ফাঁসি দিয়ে দিয়ে বিরোধীদলের ভোটার কমাচ্ছে--

লিখেছেন লিখেছেন আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর ০৬ নভেম্বর, ২০১৪, ১১:১৫:০৯ রাত

হাছিনা সরকারের নতুন কৌশল --ভোটার কমাতে হলে বিরোধীদলের লোকদের ফাঁসিতে ঝুলানো।তাইতো ফাঁসিতে ঝুলাচ্ছে নয়তো বন্দি করছে একের পর এক বিরোধীদেরকে।

কিন্তু বুঝা উচিত এ বিপদ তার উপর একদিন চেপে বসতে পারে।

শুধু ক্ষমতায় থাকার জন্য এভাবে বিরোধীদের কতল করার নীতি বাদ দিতে হবে।আর ক্কাল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার নীতি বাদ দিতে হবে।গনতান্ত্রিক সরকার ব্যাবস্থায় কেউ চীরকাল ক্ষমতায় থাকতে পারে না বিশেষ করে বাংলাদেশে।বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়।আর রাজনীতিবিদরা এটা চান না যে জনগন ভোট দিয়ে তাদের খমতা থেকে সরিয়ে দিক।তাইতো ক্ষমতাসীন দল সব সময় কৌশল অবলম্বন করে ক্ষমতায় টিকে থাকার জন্য কিন্তু জনগন রাজনীতিবিদদের সেই কৌশল মোটেই পছন্দ করে না।রাজনীতিবিদদের এটা বুঝতে হবে যে-

দেশের জনগন যখন দেখবে যে ক্ষমতাসীনরা ভাল মত দেশ চালাচ্ছে না তখন তারা যেভাবেই হোক ক্ষমতায় পরিবর্তন আনবে।হাছিনা,খালেদা,এরশাদ,জামাত দলের সবাইকে এটা বুঝতে হবে তা না হলে দেশে শান্তি আসবে না,দেশের জনগন শান্তি পাবে না।শুধু দেশের জনগনের শান্তির জন্য রাজনীতিবিদদের ক্ষমতায় টিকে থাকার বাজে কৌশল বাদ দেয়া উচিত।ক্ষমতাসীন,বিরোধীদলের সবার মিলিমিশে আপসে দেশ চালাতে হবে।বিরোধীদলের উচিত হরতাল পরিহার করে শান্তিময় আন্দলন করা তা না হলে দেশের জনগন ক্ষতিগ্রস্ত হবে।

বিষয়: বিবিধ

১৩২২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281999
০৭ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৫
হতভাগা লিখেছেন : বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়

তবে সেটা ২০২১ এর আগে না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File