দেবো না একইঞ্চি
লিখেছেন লিখেছেন এনামুল হক মানিক ১১ ডিসেম্বর, ২০১৪, ১০:৩৮:৩২ রাত
আমার দেশের মাটি
সোনার চেয়ে খাঁটি।
দেশটা তোমার আমার
তাঁতী কুমার কামার।
মিলেমিশে আছি
কৃষাণ মুজুর চাষী।
মৌমাছিরা আসে
ফুলপাখিরা হাসে।
কোকিল ডাকে গাছে
ফড়িংগুলো নাচে।
ডাহুক ডাকে সুরে
মন চলে যায় দূরে।
কিন্তু কিছু দালাল
করতে টাকা হালাল
ভিন্দেশীদের ডাকে
ষড়যন্ত্রও আঁকে ।
আসছে ওরা তেড়ে
নিতে সম্পদ কেড়ে।
এদেশ আমার দর্প
ওরা হলো সর্প;
কেউ যে সাজে ওঝা
যায়না তাদের বোঝা।
কেউতো আছে ঘুমে
পরের কদম চুমে।
রুখে দিতেই হবে
তবেই সফল তবে।
দেশটা তোমার আমার
ছোট-বড় সবার।
রক্ত দিয়ে কিন্ছি
দেবো না একইঞ্চি।
বিষয়: সাহিত্য
৮৪৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন