ভারতের মত গরীব রাষ্ট্রের ভিসা পাওয়ায় কত কঠিন !!!!!

লিখেছেন লিখেছেন আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর ২৬ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৫৭:৫৩ দুপুর

ভারত ১ টা গরীব রাষ্ট্র এটা ভারত যারা ঘুরে এসেছেন তারা বেশ ভাল জানেন।সারা ভারতে প্রায় ১২ কোটি লোক এখনো বেকার।বেকারের সংখ্যা দেখলেই বুঝা যাবে ভারত কত গরীব।এ গরীব রাষ্ট্রের ভিসা ব্যাবস্থা বাংলাদেশের মানুষের জন্য বেশ জটিল করা হয়েছে।কারন---ওরা চায় না বাংলাদেশিরা সেদেশে বেড়াতে যাক। আর যিদি না চাইত তাহলে বাংলাদেশের প্রস্তাব অনুসারে ভিসা ফ্রি ব্যবস্তা মেনে নিত।কত হিংসুটে সেদেশের সরকার আর মানুষ--বাংলাদেশীদের প্রতি।আর ফ্রি ভিসা ব্যাবস্থা চালু হলে ২ দেশের মানুষ সহজে যাতায়ত করতে পারত,পর্যটন ব্যবস্থার উন্নতি হত।কিন্তু সংকীর্ণ ভারত তা হতে দেবে না কারন ওরা স্বার্থপর,নির্বোধ।বাংলাদেশীদের জন্য ভারতের ভিসা ব্যাবস্থা কত জটিল তা নীচের ভিসা ব্যাবস্থা দেখেই বুঝা যাবে-----আর এ প্রছেসিং ব্যবস্থা দেখলে কেও আর ভারত যাওয়ার নাম নিবে না।আর ভারত সেটাই চাই--তাই আমরা চিন্তা করেছি কেউ আর ভারত যাব না।ইন্টারনেট পত্রিকা হতে নেয়া--নীচের টুকু

ভারত ভ্রমণে ভিসা পেতে হলে যা করতে হবে

২০১৪ সেপ্টেম্বর ২৪ ২০:০৬:০৪

সামনেই লম্বা ছুটি। ঈদ ও পূজা এক সঙ্গে হওয়াতে বেশ লম্বা ছুটি পাবেন কর্মজীবীরা। আর এই ছুটিতে ঘুরে আসতে পারেন পাশের দেশ ভারতে। কথিত আছে এক ভারত পুরোটা ঘুরে দেখলেই নাকি পৃথিবীর সব মহাদেশ ঘোরার আমেজ পাওয়া যায়।

ইতিহাস আর ঐতিহ্যের সম্মিলনসহ দেশটিতে রয়েছে অসংখ্য মোহনীয় পর্যটন স্পট। সাধ ও সাধ্যের মধ্যেই দেখতে পারবেন নদী, সমুদ্র, পাহাড় আর মরুভূমির নজর কাড়া দৃশ্য। সেই সঙ্গে ভারত অধ্যুষিত ভূস্বর্গ কাশ্মীরও।

পর্যটকদের জন্য ভারতের ভিসা সংক্রন্ত তথ্য উপস্থাপন করা হলো।

আবেদনের আগে

ভারতীয় ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হয়। ভিসা আবেদনের বেশ কিছু তথ্য http://www.ivacbd.com সাইটে পাওয়া যাবে। এ ছাড়া http://www.hcidhaka.org ওয়েব সাইটের বাম পাশে ‘Guidelines for filling Online Visa Application Form’ এবং FAQ on Online Visa বিভাগে ক্লিক করে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন আগ্রহীরা।

আবেদন প্রক্রিয়া

প্রথমে http://passport.gov.in/visaindia/ ঠিকানায় প্রবেশ করলেই একটি আবেদন ফরম আসবে। প্রয়োজনীয় সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করে save and continue বাটনে ক্লিক করতে হবে।

এরপর সয়ংক্রিয়ভাবে আরো দুটি ফরম আসবে। একইভাবে ফরম দুটি পূরণ করে save and continue বাটনে ক্লিক করতে হবে।

এখানে বলে রাখা ভালো, অনলাইনে ফরম পূরণের পাসপোর্ট অনুযায়ী যাবতীয় তথ্য এবং কোনো ধরনের ভিসা (ট্যুরিস্ট, মেডিকেল কিংবা ব্যবসা) কতদিনের ভিসা, কোন রুটে যাবেন, ইন্ডিয়ান একজনের রেফারেন্স এবং হোটেলের তথ্য পূরণ করতে হবে।

ফরমটি সঠিকভাবে পূরণ করার পর উপরে থাকা অস্থায়ী আইডি নম্বরটি অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং ফরম পূরণ হলে একটি ফাইল নম্বর দেওয়া হবে। যা দিয়ে পরবর্তী প্রসেসিং যেমন ফাইলটি প্রিন্ট করতে কাজে লাগবে।

এই কাজগুলো খুব সহজ কিন্তু কিছুটা সমস্যায় পড়তে হবে ভারতীয় হাইকমিশনে অ্যাপয়েন্টমেন্টের তারিখ পেতে। কারণ সাধারণত চাইলেই এই তারিখ পাওয়া যায় না।

সংরক্ষিত অস্থায়ী আইডি নম্বর, ফাইল নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে অ্যাপয়েন্টমেন্টের তারিখ পেতে বারবার চেষ্টা করতে হবে।

অ্যাপয়েন্টমেন্টের তারিখ পাওয়ার পর পূরণ করা ফাইলটি প্রিন্ট করে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্দিষ্ট তারিখে ভিসা অফিসে যোগাযোগ করতে হবে।

ভিসার জন্য ঢাকার ভারতীয় হাইকমিশন, রাজশাহী ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভিএসি) আবেদন জমা দিতে হবে।

বিষয়: বিবিধ

১৫৩৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268949
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৯

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 8870

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> লিটুয়ারা লিখেছেন : ভারতের মত এত গরিব রাষ্ট্রে যাওয়ার দরকার কি?
268950
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৯
আফরা লিখেছেন : একবার গিয়েছিলাম কলকাতা থেকে ট্রেনে দীল্লি যাচ্ছিলাম রাত শেষে সকাল বেলা ট্রেনের জানালা দিয়ে বাহিরে তাকিয়েছি যা দেখলাম তা বলব না ।
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২১
212716
শিশির ভেজা ভোর লিখেছেন :

এটা ছাড়া তো অন্য কিছু হওয়ার কথা নয়। Big Grin Big Grin Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৪
212721
আফরা লিখেছেন : Fantastic ভাইয়া আপনি এত্ত পাজ্জি !
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০২
212746
শিশির ভেজা ভোর লিখেছেন : তুমি যেটা দেখেছো সেটা এটা কিনা বলো? Smug সত্য কথা বললে পাজ্জিই হওয়া লাগে Sad
268989
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১৩
ফেরারী মন লিখেছেন : অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি বিষয় তুলে ধরার জন্য। বহির্বিশ্বে যাওয়ার সুযোগ হয়নি কখনো হলে কাজে লাগবে। Rose Rose
269045
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০০
এলিট লিখেছেন : লিঙ্কটা ভুল দেওয়া আছে। ওটা ভারতের পাসপোর্ট এর আবেদন করার ওয়েব সাইট। ভারতীয় ভিসার সঠিক লিঙ্ক হল - http://indianvisaonline.gov.in/visa/ । এই পদ্ধতিটি বাংলাদেশীদের জন্য বানানো হয়নি। এই পদ্ধতিটি বানানো হয়েছে সারা দুনিয়ার জন্য। এমন পদ্ধতি চালু হয়েছে অন্তত ৪-৫ বছর আগে। তবে যারা নতুন দেখছে তাদের কাছে একটু খটকা লাগাটা স্বাভাবিক। ভিসার পদ্ধতিটি দেখে জটিল মনে করার কোন কারন নেই। অনলাইনে ফর্ম পুরন করলে একটা তারিখ পাওয়া যায়। ওই তারিখে একই ফর্ম প্রিন্ট করে জমা দিতে হয়।
শুধু ভারত নয়, সব দেশই চায় অন্য দেশের লোকেরা সেদেশে গিয়ে টাকা খরচ করে আসুক। ভারতীয়রা আমাদেরকে ওদের দেশে যেতে দিতে চায় না - এই কথাটা ঠিক নয়। বাংলাদেশের বিভিন্ন ক্ষতি সাধনে ভারতের অবদান রয়েছে। তবে সবকিছুতেই তাদের দোষ খোজাটা বোকামী।
270119
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০৩
আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে নিউ লিঙ্ক দেয়ার জন্যে।
আপনারা এত ঞ্জানী তাইতো প্রতিদিন বর্ডারে এত বাংলাদেশী হত্যা করে দুঃখ করে কান্নাকাটি করেন।
সত্যিই আপনারা অনেক সমস্যা সমাধান দিচ্ছেন।
আপনাকে আবার ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File