কী হলো যে আহা সুন্দরবনে

লিখেছেন লিখেছেন এনামুল হক মানিক ২১ ডিসেম্বর, ২০১৪, ০৭:১৬:১৮ সন্ধ্যা



রেগে বলেন আম্বর আলী মামায়

জবাবটা কেউ দিচ্ছেনা তো আমায়।

কী হলো যে আহা সুন্দরবনে

ভাবতে গেলে ব্যথা লাগে মনে !

পাখিগুলো যাচ্ছে দূরে উড়ে

গাছগাছালি গেলো জ্বলে-পুড়ে।

হরিণ-বানর আহাজারী করে

মৌমাছিরা কেঁদেকেঁদে মরে!

হঠাৎ করে কোন্‌ যে দানব এসে

তেলের বোতল ঢালে হেসেহেসে!

বনটা পুড়ে কার কী লাভ এতে

ষড়যন্ত্রে উঠলো কারা মেতে ?

দেশটা নিয়ে যারা খেলা খেলে

সুন্দরবন ভাসায় তারাই তেলে ?

এসব কথার জবাব দিতে হবে

আম্বর আলী শান্ত হবে তবে।

*ছবি: ইন্টারনেট থেকে

বিষয়: বিবিধ

১১৭৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296265
২১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমরা এভাবে একদিন শেষ হয়ে যাবো।
২৩ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১৬
240240
এনামুল হক মানিক লিখেছেন : সহমত। শুভেচ্ছা নিরন্তর।
296324
২২ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫৭
সজল আহমেদ লিখেছেন : বাঙ্গালী এবার অক্সিজেন নয় রামপালের বিদ্যুত্‍ দিয়ে শ্বসনকার্য সম্পাদন করবে।
২৩ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১৬
240241
এনামুল হক মানিক লিখেছেন : ঠিক বলেছেন সজল ভাই। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File