বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আপনি যা করতে পারেন
লিখেছেন লিখেছেন স্বপ্নচারী মুসাফির ০৫ জুন, ২০১৪, ০৩:৩২:৪৩ দুপুর
আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। এবারের শ্লোগান “Raise your voice, not the sea level”
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আপনি যা করতে পারেন-
১। আপনার কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারেন। যেমন গাড়িতে না উঠে সাইকেলে বা হেটে চলাচল করতে পারেন।
২। মার্কেটে যাওয়ার সময় প্লাস্টিক ব্যগের বদলে ইকো ব্যাগ কিংবা বাড়ি থেকে নিয়ে যাওয়া ব্যাগ ব্যাবহার করতে পারেন।
৩। গিফট দেয়ার সময় প্রথাগত র্যাপিং পেপারের বদলে পুরোন খবরের কাগজ ব্যাবহার করতে পারেন।
৪। ঘর ও অফিসের বিদ্যুৎ ব্যাবহার কমাতে পারেন।
৫। পরিবেশ দিবস উপলক্ষে একটা সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করতে পারেন।
৬। লোকদেরকে পরিবেশ বিপর্যয়ের কুফল সম্পর্কে বুঝাতে পারেন।
৭। বোতল এবং অন্যান্য বস্তু রিসাইকেল করতে পারেন।
৮। যে সব খেলাধুলা Environmental Causes কে প্রোমোট করে সেগুলোকে সাপোর্ট করতে পারেন।
৯। ভ্রমনের সময় Environmental Impact কমানোর চেষ্টা করতে পারেন।
১০। বৃক্ষরোপণ করতে পারেন।
১১। প্রাকৃতিক সম্পদকে wisely ব্যাবহার করতে পারেন।
১২। ময়লা আবর্জনার উৎপাদন কমাতে পারেন।
১৩। পরিবেশ বিপর্যয়, গ্লোবাল ওয়ার্মিং এবং সী লেভেল রাইজিং সম্পর্কে ফেসবুকে ও সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করতে পারেন।
#WED2014 #WorldEnvironmentDay
সংগৃহিত
বিষয়: বিবিধ
১১১৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন