সত্যের সাক্ষ্য:- গুরুত্বপূর্ন ও অপ্রিয় কিছু সত্য কথা এবং তিক্ত অভিজ্ঞতাঃ

লিখেছেন লিখেছেন মাহতাব আহমদ ১৩ জুন, ২০১৪, ০৯:৩০:০৭ রাত

আল্লাহর হেদায়াতের পথ(সত্য পথ) পাওয়া সহজ নয়। এ পথের প্রধান ও প্রথম প্রতিবন্ধক (মানুষের সবচেয়ে বড় শত্রু) ইবলিশ শয়তান (আল কুরআন, সুরা বনি ইস্রাইল/৬২-৬৫)। আল্লাহ্‌ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, যে পথ চায় আমি তাকে পথ দেখাই(৪২/১৩)।

আমি সারাজীবন সত্য পথ খুজে চলেছি এবং যখন যেখানে যা সত্য বলে জেনেছি তা বুঝা ও মানার চেষ্টা করেছি। এজন্য আমাকে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে এবং এখনো হচ্ছি।

সত্য আল্লাহ্‌ এবং সত্য পথের দিক নির্দেশনা আল কুরআন যা রাসুল (সঃ) উনার জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন অন্যান্য সকল নবীদের ধারাবাহিকতার সর্বশেষ নবী ও রাসুল হিসেবে।

সত্য খুজার জন্য (প্রথম জীবনে পারিবারিক কারনে ছাত্রলীগ) শিবির-জামাত(১৯৯৩-২০১২), তাবলীগ জামাত, হিজবুত তাহরির, হেফাজতে ইসলাম সহ অনেক জায়গায় গিয়েছি। কিন্তু কুরআনের সাথে মিলিয়ে দেখলাম কেউই কুরআনে বর্নিত আল্লাহর নির্দেশনা অনুযায়ী সত্য পথে নাই। তাই সব বাদ দিয়ে আল কুরআন যত বেশি গভীরভাবে অধ্যয়নের চেষ্টা করছি ততই সত্য আমার নিকট স্পষ্ট হচ্ছে দিন দিন।

সাম্প্রতিক আমার কিছু দেশি এবং লন্ডনী জামাতি বন্ধু আমাকে এড়িয়ে চলছেন এবং আমার বিরুদ্ধে অন্যায় প্রোপাগান্ডা চালাচ্ছেন। তারা মনে করছে আমি বিভ্রান্ত হয়ে গিয়েছি জামাত ত্যাগ করার কারনে। কুরআনের আয়াত দিয়ে জামাতের ভূল ত্রুটি ধরিয়ে দেয়ার পরও তারা অন্ধভাবে দলের কমান্ড ফলো করছে এবং আমাকে বিভ্রান্ত বলছে।

কোনটা সত্য, আল্লাহর কুরআন না ওইসব তথাকথিত ইসলামের মোড়কে শিরক ও কুফরে নিমজ্জিত দলের আদর্শ??? (সুরা আল আরাফ, ১৭৯+১৮৬)

আমি পরিষ্কারভাবে ঘোষনা করছি আমার পরিচয়......আমি শুধু মুসলিম (৪১/৩৩)। আমি শিয়া, সুন্নি বা কোন মাজহাবী নই। আমার কোন দল নাই। আমি শুধু আল্লাহর নির্দেশ (আল কুরআন) পালনকারী একজন গোলাম। সত্য বুঝার পর আল্লাহর নির্দেশের বিপরীত কারো খুশির জন্য কিছু করা বা কারো সাথে সম্পর্ক রাখার জন্য আমি জাহান্নামি হতে পারবোনা(৯/২৩,২৪)।

সর্বোশেষ শুধু অনুরোধ থাকবে সকল বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আপনি যে দল করছেন অথবা গতানুগতিক ও প্রচলিত ভূল ইসলাম (কুরআনের সাথে যার কোন মিলই নাই) পালন করছেন তা একটু কুরআনের সাথে মিলিয়ে দেখুন নতুবা মুক্তির পথ নাই। এজন্য কুরআন গভীর অধ্যয়নের বিকল্প নাই (২৫/৩০)।

আল্লাহর নির্দেশ মানা ও সে পথে চলার কারনে পৃথিবীর সবাই যদি আমাকে ত্যাগ করে আমার কোন দুঃখ থাকবে না(৮/৬৪)।

আমি আল্লাহর পথে চললাম, তিনিই আমাকে পথ দেখাবেন (৩৭/৯৯)।

বিষয়: বিবিধ

২৫৭২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234593
১৩ জুন ২০১৪ রাত ০৯:৪৯
মুহাম্মদ_২ লিখেছেন : চমৎকার। চালিয়ে যান। ধন্যবাদ।
234609
১৩ জুন ২০১৪ রাত ১০:২৮
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File