আমিরাত কাঁপালো পাকিস্তানী লুঙ্গী
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:১৬:৩১ দুপুর
গত কয়েক দিনে আগের কথা বলছি, সকাল ৯টায় অফিসে এলাম, দেখলাম অফিসের সামনে উৎসুক জনতার বিশাল সারি, আমিও এদের ব্যতিক্রম নই, যোগ দিলাম তাদের দলে। ভিতরে তেমুহনীতে পুলিশের বেস্টনি, মাঝে দেখা যাচ্ছে উপরোল্লেখিত মেশিন। কেউ কিছু বুঝে উঠতে পারছে না। অনেককে প্রশ্ন করেও কিছু আঁচ করতে পারলাম না। অনেকক্ষণ ঠাঁই দাড়িয়ে রইলাম, দেখতে থাকলাম অদ্ভুদ এক রিমোঢ় কন্ট্রোল মেশিনের এদিক সেদিক দোড়াদোড়ি, কিছুক্ষণ পরপর পুলিশ জনতাকে দূরে ঠেলে দিচ্ছে। প্রায় দু-ঘন্টা সাঁড়াশী ও শাঁসরুদ্ধকর অভিযানের পর মেশিনটি একটি পলিথিন ব্যাগ নিয়ে হাজির হল পানি ভর্তি বাকেটের নিকট। কাহিনী এখানেই শেষ।
এরই মধ্যে একজন পাকিস্তানী এসে বলল, এটা আমার পলিথিন, ভিতরে আমার লুঙ্গী, চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়াছে। তখন উৎসুক জনতা কি হাসি চেপে রাখতে পারে? সবাই একটু স্বস্তির নিশ্বাস ফেলল। ব্লগারদের বলতে হবে কেন এত কাহিনী করা হল?
বিষয়: বিবিধ
১২৯০ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন