যাহরে জান্নাত রুনার গাজা বিষয়ক কবিতা

লিখেছেন লিখেছেন যাহরে জান্নাত রুনা ০৪ আগস্ট, ২০১৪, ০৭:৪৭:২৬ সকাল

ঈদ আনন্দ ভুলে আসুন.....

যাহরে জান্নাত রুনা

.......................

আমরা যখন ঈদের শেষে

হাসি খুশী গানে মত্ত

রাখছি কি আর খবর তাঁদের

গাজায় যাঁরা মরছে নিত্য

ঈসরায়িলি পশুর হাতে

মরছে শুনে আপন জ্ঞাতি

কেমন করে মাংস পোলাও

খাচ্ছি মোরা দিবারাতি

কেমন করে পাখী ড্রেস আর

স্যুট শেরওয়ানির বায়না ধরে

ভুলে থাকছি রক্ত বন্যা

অন্যায় যত গাজা জুড়ে

আমরা না হয় ক্ষমতাহীন

তাই বলে কি মনের মলিন

করবো না দূর প্রতিবাদে

একবার ভাবুন অন্তর খুলে

মরছে ওঁরা কোন সে ভুলে,

মুসলমানির অপরাধে!!!!!

ধর্ম পালন হয় যদি পাপ

আপনি আমি সমান পাপী

ঈদ আনন্দ ভুলে আসুন

গাজাতে হই অনুতাপি।

বিষয়: বিবিধ

১০৬৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250663
০৪ আগস্ট ২০১৪ সকাল ১০:০৯
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File