যখন সূর্য আলোহীন হয়ে যাবে।
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ০২ এপ্রিল, ২০১৫, ০৩:৩৫:৪৮ দুপুর
প্রতিদিন সকালে ফজরের নামায পড়ে আবার ঘুমানো যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে, জানি তা স্বাস্থের পক্ষে সহায়ক নয়, তবুও চোখ মানে না। তবে বেশি নয় ঘন্টা খানিক, অতঃপর নব সূর্যের কিরণ জানালার গ্লাসে উকি দিতেই অফিসের প্রস্তুতি শুরু।
আজ একটু ব্যতিক্রম, ফজর পড়ে আর ঘুমানো হয়নি, দেশে ফোন দিলাম, আম্মা, আব্বা ও উম্মে জান্নাত এর সাথে আধা ঘন্টার কনভারসেশন।
বার বার জানালার দিকে দেখতে থাকলাম, কিন্তু নব-রবির কোন সাড়া নেই। আকাশের দিয়ে তাকালাম, আঁখি যেন ঝাপসা হয়ে এল, কিছুই বুঝতে পারছি না। আকাশ অন্ধকার।
অফিসের প্রস্তুতি নিয়ে বেরুলাম, একশ হাত দূরের কিছুই নজরে আসছে না। লোকজন যেন মুখভার করে বসে আছে, সবারই মুখ বাঁধা। যে কয়জন অফিসে যাচ্ছে সবারই একই অবস্থা।
সিগনাল ক্রস করার সময় কয়েকটি চিত্র ধারণ করে নিলাম। পথে পথে কয়েকটি গাড়ীর গায়ে আঙ্গুল দিয়ে দেখেছি, বালি নয়তো! যেন মেকআপ বক্সের কেমিক্যাল। আমার কিন্তু মুখ খোলা ছিল। অফিসে এসে দেখি চেহারা ও হাতে বিনে পয়সার মেকআপ।
এখনো পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, সময় এখন প্রায় ২টা। মনে পড়ে গেল মহান আল্লাহ তায়ালার বাণীঃ যখন সূর্য আলোহীন হয়ে যাবে। কিয়ামতের পূর্বে সূর্য আলোহীন হয়ে যাবে। তখনকার অবস্থা কেমন হবে একটু অনুমান করলাম।
বাংলাদেশে শীত কালে এমন দৃশ্য নিত্য দিনের, কুয়াশা বা শৈত প্রবাহের কারণে হয়ে থাকে। কিন্তু এখানে বছরে দু'এক দিন বালুর ঝড় হয়। (মরুর ঝড় বলা যায়)। পুরো শহর এখনো অন্ধকার, যেন সাদা পাউডারের বৃষ্টি হচ্ছে বাহিরে।
বিষয়: বিবিধ
১৩২৯ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের শীতের সময় সূর্যের দেখা পাওয়া যায় না ।
আল্লাহর দুনিয়ায় যেদিকেই তাকাবেন কোন না কোন শিক্ষা নিহিত আছে ।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া.
প্রথম উপস্থিতি ও প্রথম মন্তব্যের জন্য ফুলেল শুভেচ্ছ।
Abdur Rahim
দুটি ছবিই একই জায়গায় দাড়িয়ে তোলা হয়েছে!!
প্রথম অংশ দুদিন আগের, পরের অংশটি আজকের!
আজকে আবুধাবিরতে প্রচুর দুলো উড়তেছে..... নাক বন্ধ করার অবস্থা..... আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু
আমার ব্লগে আপনার প্রথম সাক্ষাৎ পেলাম। আপনাকে অনেক অনেক আন্তরীক শুভেচ্ছা।
“যেন মেকআপ বক্সের কেমিক্যাল। আমার কিন্তু মুখ খোলা ছিল। অফিসে এসে দেখি চেহারা ও হাতে বিনে পয়সার মেকআপ”। চমৎকার উপমা!
পরক্ষণেই হৃদয় ভয়ে আঁতকে উঠলো এই লাইনটি পড়ে ......
“এখনো পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, সময় এখন প্রায় ২টা। মনে পড়ে গেল মহান আল্লাহ তায়ালার বাণীঃ যখন সূর্য আলোহীন হয়ে যাবে। কিয়ামতের পূর্বে সূর্য আলোহীন হয়ে যাবে। তখনকার অবস্থা কেমন হবে একটু অনুমান করলাম”।
অতঃপর আমারও দীর্ঘশ্বাস প্রলম্বিত হল...।
মনে হল এটাও বান্দাদের জন্য একটি পরীক্ষার আলামত, যেন আমরা আমাদের মহান সৃষ্টিকর্তার দিকে একান্তভাবে ধাবিত হই।
জাজাকাল্লাহু খাইর।
আপনার হৃদয় ছোঁয়া মন্তব্যটি আমার অন্তর নাড়িয়ে দিল।
জাযাকিল্লাহ খাইরান খালাম্মুনি।
ধন্যবাদ।
রাসূল (সঃ) বলেছেনঃ আমি এবং কেয়ামত এই দুই আঙ্গুলের। অর্থাৎ আমার পরেই কেয়ামত। তাতে প্রমাণীত কেয়ামত অতি নিকটে। অনেক ধন্যবাদ ভাই।
আমাদের এখানে দুদিন ধরে খুব ঝড়ো বাতাস বইছে, কেমন জানি সব উড়িয়ে নিতে চায়, বিধ্বস্থ করে দিতে চায়! এই বাতাস আমর খুব ভয় হয় মনে হয় এইবুঝি শুরু হলো কিয়ামত!
এখন কি অবস্থা আপনাদের ওখানের? আল্লাহ আমাদের সর্বাবস্থায় হিফাজত করুন!
দেরিতে আসার জন্য দুঃখিত ভাইয়া! জাযাকাল্লাহু খাইর!
আলহাম্দু লিল্লাহ, প্রায় ৩টার পর পুরোপুরি সূর্যের আলো এসেছে ও ধুলাবালি কেটে গেছে।
অনেক অনেক শুকরিয়া আপুমনি।
মন্তব্য করতে লগইন করুন