ইসলামী জ্ঞান গবেষণার প্রয়োগ পদ্ধতি

লিখেছেন লিখেছেন কাজী মুহিব্বুল্লাহ ২০ মে, ২০১৪, ০১:৩৮:৫১ রাত

ইসলাম প্রচলিত অর্থে একটা ধর্ম না,ইসলাম মহা বিশ্বের স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত হেদায়েত,মানব জীবনের সকল শাখা প্রশাখার জন্য এটা মূলনীতি আরবিতে যাকে বলা হয় মারজায়্যা বা মূল উৎস ,আর এ উৎস থেকে বাস্তব পরিস্থিতি এবং পর্যবেক্ষণ গত জ্ঞানের মাধ্যমে সমসাময়িক সমস্যার সমাধান করা মুসলিম বুদ্ধিজীবী এবং সমাজ বিজ্ঞানীদের দায়িত্ব, এই মূল উৎসকে বাদ দিয়ে শুধু মাত্র অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ গত জ্ঞান দিয়ে মানব জীবনের সমস্যা সমাধান করা সম্ভব নয় , আর এ ধরনের জ্ঞান কে আল্লাহ আন্দাজ অনুমান বলেছেন । পর্যবেক্ষণ জ্ঞানের সাথে ওহীর নির্দেশনার সমন্বয়ই হতে পারে একমাত্র সমাধান । ওহীর নির্দেশনা ছাড়া মানুষ যদি সব সমস্যা সমাধান করতে পারত তাহলে ওহী পাঠানোর কি দরকার ছিল । এজন্যই জ্ঞান গবেষণার ক্ষেত্রে secularization ই হচ্ছে মুসলিম উম্মাহর আজকের এই দুর্দশার জন্য সবচেয়ে বড় কারণ । আরও বিস্তারিত জানার জন্য এই প্রবন্ধটি পড়ার বিশেষ আবেদন রইলWavettp://goo.gl/zqu9KN

বিষয়: বিবিধ

১১১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File