সমকালীন পলিটিক্যাল ভাবনা

লিখেছেন লিখেছেন তাহির হক ১৩ মে, ২০১৪, ১২:৩৯:৪৪ দুপুর

একটি রাষ্ট্রের প্রধান কাজ হল জনগণের জানমালের নিরাপত্তা দেয়া, দেশের সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে দেশকে উন্নতি ও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া। যে রাষ্ট্র এ ক্ষেত্রে যত সফল সে রাষ্ট্র তত বেশী "সফল রাষ্ট্র"। আমাদের মাতৃভুমি বাংলাদেশ আজ এ দুই ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। উন্নত প্রযুক্তির অভাবে প্রাকৃতিক সম্পদ আহরণে আমরা সম্পূর্ণ বিদেশের উপর নির্ভরশীল। জান মালের নিরাপত্তার কথা আর নাই বা বললাম। দেশের RAB, Police, BGB সবাই আজ দেশের মানুষ মারতে ব্যস্ত। দেশের হর্তকর্তাদের মুখের ভাষা এমন যে জাতি হিসেবে বিদেশীদের কাছে আমরা নির্লজ্জ। তাহলে কি বাংলাদেশ "ব্যর্থ রাষ্ট্র " হিসেবে আভির্ভূত হবে বিশ্বের দরবারে ?

বিষয়: বিবিধ

৬৮৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221078
১৩ মে ২০১৪ বিকাল ০৫:১২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : এই ভাবনাই ভাবায় আমাকে নিত্যদিন। কোথায় যাচ্ছি আমরা। আমাদের গন্তব্যই বা কোথায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File