....প্রিয় পাঠিকা আমার
লিখেছেন লিখেছেন যাহরে জান্নাত রুনা ১০ আগস্ট, ২০১৪, ০৬:৫৬:৫৫ সন্ধ্যা
.........সুপ্রিয় পাঠিকা আমার
কয়েছ আহমদ বকুল
------------------------------------------
তুমি পূর্নিমা দেখার অনুরোধ পাঠিয়েছ, অতঃপর কবিতা
আমি যে উপলক্ষ্যের কবিতা লিখতে পারিনা ললিতে
গাজার ক্ষত শিশু ছেঁড়া লাশ
ইবোলা আক্রান্ত ভূ-পৃষ্টের দুষিত মানব বিপর্যয়
মেহরাবাদে বিধ্বস্ত আটচল্লিশ জীবনের বিমান
আমাকে কবিতা লেখায় না প্রিয় পাঠিকা আমার
ওরা পিনাক খুঁজছে
ওরা তোবার শ্রমিকদের বেতন দিচ্ছে
পিনাকের একেকটি লাশ একেকটি পূর্নিমা হয়ে ফিরছে স্বজনদের কাছে
ক্ষুধার্ত বোবা শ্রমিকেরা তোবার পূর্নিমারূপে গ্রহণ করছে পাওনা
পূর্নিমা এভাবে আপেক্ষিকতা নিয়ে ফিরে আসে
আষাঢ় মাইস্যা ভাসা পানি' হয়ে চোখে ফিরে বর্ষা
কবিতা ফিরে না আমার
না আনন্দ না নিরানন্দ দিনে অক্ষরের সহযোগ পাই
আজ পূর্ণিমা
বাঁকা এক রাঁখি চাঁদ তোমার আকাশ করে শ্যামা
আমিও সুখের লোভী
অক্ষর জ্বালাতন ভুলে বুকে টেনে লও প্রিয়তমা।
যুক্তরাজ্য
১০/০৮/২০১৪
বিষয়: বিবিধ
১১৫০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন