মাজহাব !!!!
লিখেছেন লিখেছেন কাজী মুহিব্বুল্লাহ ০৯ জুন, ২০১৪, ১২:৩০:১৭ দুপুর
ফিকাহ শরিয়তের উসুল বা মূল বিষয় নায় ,বরং ফুরুও বা শাখা শাখা প্রশাখার বিষয় যা মানুষের কর্ম প্রচেষ্টার ফল । এ ক্ষেত্রে মত পার্থক্য শুধু জায়েজই নয় বরং তাকে উম্মতের জন্য রহমত সরূপ বলা হয়েছে। তাই চার ইমাম,আহলে হাদিস এবং পরবর্তী যেকোনো ফকিহ দের ইসতিনবাত বা ইজতিহাদের ইত্তিবা(অনুসরণ ) করা যেতে পারে,একজন মোসলমান যার মতকে সঠিক হওয়ার ব্যাপারে যথার্থ মনে করবে তাকাই অনুসরণ করবে । শুধু আহলে হদিসরাই সঠিক বাকী সবাই গোমরা ,বা শুধু হানাফিরাই সঠিক বাকী স বাই গোমরা, অথবা নবী (সা একজন তাহলে মাজহাব একাধিক কেন হবে ? এ জাতীয় চিন্তা বা প্রশ্ন ইসলামি ঐতিহ্যে নতুন ,এবং ইসলামি ফিকাহ বা ফিকাহ সাস্ত্রের ইতিহাস সম্পর্কে কম জানার ফল। চার ইমাম এবং আহলে হাদিস সকলে মিলেই আহলে সুন্নাহ ওয়াল জামায়াত (শিয়্যাহ এবং খারেজী বাদে,তারাও মোসলমান ) ।ভুলে গেলে চলবে না চার ইমামকে বাদ দিয়ে পঞ্চম কোন ব্যক্তি বা সমষ্টির ইজতিহাদ কে আপনি যদি অনুসরণ করেন তবে আপনি পঞ্চম মাজহাবের অনুসরণ কারি। এভাবে মাজহাব বারতেই থাকবে তাতে ইসলামের সমস্যা হওয়ার কথা না ,কিন্তু সমস্যা দেখা দেয় যখন কোন ব্যক্তি কোন এক মাজহাব কে দীনের চূড়ান্ত সত্য ঘোষণা করে বাকীদেরকে দীনের বাইরে মনে করে ,আর এরাই অন্ধ তাকলিদ পন্থি । অনেক সময় আহলে হাদিসের ভাইয়েরাও এ ভুলটি করেন ।
{"এ ব্যাপারে শেখ ইউসুফ আল-কারদাভীর (كيف نتعامل مع التراث = উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জ্ঞান ভাণ্ডার এর সাথে আমাদের ব্যবহার বিধি বা আচরণ বিধি ) বইটি সকল ভুল ধারনা দূর করতে সক্ষম হবে বলে আমার ধারনা ।}
বিষয়: বিবিধ
১৩১৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফিকহ শাস্ত্রের অবদান অনস্বীকার্য। তবে এর অনুসরণ করা যাবে শর্তসাপেক্ষে।
১। যে বিষয়ে কুরআন হাদীসে সুস্পষ্ট দ্ব্যর্থহীন বক্তব্য আছে সে বিষয়ে ফিকহ শাস্ত্র অনুসরণ করা যাবেনা। শুধুমাত্র এখতেলাফপূর্ণ বিষয়ে ফিকহ শাস্ত্র অনুসরণ করা যাবে।
২। ফিকহ শাস্ত্রের কোনো বক্তব্য/ব্যাখ্যা কুরআন হাদীসের বিরোধী হলে সেটা অবশ্যই বাদ দিতে হবে।
আরেকটি বিষয়, রাসূলুল্লাহ(সা) এর হাদীস সংকলনের ক্ষেত্রে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসগণ এর প্রচুর সময়, শ্রম ও চেষ্টা সত্ত্বেও হাদীস জাল করা হয়েছে। হাদীসের নামে জালিয়াতি করা হয়েছে। কিন্তু চার ইমামদের বক্তব্যের বিশুদ্ধতা রক্ষার বিষয়ে হাদীসের মত চেষ্টা ছিলনা। সুতরাং ইমামদের নামে মিথ্যা কথা তৈরি করা জালিয়াতগণের পক্ষে খুব সহজ। সুতরাং বিষয়টি ভাবতে হবে। ইমামদের নামে প্রচলিত সব কথা ইমামদের -এমন অন্ধবিশ্বাস করা যাবেনা।
মন্তব্য করতে লগইন করুন