BNP ভারতের BJP কাছে ধরা কেন?
লিখেছেন লিখেছেন আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর ২৮ মে, ২০১৪, ০৩:০৮:৪৩ রাত
এখন দেখছি দেশের বড় ২ দলই ভারত মুখী।তারমানে ভারত ছাড়া বাংলাদেশের রাজনীতিবিদদের কোন ভরসা নাই।ক্ষমতায় যেতে হলে চাই ভারত সাহায্য,তাহলে দেশের জনগণের ভোটের কি প্রয়োজন?আওয়ামীলীগ তো ভোট ছাড়াই নির্বাচন করে দেশ চলাচ্ছে।বিএনপিও সামনে তাই করবে কারন আওয়ামীলীগ শেখাল।
খবর রটেছে বিএনপি থেকে নাকি বিজেপিকে মোটা টাকার নিরবাচনী সাহায্য দেওয়া হয়েছে,তারমানে বিএনপি ভীত শুধু জনগণের ভোটে ক্ষমতা পাওয়া যাবে না।ভয় পেয়ে আগেই ভারতের কাছে মাথা তল করল বিএনপি।দেশে কোন রাজনৈতিক দল থাকলো না আর যারা ভারতের কাছ থেকে নিজ দেশের স্বার্থ আদায় করতে পারবে।পারবে শুধু ক্ষমতা যাওয়ার স্বার্থ আদায় করতে।ভারত আমাদের কোন সুবিধা দিবে না কিন্তু তারা সব সুবিধা নিবে,এটা কোন বন্ধুত্তের পরিচয় না।যারা সীমান্তে নিরীহ বাংলাদেশীদের হত্যা করে উল্লাস করবে তাদের বন্ধু ভাবা বোকামী হবে।ভারত নদীর পানি আটকে দিচ্ছে,টিভি চ্যানেলগুলো ভারতে নিষিধ্য কিন্তু কই দেশের ২ দলের কেও পারেনি কোন কিছু ভারত হতে আদায় করতে।এমনকি ৩ বিঘা করিডর আদায় না করেই সারা দেশ করিডর হিসাবে দিতেও কোন রাজনীতি দলের আপত্তি নাই।ক্ষমতা পাওয়ার আশায় সব দলই ভারতকে শুধু দিয়েই যাবে। একসময় আওয়ামীলীগ,বিএনপি কোন দলকেই ভারত দেশে রাখবে না।সে খবর কি দেশের রাজনীতিবিদদের আছে?
বিষয়: বিবিধ
১০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন