এবার ভারতের কৃষক বাঁচাবে বাংলাদেশের হাছিনা সরকার---

লিখেছেন লিখেছেন আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর ৩০ নভেম্বর, ২০১৪, ০৫:০৯:২৯ সকাল

ভারত থেকে চাউল আনছে বাংলাদেশ সরকার তাও আবার বিনা শুল্কে তার মানে কি?

মানে ভারত থেকে চাউল আমদানী করলে হাছিনা সরকার কোন কর নিবে না আর কর না নিলে বাংলাদেশের উণ্ণয়ন ব্যাহত হবে তাতেই মনে হচ্ছে হাছিনা সরকারের বড় সার্থকতা।

বাংলাদেশের কৃষককে আর জমিতে গিয়ে ধান চাষ করতে হবে না এখন তাঁরা শুধু ভারত থেকে আনা চাউল কিনে খাবেন।কথা হল উনাদের চাউল কেনার টাকা হাছিনা সরকার উনার বাপ দাদার জমি বিক্রী করে সরবরাহ করবেন কি না?আর যদি করের টাকায় সরবরাহ করেন তাহলে ভারতীয়রা বাংলাদেশে চাউল রপ্তাণী করবে কোন শুল্ক দিতে হবে না কেন?

হাছিনা সরকার কি ভারতের চাউল রপ্তানীকারকদেরকে নির্বাচনী ওয়াদা দিয়েছিলেন যে বাংলাদেশে চাউল রপ্তানী করার সুযোগ করে দিবেন আর কোন আমদানী কর নিবেন না।চাউল আমদানীতে কর না নিয়ে হাছিনা সরকার বাংলাদেশের জনগনকে ধোঁকা দিচ্ছেন আর ভারতীয়রা হাসছে কি বোকা বাংলাদেশের জনগণ।

আর বোকা বাংলাদেশীরা ক্ষমতাসীনদের দ্বারা ধোঁকা খাবে এটাই স্বাভাবিক,আর এতেই হাছিনা সরকারে বড় সার্থকতা।

বিষয়: বিবিধ

১৪০৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289772
৩০ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩৪
হতভাগা লিখেছেন : ভারত থেকে এত কিছু নিচ্ছি , চাল নিতে সমস্যা কোথায় ?

ভারতীয় শাড়ি পড়াটা যেমন একটা প্রেস্টিজিয়াস ব্যাপার তেমনি ভারতের চাউল খাওয়াটাও একটা আভিজাত্যের প্রতীক হবে।
289824
৩০ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সমস্যা কোথায়? আগে ভারতীয় উপমহাদেশে ছিলাম এখন আবার তাতেই ফিরে যাচ্ছি। একসঙ্গে থাকা কি ভালো না?
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫৭
233872
আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর লিখেছেন : তাহলে সাহসী ভারতিয়দের বলুন--
বাংলাদেশীদের জন্য বর্ডার খুলে দিতে।
এটা নিশ্চয়ই দেয়ার সাহস নাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File