ইসলাম নামকরন কেন
লিখেছেন লিখেছেন উম্মে সায়মা যূথি ২৫ মে, ২০১৪, ০৬:৪৪:৩৫ সন্ধ্যা
দুনিয়াতে যত ধর্ম আছে তার নামকরন করা হয়েছে কোন বিশেষ ব্যক্তির নামে ।অথবা যে জাতির মধ্যে তার জন্ম হয়েছে তার নামে।যেমন খিষ্টান ধর্মের নাম রাখা হয়েছে তার প্রচারক যিশু খিষ্টের নামে।বৌদ্ধ ধর্ম মতের নাম রাখা হয়েছে তার প্রতিষ্ঠাতা মহাত্মা বুদ্ধের নামে।ইয়াহুদী ধর্ম জন্ম নিয়েছিল ইয়াহুদা নামে বিশেষ গোষ্ঠীর নামে।তবে নামের দিক থেকে ইসলামের রয়ছে একটি অসাধারন বৈশিষ্ট্য।কো৭ বিশেষ ব্যক্তি অথবা জাতির সাথে এর নামের সংযোগ নেই।এ থেকে বুঝা যায় যে, ইসলাম কোন ব্যক্তির অবিষ্কার নয়, কোন এক জাতির মধ্যে এ ধর্ম সীমাবদ্ধ নয়।ইসলাম কোন বিশেষ ব্যক্তি, দেশ অথবা জাতির সম্পত্তি নয়।তার উদ্দশ্য হচ্ছে মানুষের মধ্যে ইসলামের গুনরাজি সৃষ্টি করা।প্রত্যেক যুগে প্রত্যেক কওমের যেসব খাটি ও সৎলোকের মধ্যে এসব গুন পাওয়া গেছে, তরা ছিলেন মুসলিম।এ ধরনের লোক আজো আছেন,ভবিষ্যতেও থাকবেন।
বিষয়: বিবিধ
২৯৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন