আনচান করে মন
লিখেছেন লিখেছেন এনামুল হক মানিক ৩০ অক্টোবর, ২০১৪, ০৭:১১:২৮ সন্ধ্যা
গাঙচিল পাখা মেলে
দূরে ওড়ে যায়
ঝাউগাছ কেঁপে ওঠে
পুবের হাওয়ায়।
পানকৌড়ি ওড়ে আসে
ঝিলের ধারে
কাশফুল দোল খায়
নদীর পাড়ে ।
মাছরাঙা বসে আছে
মাছের আশায়
মগডালে বসে টুনি
পুচ্চ নাচায় ।
ওই দূর নীলাকাশে
সাদামেঘের ভেলা
ভেসেভেসে সারাদিন
করে শুধু খেলা ।
দূর থেকে ভেসে আসে
আজানের সুর
আনচান করে মন
যায় বহুদূর ।
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন