ব্লগের এ বিষয়টি আমার বুঝে আসে না।
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ১৮ মার্চ, ২০১৫, ১১:১৪:৩৪ রাত
কিছু ব্লগারকে সময় সময় অনলাইনে দেখা যায়, কিন্তু তাদের কোন পোষ্ট বা কমেন্ট ছোখে পড়ে না। বাস্তবেই কি তারা অনলাইনে আছেন? নাকি মডুরা এভাবেই সিষ্টেম করে রেখেছেন। নিচের লিষ্টের প্রতি খেয়াল করে দেখুন এদের মধ্যে কত জন এক্টিভ আছেন।
এই লিষ্টের মধ্য থেকে সামান্য কিছু ব্যক্তিকে সবসময় এক্টিভ দেখা যায়, অধিকাংশকে একেবারেই দেখা যায় না। তারা কি অনলাইনে এসে তাদের ডিভাইসটি হারিয়ে ফেলেছেন?
কিছু দিন আগে সর্বোচ্চ মন্তব্যকারীদের লিষ্ট ও আপডেট হচ্ছিল না, হতভাগা ভাইয়ের পোষ্টের পর তা এখন সচল। কিন্তু এই লিষ্টটি আমাকে খুব ভাবায়। কিভাবে এই কিছু সংখ্যক ব্লগার ২৪/৭ অনলাইনে থাকেন? লিষ্ট বড় দেখানোর জন্য মডুরা এমন করে মনে হচ্ছে।
বিষয়: বিবিধ
১৪৩৬ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকাইতো আমাদের কাজ তাই নয় কি? ১২ মাসের ২৪ বিপদ, তবুও আমাদের পথচলা যে থামবার নয়, তাই যেকোন মূল্যে ব্লগ গতিশীল রাখা, এবং গতিশীল রাখছেও,হা আমাদের ব্লগারদের কথা ভেবে বাধ বিপত্তি সত্ত্বেও, তাই আমরা কৃতজ্ঞ।
কিন্তু আজ আমি এবং আবু জান্নাত ভাই অথবা আবদূর রহিম ভাই যে ছবিগুলো দেখালেন, তা যে আমাদের গতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করে! মডারেটররা অনেক ঝুঁকি নিয়ে কষ্ট করে ব্লগ পরিচালনা করেন, এখনো না হয়য় একটু কষ্ট করলে! স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকাতেই প্রকৃত স্বার্থকতা, স্রোতের সাথে মিশে যাওয়াতে নয়।
জাজাকাল্লাহু খাইর।
আপনার কমেন্টে আমরা জানতে পারলাম, 'বাধা' একটি কারণ ব্লগের এই বেহাল অবস্থার, এইতো হয়ে গেলোতো। এর পরে মনে হয়য় না কেউ আর তা নিয়ে উচ্চবাক্য করবে।
আপনাকে অনেক ধন্যবাদ ব্লগের উপর বাধা বিপত্তির কথা আমাদের মনে করিয়ে দেয়ার জন্য।
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকাইতো আমাদের কাজ তাই নয় কি? ১২ মাসের ২৪ বিপদ, তবুও আমাদের পথচলা যে থামবার নয়, তাই যেকোন মূল্যে ব্লগ গতিশীল রাখা, এবং গতিশীল রাখছেও,হা আমাদের ব্লগারদের কথা ভেবে বাধ বিপত্তি সত্ত্বেও, তাই আমরা কৃতজ্ঞ।
কিন্তু আজ আমি এবং আবু জান্নাত ভাই অথবা আবদূর রহিম ভাই যে ছবিগুলো দেখালেন, তা যে আমাদের গতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করে! মডারেটররা অনেক ঝুঁকি নিয়ে কষ্ট করে ব্লগ পরিচালনা করেন, এখনো না হয়য় একটু কষ্ট করলে! স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকাতেই প্রকৃত স্বার্থকতা, স্রোতের সাথে মিশে যাওয়াতে নয়।
'ভালবাসি' শব্দটি এতো প্রাচীন, এতো বেশি বার বলার হয়েছে যা এতো দিনে শুনতে চাওয়া বা বলতে যাওয়া মহাবিরক্তের কারণ হতে পারত, তবু প্রতিবারই যেন সম্পূর্ণ নতুন রুপে, নতুনভাবে হৃদয়ে তোলপাড় তুলে এই দুটি শব্দ, শুনার আগ্রহ কখনো ফুরিয়ে যায় না!
চোখের সামনে এতোগুলো জিনিস দিনের পর দিন ঝুলে থাকায় সমস্যার তীব্রতা বুঝা সত্ত্বেও কৌতূহলী মনে জানার আকাংক্ষা তীব্র হয়ে উঠা অসম্ভব নয়। তাইতো....
এখানে খেয়াল করলে দেখবেন প্রতিযোগিতা ব্লগ নিচে সর্বশেষ মন্তব্য আর সর্বশেষ প্রতিমন্তব্য গুলো থাকার কথা কিন্তু নেই.....!!
এখানে দেখেন কোন ব্লগারের পুরো ব্লগে গেলে কয় বার পড়িত বা কয়টি মন্তব্য তা দেখাবার কথা কিন্তু দেখায়না!!! লেখকের সর্বশেষ মন্তব্য আর সর্বশেষ প্রতিমন্তব্য গুলো দেখাবার কথা কিন্তু নেই....!
আশা করি আপনার পোস্টের মাধ্যমে মড়ু মামার ঘুম ভাঙ্গবে।
আপনার বাচ্চাটি ভালো আছে তো! তাকে কি নামে ডাকেন?
আসাকরি মুডু মামুরা দেখবেন,,,,
আর আপনাকেও ধন্যবাদ, বিষয়টির প্রতি নজর দেয়ার জন্য।
উনারাই,মডু!!!
হতেও পারে উনারাই মডু, ধন্যবাদ ভাইয়া।
আমারও কিন্তু তাই মনে হয়।
মন্তব্য করতে লগইন করুন