সিকিম আর হায়দারাবাদ ভারতের পেটে বাংলাদেশকেও চায়--
লিখেছেন লিখেছেন আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর ২৩ মে, ২০১৪, ০২:০২:৩২ দুপুর
শেখ মুজিবর রহমানকে হত্যার আগে ১৯৭৫ সালের মে মাসে ভারত লেন্দুপ দর্জিকে দিয়ে সিকিম দখলে নিল।আর হায়দারাবাদ নিয়েছিল ১৯৪৮ সালে।বাংলাদেশকে কোনভাবেই মেনে নিতে পারছে না ৩২ লাখ বর্গ কিলোমিটারের বিশাল ভারত।১৯৭৫ সালে বাংলাদেশ সেনাবাহিনী সিকিম দখল দেখে উঠে পরে লেগেছিল দেশ রক্ষায়,তাইতো শেখ সাহেবকে সপরিবারে হত্যা।কিন্তু হত্যা না করেও ক্ষমতা নিত পারত।সামরিক অফিসারেরা মারাত্তক খারাপ কাজ করেই দেশ রক্ষা করেছিলেন।তাইতো হাসিনা আপু বাংলাদেশ সেনাবাহিনীকে কোনভাবে সইতে পারেন না আর তাই ভারতের সাহায্যে বিডিআর বিদ্রোহের নামে এত সেনা হত্যা।বাংলাদেশ নামের স্বাধীন দেশটি ভারতের ভিতরে হওয়াতে যেমনটি ছিল হায়দারাবাদ ভারতের খুব অসুবিধা হচ্ছে তাই যে করেই হোক অধিগ্রহন করে নিতে চায়।কিন্তু বাংলাদেশীরা যে করেই হোক দেশ রক্ষা করবে। স্বাধীন বাংলাদেশ সারা পৃথিবীর বাংলাভাষীদের গরব।১টা দেশই পাব দুনিয়াতে যা বাংলা ভাষার নামে রাখা আছে,তাই প্রান দিয়ে হলেও বাংলাদেশ রক্ষা করবই ইনশাল্লাহ।ভারতের পরাধীন বাঙ্গালীরা স্বাধীন বাংলাদেশকে সয্য করতে পারে না কারন ওরা আজো পরাধীন আর বাংলাদেশ নামের স্বাধীন দেশটি মেনে নিতে পারছে না।তাই পরাধীনতার নানা ধরনের ষড়যন্ত্র চলছে আর স্বাধীনতাপ্রিয় বাংলাদেশীরা তা রক্ষা করবে যে করেই হোক।
বিষয়: বিবিধ
১১৭৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ স্বাধীনতা রক্ষা করতে পারবে , কিন্তু পরনির্ভরশীলতার স্বভাব থেকে কি বের হয়ে আসতে পারবে ?
ভাল্লাগছে ।
মন্তব্য করতে লগইন করুন