মালয়েশিয়ার পর ক্যাডবেরি চকলেটে শূকরের ডিএনএর অস্তিত্ব পরীক্ষা চালাচ্ছে সৌদি আরবও

লিখেছেন লিখেছেন স্বপ্নচারী মুসাফির ০১ জুন, ২০১৪, ১০:৪৬:৪৪ রাত

মালয়শিয়ার পর সৌদি আরব কর্তৃপক্ষও ক্যাডবেরির

চকলেট পরীক্ষা করছে। কিছুদিন

আগে মালয়শিয়া কর্তৃপক্ষ ক্যাডবেরির ডেইরি মিল্ক

চকলেটে শূকরের ডিএনএ পায়, যা মুসলমানদের জন্য

হারাম বলে গণ্য।

এর পর পরই সৌদি কর্তৃপক্ষ ক্যাডবেরির

চকলেটের কিছু নমুনা বাজার থেকে সংগ্রহ

করে পরীক্ষাগারে পাঠায়।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা-এসপিএ

বিষয়টি নিশ্চিত করেছে।

এসপিএ জানায়, স্থানীয় বাজার থেকে সৌদি আরবের

খাদ্য এবং ওষুধ বিষয়ক সংস্থা এসএফডিএ বেশকিছু

চকলেট সংগ্রহ করেছে। এখন

সেগুলো পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

“মালয়েশিয়াতে যে চকলেটের মধ্যে শূকরের

ডিএনএ পাওয়া গেছে তা এসেছে মূলত মিশর

এবং যুক্তরাজ্য থেকে।”

এসপিএ আরো জানায়, ইসলামে শূকরের মাংস

কঠোরভাবে নিষিদ্ধ। যার কারণে মালয়েশিয়ায়

ক্যাডবেরিতে শূকরের ডিএনএ পাওয়ার

সংবাদে ইতোমধ্যেই বেশকিছু মুসলিম গ্রুপ এই

চকলেট কোম্পানির সব পণ্য বর্জনের ডাক

দিয়েছে। শুধু তাই নয়, ক্যাডবেরি কোম্পানির

হয়ে দেশে যে কোম্পানিটি কাজ করে সেই

কোম্পানিটিকেও বর্জনের ডাক দেয়া হয়েছে।

এদিকে মালয়েশিয়ার ইসলামিক উন্নয়ন সংস্থার

নির্বাহী প্রধান ওথমান মুস্তাফা সাংবাদিকদের

জানিয়েছেন, সাধারণ মানুষকে বুঝতে হবে,

আমরা ওই ক্যাডবেরি কোম্পানির বিরুদ্ধে এখনই

কোনো পদক্ষেপ নিতে পারি না। কারণ পদক্ষেপ

নিতে গেলে আমাদের হাতে শক্ত সাক্ষ্য প্রমাণ

থাকতে হবে।

এদিকে ক্যাডবেরি মালয়েশিয়া এক

বিবৃতিতে জানিয়েছে, তারা অভিযুক্ত দুটি পণ্য বাজার

থেকে তুলে নিয়েছে। আমাদের সব পণ্যেই

শূকরের ডিএনএ আছে এই কথাটা ঠিক নয়। আর

আমরা তো হালাল পণ্যের পক্ষেই অবস্থান

নিচ্ছি সবসময়

সুত্র: banglanews24.com



বিষয়: বিবিধ

১১৯৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229266
০১ জুন ২০১৪ রাত ১০:৪৯
শাহ আলম বাদশা লিখেছেন : কী দুঃখজনক!! নিন্দা ও প্রতিবাদের ভাষা নেই!!
০১ জুন ২০১৪ রাত ১০:৫৩
175955
স্বপ্নচারী মুসাফির লিখেছেন : আমারও একই অবস্থা। প্রথম কমেন্টের জন্য ধন্যবাদ
০১ জুন ২০১৪ রাত ১০:৫৩
175956
স্বপ্নচারী মুসাফির লিখেছেন : আমারও একই অবস্থা। প্রথম কমেন্টের জন্য ধন্যবাদ
229298
০২ জুন ২০১৪ রাত ১২:১৩
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বস। বিবি তালাকের ফতোয়া খুঁজেছি কুরান-হাদিস চষে৷
০২ জুন ২০১৪ সকাল ০৯:৫৬
176064
স্বপ্নচারী মুসাফির লিখেছেন : কিয়ের মধ্যে কি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File