ডিজিটাল বই আসছে ভারত থেকে!!!

লিখেছেন লিখেছেন আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর ২০ নভেম্বর, ২০১৪, ০৪:১৫:৪৪ রাত

খুব খুশীর সংবাদ যে,ডিজিটাল বই আসছে ভারত থেকে।যে বই পড়ে মানুষ হবে আমাদের ছোট সোনামনিরা।বাংলাদেশের ছাপাখানাগুলো বন্ধ হয়ে গেছে তাই সরকার ভারত থেকে বই ছাপিয়ে আনল,সেজন্য হাছিনা সরকারকে অনেক ধন্যবাদ তা না হলে আমাদের সোনামনিরা পড়ার বই পেত না।ভারতে হয়ত ডিজিটাল ছাপাখানা আছে যা বাংলাদেশে নাই তাই হয়ত ভারতে যেতে হয়েছে।হাছিনা সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ছে কিন্তু শিশুদের পড়ার বই ছাপাতে হচ্ছে ভারত থেকে আর আগে এনালগ বাংলাদেশ ছিল কিন্ত বই ছাপাতো বাংলাদেশে।

এটা কেমন ডিজিটাল বাংলাদেশ গড়ছে যে বই ছাপানোর টাকা চলে যাচ্ছে ভারতে?

নাকি নির্বাচনের সময় হাছিনা পার্টী ওই ছাপা খানার মালকের কাছ থেকে টাকা এনেছিল আর ওয়াদা ছিল দেশের বই ছাপানোর অর্ডার উনারা পাবেন।হয়তো সরকার সে ওয়াদা রক্ষা করেছেন যার জন্য মাসুল দিতে হলো দেশের ছাপাখানার মালিকদের।যে সরকারী দল দেশের মানুষের স্বার্থ দেখে না তাদের কি আমরা বাংলাদেশী দল বলব? নাকি হাছিনা সরকারের দল ভারতের স্বার্থ রক্ষাকারী ডিজিটাল দল?

বিষয়: বিবিধ

১৩১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File