পাঠ্যপুস্তকে ‘রাজনীতি’ নামে অনুচ্ছেদ নাই কেন?

লিখেছেন লিখেছেন আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর ০৬ জুন, ২০১৪, ০৪:০০:১৯ রাত

দেশের স্কুল,কলেজের পাঠ্যপুস্তকে রাজনীতির উপরে শিক্ষার কোন বিষয়বস্তু থাকলে ভাল হত কারন আজকের ছোট ছেলে-মেয়েরাই আগামীদিনের বড় রাজনীতিবিদ।স্কুল গোলুতে রাজনীতি বিষয়ে পড়ালে রাজনীতিবিদদের মাঝে আদর্শ নীতি খুঁজে পাওয়া যেত।আজকের রাজনীতিবিদদের সেই শিক্ষা নাই বলে সম্পদ আর ক্ষমতার লালসায় তারা একে অপরকে খুন করছে এমনকি নিজেদের দলীয় লোকদেরকেও।যার ফলাফল দেখছি নুরহুসেন আর নিলাদের মাঝে।সমাজে অনেক নুরহসেন আর নিলা আছে যারা মাদক ব্যাবসা করে আর রাজনীতি করছে।সরকারি দল –বিরোধীদল সব দলেই আছে মাদক ব্যাবসায়ি, বড় বড় রাজনিতিবিদদের হাতে রেখে ওরা ব্যাবসা চালাচ্ছে।দলের কর্তারা ঐ ধরনের রাজনীতিবিদদের কাছে নত থাকেন টাকা আর অন্যান্য সহায়তার জন্য।তাই তারা মনে করেন ওদের মানে নীচের লেবেলের রাজনীতিবিদদের মাদক ব্যাবসার সুযোগ দেয়া উচিত যেহেতু ওরা দলে অর্থসংস্থান করে।তাই নুরহসেন-নীলাদের চিরতরে শেষ করা যাচ্ছে না,আর মাদক বেবসাও বন্ধ হচ্ছে না।সমাজে আমাদের সন্তানেরা নেশাখোর হয়ে টাকার জন্যে নানা অপরাধ করে বেরাচ্ছে।দেখুন রাজনীতিবিদরা কিভাবে আমাদের দেশের ভবিষ্যৎ বিনাশ করে দিচ্ছে।কিন্তু উনারা জনগনের ভোটে নির্বাচিত হয়ে জনগনের টাকা থেকে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিচ্ছেন।এত কিচ্ছুর পরেও উনাদের আর লাগে তাই মাদক বিক্রেতাদের উনারা আশ্রয় প্রশ্রয় দেন আবার রাজনীতি করার সুযোগ দেন।তাই বলা যায়,যে কোন দলের রাজনীতিবিদরাই আমাদের দেশের সঙ্গে বেঈমানি করছেন।দেশের জনগনকে রাজনীতবিদদের ব্যাপারে সচেতন হতে হবে।

বিষয়: বিবিধ

১০৪৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231246
০৬ জুন ২০১৪ রাত ০৪:২৫
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
231307
০৬ জুন ২০১৪ সকাল ১১:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রাজনিতি থেকে মানুষকে দুরে রাখাই রাজনিতিবিদ দের জন্য লাভজনক।
231418
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
নূর আল আমিন লিখেছেন : কথাডা মন্দ না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File