আমিরাত কাঁপালো পাকিস্তানী লুঙ্গী

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:১৬:৩১ দুপুর



গত কয়েক দিনে আগের কথা বলছি, সকাল ৯টায় অফিসে এলাম, দেখলাম অফিসের সামনে উৎসুক জনতার বিশাল সারি, আমিও এদের ব্যতিক্রম নই, যোগ দিলাম তাদের দলে। ভিতরে তেমুহনীতে পুলিশের বেস্টনি, মাঝে দেখা যাচ্ছে উপরোল্লেখিত মেশিন। কেউ কিছু বুঝে উঠতে পারছে না। অনেককে প্রশ্ন করেও কিছু আঁচ করতে পারলাম না। অনেকক্ষণ ঠাঁই দাড়িয়ে রইলাম, দেখতে থাকলাম অদ্ভুদ এক রিমোঢ় কন্ট্রোল মেশিনের এদিক সেদিক দোড়াদোড়ি, কিছুক্ষণ পরপর পুলিশ জনতাকে দূরে ঠেলে দিচ্ছে। প্রায় দু-ঘন্টা সাঁড়াশী ও শাঁসরুদ্ধকর অভিযানের পর মেশিনটি একটি পলিথিন ব্যাগ নিয়ে হাজির হল পানি ভর্তি বাকেটের নিকট। কাহিনী এখানেই শেষ।



এরই মধ্যে একজন পাকিস্তানী এসে বলল, এটা আমার পলিথিন, ভিতরে আমার লুঙ্গী, চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়াছে। তখন উৎসুক জনতা কি হাসি চেপে রাখতে পারে? সবাই একটু স্বস্তির নিশ্বাস ফেলল। ব্লগারদের বলতে হবে কেন এত কাহিনী করা হল?

বিষয়: বিবিধ

১২৯০ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305752
২৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৮
হতভাগা লিখেছেন : পাকিস্তানীদের মধ্যে কি লুঙ্গি পড়ার চল আছে ?
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:২১
247429
আবু জান্নাত লিখেছেন : সবাই নয়, কিছু সিন্ধি ও বেলুচি বাসায় বা ঘরে পড়ে।
305755
২৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:০৪
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:২৫
247430
আবু জান্নাত লিখেছেন : কি ভাইয়া, হাসছেন কেন? গোয়েন্দাগিরী করতে হবে। সফল হলেই তবে হাসা উচিৎ
305765
২৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৪২
আফরা লিখেছেন : আমি অনেক বিজি আছি ভাইয়া তাই এখন কিছু বলব না তবে ঘটনা আমি জানি ঠিক এমন একটা ঘটনা আমার ও হয়েছিল তবে সেটা লুঙ্গি ছিল না ছিল স্কুলব্যাগ ।
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩২
247434
আবু জান্নাত লিখেছেন : ইউরোপের স্নো তো এখনো গলার সময় হয় নাই, বিজলেন কি করে? সমস্যা নেই রোদে গেলেই শুকিয়ে যাবেন। এত ব্যস্ততার মাঝেও অনুভুতি প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ।
305769
২৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩৬
আওণ রাহ'বার লিখেছেন : Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:২৬
247431
আবু জান্নাত লিখেছেন : কি মাওলানা? চিন্তায় পড়ে গেলেন নাকি! সালাম রইল। দোয়া চাই।
305787
২৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাথায় কিছু ঢুকল না!
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:২৮
247433
আবু জান্নাত লিখেছেন : সবুজ ভাই, একটু চিন্তা করলেই উত্তর পাওয়া যাবে। ধন্যবাদ।
305800
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৫৪
দ্য স্লেভ লিখেছেন : হুহাহাহাহাহ বিশ্ব এখন বোমাতঙ্কে ভুগছে...
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:২৭
247432
আবু জান্নাত লিখেছেন : ধন্যবাদ ভায়া, গ্রহনযোগ্য উত্তর।
305825
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৪৪
আবু জারীর লিখেছেন : দ্য স্লেভ লিখেছেন : হুহাহাহাহাহ বিশ্ব এখন বোমাতঙ্কে ভুগছে...
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৫০
247487
আবু জান্নাত লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই আবু জারীর। সত্যিই এমন যুগ চলছে।
305827
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৪৮
শফিক সোহাগ লিখেছেন : Waiting Waiting Happy Happy
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৫২
247488
আবু জান্নাত লিখেছেন : কি সোহাগ ভাই! খুব টেনশন করছেন মনে হচ্ছে। আরে টেনশনের কিছু নাই। Happy>-
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:১৫
247584
শফিক সোহাগ লিখেছেন : চিন্তা করতেছি এটা লুঙ্গী ড্রোন নাকি?:Thinking :Thinking
305916
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:২২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ আংকেল। সময়োপযোগী গুরুত্বপূর্ণ লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩৯
247506
আবু জান্নাত লিখেছেন : খালামনি আমাকে কেউ আঙ্কেল বলে ডাকলে আমার কেমন যেন লজ্জা করে। আমি কিন্তু আপনার ছেলের বয়সী, দু-যুগ প্লাস। যাগগে, আপনার জন্য না হয়, লজ্জাটা গায়ে মাখলাম। অনেক ধন্যবাদ খালামনি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File