আওয়ামিলীগ কি পারবে?আগামী ৪ বছরে ভারতের হাতে বাংলাদেশকে তুলে দিতে।

লিখেছেন লিখেছেন আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর ১২ অক্টোবর, ২০১৪, ০৩:৫৯:৪৬ রাত

আমার যতটুকু মনে হয় ওদের পারতেই হবে,তা না হলে আওয়ায়ামিলীগ আর তার সাঙ্গদের কোন অস্তিত্য থাকবে না।তা ছাড়া দেশের সব সরকারী চাকুরেরা আওয়ামিলিগকে সহায়তা করতে বাধ্য হচ্ছে তা না করলে উনারা চাকুরী হারাবেন।

নিজেদের অস্তিত্য টিকিয়ে রাখতে প্রয়োজনে ফেরাউন আর নমরুদের মত হতেও প্রস্তুত।যার নমুনা আমরা এখনি দেখতে পাচ্ছি।জেলখানা গুলো সরকার বিরোধীতে ভরে গেছে।

যা ১জন পরহেজগার, ঈমানদার, লাওহমানবীর সরকারের বিশেষ গুন।নিজেদের খমতা টিকিয়ে রাখতে ভারতকে সব দিতে প্রস্তুত তবু চাই সিকিম স্টাইলে ক্ষমতা আর নামেমাত্র স্বাধীন বাংলাদেশ।নীচের প্রস্নগুলোর উত্তর চাই সবার কাছ থেকে----

১-বিনা শুল্কে ভারত আমাদের কি দিচ্ছে?

২-ভারত আমাদের বর্ডার এলাকার নিরীহ নারী পুরুষদের হত্যা করছে কেন?

৩-নেপাল,ভুটান যেতে করিডর দিবে না কেন?

৪-নেপাল,ভুটান থেকে বিদ্যুৎ আনতে করিডর দিবে না কেন?

৫-ভিসা ফ্রি ব্যাবস্থা বাংলাদেশীদের দিবে না কেন?

৬-বাংলাদেশের মুসলিমদের টেরোরিস্ট ধরা হয় কেন?

৭-বাংলাদেশের হিন্দুদের প্রতি বিশেস নমনীয় কেন?

৮-বাংলাদেশের টিভী চ্যানেলগুলো ভারতে টেকনিক্যাল প্রবলেম দিয়ে আটকে রাখছে কেন?

৯-শুস্ক মাওসুমে নদীর পানি আটকে দিচ্ছে কেন?

১০-ভারতের মুছলমানদের বাংলাদেশী বলে ধরা হয় কেন?

১১--৫ই জানুয়ারির নির্বাচনকে বৈধ বলে ঘোষণা দিল কেন?

১২-আওয়ামিলীগ সরকারকে বিরোধীদের দমনে সহায়তা করছে কেন?

১৩-বিডিয়ার বিদ্রোহের নামে ভারত বাংলাদেশের সেনাদের হত্যা করল কেন?

১৪-আওয়ামিলিগ সরকার সব দিয়ে হলেও ক্ষমতা ধরে রাখতে ভারত এতে সহায়তা করবে কেন?

বাংলাদেশের ১টা অবইধ সরকার ভারতের জন্য বিরাট লাভের ব্যাপার।অবইধ সরকারকে পশ্চিমারা স্বীকৃতি দিল না তাই তারা গারমেন্টস ব্যাবসার সব কোটা বাতিল করে দিল।

আর এতে বাংলাদেশের গার্মেন্টস ব্যাবসা বন্ধ হয়ে যাচ্ছে।আর ভারত বাংলাদেশের গারমেন্টস ব্যাবসায়ীদের ভারতে ব্যাবসা ওপেন করতে আমন্ত্রন জানাচ্ছে।যা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলে দিলেন ২ দিন আগে।গার্মেন্টস ব্যাবসায় বাংলাদেশের সর্বনাশ

আর ভারতের পোষ মাস।এট্যাঁ হাছিনা সরকারের বড় সফলতা।

জয় সাহেব বিদেশ থেকে কি বিদ্যা শিখা আসলেন যে তার মাকে দেয়ার পরেও দেশের ব্যাবসার ১২ টা বাজছে।

বলি, কোন মানুষ না গরু,ছাগলকে খমতা দিলেও বাংলাদেশের স্বার্থটা ঠিক রাখতো ভারতের বিপরীতে।যা হাছিনা সরকার মোটেও পারছে না। মনে রাখবেন সামনে বাংলাদেশের মানুষ--- যে করেই হোক গরু,ছাগলকে ক্ষমতায় আনবেন অন্তত দেশটাকে বাঁচানর জন্য।কি আর করা হাছিনা সরকারকে দিয়ে কাজ হচ্ছে না।সবাই মিলে এখনি এদের বিপরীতে ঝাপিয়ে পড়তে হবে তা না দেশকে বানাবে ওরা ভারতের অঙ্গরাজ্য।

বিষয়: বিবিধ

১২৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File