বাকিরা গেল কোথায়!!!!!!!!!!!!!!!!!!!
লিখেছেন লিখেছেন সত্যবাদী সৈনিক ১৯ মে, ২০১৪, ১২:০২:১৮ রাত
লঞ্চ ডুবিতে শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনা আমাদের মিডিয়ার বেশীরভাগ অংশের গায়ে আঁচ লাগেনী। মোদী বন্দনার আবিষ্টতা কাটছেই না। এদিকে চারিদিকে লাশ আর লাশ। আমাদের করিতকর্মা মিডিয়ার একটি অংশ সচেতনভাবে এই মর্মান্তিক দুর্ঘটনাকে গায়েব করে দিচ্ছে বা দিতে চাচ্ছে। এমভি মিরাজ-৪ এ মোট ৩৬৫ জন যাত্রীর মধ্যে মাত্র ৫৪ লাশ এবং ৫০ জনের মতো জীবিত মানুষ উদ্ধার হল। এর অর্থ হলো আড়াইশরও বেশী মানুষের খবর আমরা জানি না। নদী পাড়ের অসংখ্য মানুষের আহাজারী বাতাস কে ভারী করে তুলছে।
বিষয়: বিবিধ
১০০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন