''দেরীতে বিবাহ”-ইসলামের বিরুদ্ধে শতাব্দীর এক জঘন্য ষড়যন্ত্র!!
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ০১ আগস্ট, ২০১৪, ০৪:২৩:৪৫ বিকাল
(ফেসবুক থেকে নেয়া)
কুফফাররা অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে, শুধু
অস্ত্র দিয়ে মুসলিমদের হত্যা করে পরাজিত করা সম্ভব নয়
কেননা মুসলিমরা তো আল্লাহর পথে শহীদ হওয়াকেই তাঁদের চূড়ান্ত সফলতা মনে করে। তাছাড়া যাদের একমাত্র লক্ষই হচ্ছে আল্লাহর পথে শহীদ হওয়া আপনি তাঁদেরকে কিভাবে থামাবেন?? তাই কুফফাররা চিন্তা করলো মুসলিম
যুবকদের নৈতিকভাবে ধ্বংস করে দিতে হবে কেননা নৈতিকতাই হচ্ছে মুসলিম যুবকদের সবচেয়ে বড় অস্ত্র। এ অস্ত্রের জোরেই তারা আল্লাহর পথে কুফফারদের
বিরুদ্ধে যুদ্ধ করে। তাই তারা প্রথমে মুসলিম দেশগুলোতে বিবাহের উপর একটি নির্দিষ্ট সময় সীমা বেধে দিলো যে, এর আগে বিয়ে করা আইনত দণ্ডনীয় অপরাধ যদিও একটি ছেলে এবং মেয়ে এই নির্দিষ্ট সময় সীমার অনেক আগেই বিবাহের উপযুক্ত হয়।
সেই সাথে তারা এমন শিক্ষা ব্যবস্থাও চালু করলো যে, এই শিক্ষা ব্যবস্থায় একটা ছেলে চাইলেও ২৮-৩০ বছরের
আগে উপার্জনক্ষম হতে পারবেনা।
যদিও একটা ছেলে ১৫ বছর বয়সেই যৌবনপ্রাপ্ত হয়।
তাহলে একটি ছেলে যৌবনপ্রাপ্ত হওয়ার পরের ১৫ টি বছর কিভাবে পাড়ি দিবে?? এই জন্যে কুফফাররা ব্যাপকহারে পর্ণ
ছবি ছড়িলে দিলো, বিবাহপূর্ব প্রেম ভালবাসাকে ছড়িয়ে দিলো।
যুবকদের যুবতীদেরকে একটা মেসেজ দিলো যে, “এই নাও
পর্ণ ছবি। এগুলো দেখো। এগুলো দেখে উত্তেজিত
হও। উত্তেজিত তো হয়েছো কিন্তু এখন কি করবে??
বিয়ে তো করতে পারবেনা। তাহলে প্রেম করো,
প্রেম করে প্রেমিকার সাথে সেক্স করো, যৌবনের
চাহিদা মেটাও। আর যে যুবক প্রেম করবে, পর্ণ দেখবে,
প্রেমিকার সাথে অবৈধ সেক্স করবে সেই যুবক
কি কখনো আল্লাহর রাস্তায় কুফফারদের বিরুদ্ধে জিহাদ করার কথা চিন্তা করবে?? কন্মিশকালেও না। এভাবেই কুফফাররা মুসলিম যুবকদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে,
আমাদের যুবকদের জীবনী শক্তিকে ধ্বংস করে দিচ্ছে।
আসুন কুফফারদের এই গভীর চক্রান্তকে ধ্বংস করে দেই, সমাজে Early marriage এর বিপ্লব ঘটাই।
লিখেছেন : মুহাঃ শহিদুল ইসলাম গাজীপুর
বিষয়: বিবিধ
১৭৮০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরকম চাল চুলো হীন ছেলের কাছে কি কোন বাবা তার মেয়েকে দেবে ?
বড় লোক বাবার একমাত্র মেয়ে কি এরকম একটা ছেলের ঘরে এসে তাল মিলিয়ে চলতে পারবে ?
এই বয়সে ছেলে কি তার বউকে ১০ লাখ টাকা দেন মোহর স্পর্শ করার পূর্বেই দিতে পারবে ?
সন্তান হলে তার ভরনপোষণই বা করবে কি করে বাবা হিসেবে ?
ছেলেকে ১৫ বছর বয়সে বিয়ে দিল , যে কিনা মেট্রিক পরীক্ষা দেবে । বছর ঘুরতেই নাতি আসলো । এখন পরিবারের এই বাড়তি দুইজনের খরচ পাতি (যেহেতু তার ছেলে এখনও আয়ক্ষম হয় নি )উনি কিভাবে মেটাবেন ?
আসলে আপনাকে হাদীসটি গভীর ভাবে ভাবতে হবে, বুঝার মত বুঝতে হবে।
হাদীসে এসেছে "বালেগা মেয়ের জন্য যখন উপযুক্ত ছেলে পাওয়া যায়" তখন দেরী করতে নেই।
উপযুক্ত ছেলে বলতে কি বুঝায় ব্যপারটি বুঝে নেবেন।
মন্তব্য করতে লগইন করুন