হায়রে মুসলমান।

লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২০ জুলাই, ২০১৪, ০৩:৪৮:৫২ দুপুর



কিছু দিন আগে ইয়াহুদিদের তৈরী "মালালা" নামক এক জন্তুর অনেক চেচামেছি শুনা গিয়েছিল, উনিতো নারী ও শিশু অধিকার আন্দোলনের মডেল, নোবেল পর্যন্ত পেতে বসেছিলেন অল্পের জন্য পাননি আর কি! গত কয়েকদিন আগে দক্ষিন আফ্রিকার একটি নারী অধিকার সম্মেলনেও যোগ দিয়েছিলেন। আজ যখন ফিলিস্তীনে শত শত মা বোন ও শিশু হত্যা করা হচ্ছে তখন কোথায় সে "মালালা" নামক ইয়াহুদির বাচ্ছার চেচামেছি ??? বিশ্বের মুসলিমরা কি এখনো জাগবে না ??? ইয়াহুদি খৃষ্টানরা যুগ যুগ ধরে মুসলমানদের থেকে দালাল তৈরী করে মুসলমানদের ধ্ব‍ংসের নীল নকসা এঁকেছে, এখনো তাই করছে। দুঃখ হয় কেন মুসলমানরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, বরং অনেক মুসলমান বুঝেও ইয়াহুদিদের দালালিতে লিপ্ত। হে আল্লাহ মুসলমানদের সঠিক বুঝ দান করুন। মাজলুমদের হেফাযত করুন। আহতদের সুস্থতা দান করুন, শহীদদের কবুল করুন, মুসলমান মুজাহীদদের বিজয় দান করুন, জালিমদের নসিবে হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন। (আমীন)।

বিষয়: বিবিধ

১০৫৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246359
২০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
বাজলবী লিখেছেন : অামিন।জাযাক অাল্লাহ খাইর।
২০ জুলাই ২০১৪ রাত ১১:৫০
191368
আবু জান্নাত লিখেছেন : আমীন
246364
২০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
বুড়া মিয়া লিখেছেন : আমিন
২০ জুলাই ২০১৪ রাত ১১:৫০
191369
আবু জান্নাত লিখেছেন : ছুম্মা আমীন
246479
২০ জুলাই ২০১৪ রাত ১০:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
২০ জুলাই ২০১৪ রাত ১১:৫১
191370
আবু জান্নাত লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File