ব্যাপারটা খুব ধোয়াশা

লিখেছেন লিখেছেন এনামুল হক মানিক ২৭ ডিসেম্বর, ২০১৪, ০৯:১২:০১ রাত



চারিদিকে সবাই চুপ

মা জননী কাঁদে খুব

তেইশ ঘন্টা চলতে থাকে চেষ্টা

জেগে থাকে যেনো পুরো দেশটা।

অবশেষে লাশ আসে

পুরোদেশ শোকে ভাসে

জিহাদ তুমি চলে গেছো দূরে

কাঁন্না করছে সবাই করুণ সুরে।

এ কী করলো ওয়াসা

ব্যাপারটা খুব ধোয়াশা

খোলা কেনো থাকলো পাইপের মুখটা

ক্ষোভে সবার ফেটে যাচ্ছে বুকটা ।

বিষয়: সাহিত্য

১২৯১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297560
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এই দেশে কোন জিনিসটা সিরিয়াসলি দেখা হয়? মানুষের দাম কতটা কমে গেলে এমন হয়। এর পরও কেউ পদত্যাগ করবে না।
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০৬
240949
এনামুল হক মানিক লিখেছেন : ২৩ ঘন্টা উদ্ধারকার্য চালানোর পর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘোষণা করলেন পাইপের ভিতরে কোনো মানুষের অস্তিত্ব নেই এবং তারা উদ্ধার অভিযান সমাপ্ত করলো। তাহলে জুস কে খেয়েছে এবং কে বললো আমি রশি ধরতে পারছিনা । অথচ ২০ মিনিট পরেই মৃত অবস্থায় জিহাদকে উদ্ধার করা হলো। এখন কাকে কী বলবো !
297563
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৩৩
রফিক ফয়েজী লিখেছেন : কে মরল কে বাচলো তাতে কর্তা ব্যাক্তিদের কী আসে যায়।নিজের সব ঠিক থাকলেই হলো।
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০৮
240951
এনামুল হক মানিক লিখেছেন : নিজে বাঁচলেই যে বাপের নাম।
297565
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৪০
শেখের পোলা লিখেছেন : আপনি বাঁচলে বাপের নাম৷
সরকার পক্ষের এটাই কাম৷
যাকনা মরে জনগন,
কাঁদবেনাতো ওদের মন৷
এমন রাজা নিপাত যাক,
সকল প্রজা শান্তি পাক৷
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০৮
240952
এনামুল হক মানিক লিখেছেন : শেয়ার করার জন্য ধন্যবাদ শেখের পোলা।
297571
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪০
শাহ আলম বাদশা লিখেছেন : কী বলবো ভাষা নেই?
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১০
240953
এনামুল হক মানিক লিখেছেন : ঠিক বলেছেন বাদশা ভাই, আমরা আজ দুঃখে-ক্ষোভে ভাষা হারিয়ে ফেলেছি।
297576
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কুয়াশাচ্ছন্ন শিতে ধোঁয়াশা হতেই পারে!!!
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১১
240954
এনামুল হক মানিক লিখেছেন : হতেই পারে। হয়ে গেছে।
297593
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৪৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এখানে এখন সবচেয়ে সস্তা মানুষের প্রাণ। এখানে এখন খুব সহজে পাওয়া যায় মানুষের লাশ। এখানে এখন নিরন্তর বয়ে চলে রক্তের বন্যা।
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫১
240966
এনামুল হক মানিক লিখেছেন : এখানে এখন আল্পনা আঁকে মিথ্যার মায়াজাল
বেদনাবিধূর-ঘটনাবহুল আজ প্রতিটি সকাল ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File