বিধায় আর্থিকভাবেও অনেকটা দুর্বল। অবিবাহিত ছেলেরতো কল্পনাই করা যায় না, তাই বয়স্ক এক অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তার সাথে বিবাহে রাজী হল।

মিনহাজ মিয়া, জীবনের প্রায় ৫০টি বছর অতিক্রম করেছেন। ৩ ছেলের মধ্যে সবাই ঢাকায় লিখা পড়ায় ব্যস্ত। বছর খানিক হল তাদের মা বিগত হয়েছেন। বাবার সেবাযত্নের খেয়াল করে বাবাকে বিবাহ করানোর জন্য অনেক পিড়াপিড়র পর রাজি করালেন। তারাই বাবার জন্য মাইমূনাকে প্রস্তাব পাঠালেন।

সাপ্তাহখানিকের মধ্যেই বিবাহ সম্পন্ন হল। অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তাদের মেজায একটু খিটখিটে হয়। মাইমূনা আগে ভালো করে বুঝতে পারেনি পুরুষ জাতি কেমন! এখন বুঝতে পেরেছে, দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করা অনেক কঠিন, কিন্তু মানুষের স্রষ্টা মহান আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করা অনেক সহজ। তাহাজ্জুদে কেঁদে কেঁদে প্রায় বছরখানিক কাটালেন।

১ বছর পর মাইমূনার কোলজুড়ে এলো ফুটফুটে জমজ সন্তান, রাইহান ও রাইহানা। মাইমূনার আনন্দের সীমা রইল না, অবশেষ তার সেই আকাঙ্খাও পূর্ণ হল: মৃত্যুর পর নেক আমল জারী থাকার বাসনা। যার জন্য তিনি প্রভূর দূয়ারে অনেক কেঁদেছেন।

চলতে চলতে পাঁচ বছর পূর্ণ করলেন। রাইহান ও রাইহানার বয়স আজ চার বছর পূর্ণ হল। মরণব্যাধি বাসা বাঁধলো মাইমূনার শরীরে, পুরো শরীরে পানি এসে গেলে। অনেক ডাক্তার দেখিয়েও আর বাঁচানো গেল না মাইমূনাকে, প্রভূর ডাকে সাড়া দিয়ে স্বামী ও সন্তান রেখে চিরদিনের জন্য বিদায় নিলেন এক সংগ্রামী মা। সেই জানাযায় আমি (লিখক) ও শরীক হয়েছিলাম।

মৃত্যুর ৩দিন আগে একমাত্র ভাইয়ের জন্য জীবন সাথীনীও বাচাই করে রেখে গেলেন। মৃত্যুর ১ সাপ্তাহ পর সেই বিবাহ সম্পন্ন হল। বিবাহে সবাই উপস্থিত থাকলেও সারা জীবনের সেই সংগ্রামী বোনটি আজ অনুপস্থিত। ২০০৭ সালের ঘটনা এটি।

আজ এই লিখা লিখার সময় জানতে পারলাম। রাইহান ও রায়হানা একত্রে নূরানী শেষ করে রাইহান হেফজ শেষ করার পথে, রাইহানা মাদরাসায় ক্লাস ফাইভের ছাত্রী।

মাইমূনা, রাইহান ও রাইহানার জন্য দোয়ার আরজ রইল।

বিষয়: বিবিধ

১২৯২ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320915
১৯ মে ২০১৫ রাত ১২:৪৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সংগ্রামী জীবনের পথে যেন আল্লাহর রহমতের দুয়ার উম্মুক্ত থাকে এটাই কামনা ও দোয়া।
১৯ মে ২০১৫ রাত ০১:১২
262039
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আপনার দোয়ার সাথে আমীন, ছুম্মা আমীন।
320932
১৯ মে ২০১৫ রাত ০২:১৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হে আল্লাহ, তুমি রাইহান ও রাইহানাকে তোমার দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নিও, জ্বীন ও মানব শয়তানের হাত থেকে তাদের হেফাজত করিও। তাদের আম্মুকে তোমার জান্নাতের মেহমান বানিয়ে নিও। যার মাধ্যমে পুরা ঘটনা টা জানলাম, তাকে উত্তম প্রতিদান দিও।
১৯ মে ২০১৫ সকাল ১১:৪০
262074
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই, আপনার দোয়াগুলো হৃদয় ছুয়ে গেল। মহান আল্লাহ তায়ালা আপনার সবগুলো দোয়া দয়া করে কবুল করুক। আমীন।
320953
১৯ মে ২০১৫ রাত ০৩:৫২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

মাইমুনাকে আল্লাহ উনার খাস মেহমান হিসেবে কবুল করুন! উনার সন্তানদের দ্বীনের খাদিম- খাদিমা হিসেবে কবুল করুন! সদাকায়ে জারিয়া হিসেবে কবুল করে নিন! আমিন।

জাযাকাল্লাহু খাইর!~ এমন একজন জীবন সংগ্রামী মহিয়সী নারীর সাথে পরিচয় করে দেয়ার জন্য ।শুকরিয়া!
১৯ মে ২০১৫ দুপুর ০২:২৯
262110
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শ্রদ্ধেয়া। মাইমূনাকে মহিয়সী বলা যায়, অনেক সংগ্রাম তার জীবন সাথী। আপনার দোয়া আল্লাহ তায়ালা কবুল করুক। তার সন্তানদের জন্য ও মহান প্রভূ আপনার আন্তরীক দোয়াগুলো কবুল করুক। আমীন ইয়া রাব। জাযাকিল্লাহ খাইরান হে শ্রদ্ধেয়া।
320982
১৯ মে ২০১৫ দুপুর ১২:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ মে ২০১৫ দুপুর ০৩:০৬
262125
আবু জান্নাত লিখেছেন : ভালো লাগার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
321003
১৯ মে ২০১৫ দুপুর ০২:৩৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । আলহামদু লিল্লাহ পড়ে খুব ভাল লাগলো।
১৯ মে ২০১৫ দুপুর ০৩:০৭
262127
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ভাইয়া, জাযাকাল্লাহ খাইর।
321014
১৯ মে ২০১৫ দুপুর ০৩:০৯
আফরা লিখেছেন : এটা যদি গল্প হত ভাইয়া তাহলে আজকে আপনার সাথে আমরা ঝগড়া হয়ে যেত । কিন্তু এটা একটা বাস্তব ঘটনা তাই খুব কষ্ট পেলাম ।জীবন মৃত্যু সবই আল্লাহর হাতে এখানে মানুষ বড় অসহায় ।

আল্লাহ মায়মুনার গুনাহ মাফ করুন তার ভাল আমল গুলো কবুল করে তার কবরকে জান্নতের বাগান করেদিন ।রাইহান ও রাইহানাকে সুণ্দর ও সৎ জীবন দান করুন তারা যেন তার মায়ের জন্য সদকায়ে জারিয়া হতে পারে ।আমীন ।

আপনাকে ধন্যবাদ ভাইয়া ।
১৯ মে ২০১৫ দুপুর ০৩:২৫
262142
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ছোট্ট বোন, ঝগড়া করলেও সমস্যা নেই, ভাইবোনদের ঝগড়া সত্যিই উপভোগ্য। সুন্দর মন্তব্যটির জন্য অসংখ্য শুকরিয়া।
আপনার মন ছোঁয়া দোয়াগুলো মহান আল্লাহ তায়ালা কবুল করুক আমীন ইয়া আল্লাহ।
321032
১৯ মে ২০১৫ বিকাল ০৪:৩২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! জীবনের বাস্তবতায় ঘটে যাওয়া ঘটনাকে খুবই সুন্দর করে প্রকাশ করেছেন। আসলে মানুষের আকাংখাগুলো আল্লাহ সবই কবুল করেন। কিছুটা দুনিয়ার জন্য আর কিছুটা আখেরাতের জন্য। আল্লাহ যেটাকে ভালো মনে করেন মানুষের জন্য সেটাই করেন। আপনাকে জাযাকুমুল্লাহ খাইরান!
১৯ মে ২০১৫ রাত ০৯:০১
262196
আবু জান্নাত লিখেছেন : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শ্রদ্ধেয়া আপু, সত্যি বলেছেন, আল্লাহ তায়ালা মানুষের সব ভালো দোয়াই কবুল করেন, কিছু দুনিয়াতে, কিছু আখিরাতে প্রতিদান হিসাবে রেখে দেন। কিয়ামতের দিন মানুষ তার দুনিয়া করা দোয়ার মূল্য বলবেঃ হায় আল্লাহ! আমার যদি দুনিয়াতে কোন দোয়াই কবুল না হত, সব দোয়ার ফল যদি এখন দিতে তবেই আমি আরো সফল হতাম।
সুন্দর মন্তব্যটির জন্য জাযাকিল্লাহ খাইরান।
321224
২০ মে ২০১৫ দুপুর ০১:২৯
নন্টে ফন্টের মামু লিখেছেন : আঁই নন্টে ফন্টের মামু। আঁই এক্কেরে লতুন আইচি। আঁই আন্নের বন্ধু হবার চাই। আন্নে কি আমারে এইহানে গিয়া দেইখ্যা আইবেন?
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
262406
আবু জান্নাত লিখেছেন : জ্বি মামাজান, আন্নেরে হাইলে আঁই আন্জা করি ধাইত্যাম, বুকে বুক মিলাই বন্ধুত্য কইত্যাম। সব সময় আন্নেরে যেন উপস্থিত হাই। ধইন্নবাদ
২১ মে ২০১৫ সকাল ০৫:৫৬
262563
নন্টে ফন্টের মামু লিখেছেন : কি যে কুশি লাগতাচে....
২১ মে ২০১৫ দুপুর ০৩:১৮
262661
আবু জান্নাত লিখেছেন : বেশি কুশি লাগলে এটি খেতে থাকুন. Cook Cook Cook Cook Cook Cook
321237
২০ মে ২০১৫ দুপুর ০১:৪৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : ভাগ্যবতী মহিলা এবং তার সন্তানদের জন্য দোয়া রহিল।
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
262403
আবু জান্নাত লিখেছেন : মহান আল্লাহ তায়ালা আপনার দোয়া করুল করুক। আমীন।
১০
321415
২০ মে ২০১৫ রাত ১০:০০
আওণ রাহ'বার লিখেছেন : গল্প লিখা যদিওবা গল্প নয়।
বাস্তবতা গল্পকে পরাজিত করে সবসময় ।
ধন্যবাদ খুব।
২০ মে ২০১৫ রাত ১০:১৬
262456
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই, অনেক দিন দেখা। আপনার খাম্মুনিটি আবার গায়েব হয়ে গেল। অনেক ধন্যবাদ। এফ বি তে আছেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File