জীবনটি সময়ের সমষ্টি
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৩৩:৩১ রাত
'জীবনকে ভালবেসে থাকলে সময়ের প্রতি যত্নবান হও, কেননা জীবনটি সময়ের সমষ্টি' কথাটি একেবারে সত্যি, মাঝে মাঝে দেওয়ালের ঘড়িটির দিকে দেখি আর আফসোস করি হায় এই বুঝি আমার হায়াতের এক সেকেন্ড গেল, ইস! আরেক সেকেন্ড গেল। এই ভাবে কিছুক্ষণ পর আর সহ্য হয় না, হায় হায় আমার জীবনটা এভাবে শেষ হয়ে যাচ্ছে।
নিউ ইয়ার আসলে কতজন কত ভাবে আনন্দ উৎসব করে, কিন্তু আমি শুধু ভাবি, হায়রে আমার জীবনের (সীমিত হায়াতের) আরেকটি বছর শেষ হয়ে গেল। এইভাবে আর সময় নষ্ট করা যাবে না। প্রতিজ্ঞা করি দৃঢ় প্রতিজ্ঞা, আর অবহেলা করবো না। এক সেকেন্ডও বিনা কাজে, বেহুদা কাজে ও অলসভাবে নষ্ট করবো না। এভাবে কয়েক দিন ঠিক থাকি, কিন্তু অপবিত্র আত্মা ও ইবলিশ আমাকে অটল থাকতে দেয় না। ধোকায় পড়ে আবারও ভূলে যাই আমার প্রতিজ্ঞা।
ইয়া আল্লাহ! কিয়ামতের দিনে কিভাবে দিব সময়ের হিসাব, তুমি আমাদের মাফ কর, আমাদের সময়কে সময় থাকতে কাজে লাগানোর সুযোগ করে দাও মুৃনিব। কিয়ামতের দিন তো ৫টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন বনি আদম এক পা ও নাড়াতে পারবে না, তন্মধ্যে প্রথম একটি হল তোমার জীবন কে কোন কাজে ব্যায় করেছ। ইয়া আল্লাহ আমিতো এই প্রশ্নের উত্তর দেওয়ার মত সামর্থ রাখি না, কিভাবে আমি সেদিন মুক্তি পাব মা'বুদ, তুমি আমাকে কি ক্ষমা করবে সেদিন, তুমি না সেদিন রহমান হবে!, ক্ষমা না করলে যে আমার কোন উপায় নেই, মিনতি করছি ইয়া আল্লাহ তুমি আমাদের ক্ষমা কর। আমােদের উপর অর্পিত দায়িত্ব মৃত্যুর আগেই আদায় করার তাওফীক দান কর। আমীন ইয়া রাব্বাল আলামীন।
বিষয়: বিবিধ
১৩২১ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা আমাদের কতটুক সময় নির্ধারিত তাও জানিনা। অথচ গর্ব করি আমরা কতকিছু জেনে ফেলেছি।
অনেক ভাল লাগল ।জাজাকাল্লাহ খায়ের ।
আমিন
ভাইয়া, আপনি আমার ‘ভালবাসার বাগান’ লেখাটায় মন্তব্য করেছিলেন। অসাবধানবশতঃ মুছে গেছে। আমি খুবি দুঃখিত। সবার পদচারনায় ব্লগ আবার মুখরিত হয়ে উঠুক। নতুন বছরের শুভেচ্ছা রইল। ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন