খাচ্ছে শুধু খাচ্ছে
লিখেছেন লিখেছেন এনামুল হক মানিক ০৮ ডিসেম্বর, ২০১৪, ০৬:৫৫:১৯ সন্ধ্যা
খাচ্ছে শুধু খাচ্ছে
কদম আলী খাচ্ছে
পেঁয়াজ রসুন আদা
ভেড়া ছাগল গাধা।
কাতলা মাছের মাথা
খোকা বাবুর ছাতা।
পুকুর জায়গা জমি
সাপের লালা-বমি।
খাচ্ছে শুধু খাচ্ছে
কদম আলী খাচ্ছে।
অর্থ টাকা-কড়ি
গরু বাঁধার দড়ি।
ছেঁড়া সেন্ডেল জুতা
পলিষ্টারের সুতা।
লুঙ্গি কাপড় জামা
লোহা দস্তা তামা।
খাচ্ছে শুধু খাচ্ছে
কদম আলী খাচ্ছে।
বুটের সাথে মুড়ি
নারীর হাতের চুড়ি।
মুলা বেগুন ভাজা
মাদক নেশা গাঁজা।
কাগজ কলম খাতা
ইতিহাসের পাতা।
খাচ্ছে শুধু খাচ্ছে
কদম আলী খাচ্ছে।
বিষয়: বিবিধ
৯৩৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন