প্রথম আলোর চোখে ফিলিস্তিন ও হামাস প্রসঙ্গ:

লিখেছেন লিখেছেন এ এম এম নিজাম ২০ জুলাই, ২০১৪, ১০:৪৭:৫৩ রাত





আজকের (২০/০৭/২০১৪) প্রথম আলোর প্রথম পাতার প্রধান যে নিউজটা, 'ইসরায়েলের উন্মত্ততা চলছেই' শিরোনামে। চমৎকার একটি সূচনা করা হয়েছে নিউজটির- আহত শিশুর আর্তনাদ, সন্তানহারা মায়ের বুকফাটা কান্না কিংবা বিশ্বজুড়ে নিন্দার ঝড়....। নিউজটি আজ সকালে ঘুম থেকে উঠে পড়ছিলাম। একটু এগোলাম, দেখলাম নিউজটির দ্বিতীয় প্যারায় ইসরায়েলের চলমান 'উন্মত্ততা' বন্ধের দাবি জানিয়েছেন ফিলিস্তিনের....। এখানে উন্মত্ততা শব্দটিকে কোটেশনের মধ্যে দেয়া হয়েছে। কোন শব্দকে এভাবে কোটেশন চিহ্নের মধ্যে দেয়ার মাধ্যমে বুঝানো হয়, এই শব্দটির সত্যতা নিয়ে সন্দেহ আছে। তার মানে কী?? ফিলিস্তিনে উন্মত্ততা চালাচ্ছে না ইসরায়েল??? এক জায়গায় নয়, এরপর বেশ কয়েক জায়গায় ইসরায়েলি 'উন্মত্ততা' শব্দটিকে কোটেশন চিহ্নের মধ্যে দেয়া হয়েছে।

শুধু তাই নয়, নিউজটির মাঝামাঝি এক জায়গায় পাবেন ইসরায়েলি সেনাবাহিনী এক ফিলিস্তিনি জঙ্গিকে হত্যা করেছে। ওই জঙ্গিটি নাকি একটি মেশিনগান নিয়ে ইসরায়েলকে পাল্টা হামলা চালানোর চেষ্টা করেছিল। তাই তাকে জঙ্গি বলা হয়েছে।

আরেক জায়গায় বলা হয়েছে, উগ্রপন্থী সংগঠন হামাস। উল্লেখ্য, হামাস হচ্ছে ফিলিস্তিনের এমন এক সংগঠন যারা ইসরাইলকে অবৈধ রাষ্ট্র বলে আখ্যায়িত করে। তারা ইসরায়েলের সাথে কোন আপোসহীন চিরস্থায়ী সংগ্রামে লিপ্ত। এর কারণ, ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে, ফিলিস্তিনের ভূমি দখল করে। আজকের ইসরাইল মূলত একসময়ের ফিলিস্তিন। হামাসের এই যুক্তির সঙ্গে বিশ্বের বেশিরভাগ মুসলিমই একমত।

তাহলে প্রথম আলো কী করছে? ওদিকে ইসরায়েল বোমা মারছে নির্বিচারে। ইসরায়েল সন্ত্রাসী হামলা চালাচ্ছে ফিলিস্তিনে অস্ত্র নিয়ে, আর প্রথম আলো কী করছে, তথ্য সন্ত্রাস। চিন্তা করে দেখুন মাত্র একটি শব্দ দিয়ে মানুষের চিন্তাকে পরিবর্তন করে দেয়া সম্ভব। উন্মত্ততাকে কোটেশনের মধ্যে দিয়ে, হামাসের প্রতিরোধ যোদ্ধাকে জঙ্গি বলে, ও হামাসকে উগ্রপন্থী সংগঠন বলার মাধ্যমে অত্যন্ত সূক্ষ্মভাবে মানুষের চিন্তাকে প্রভাবিত করা হচ্ছে। এটি সাধারণ পাঠকের পক্ষে বুঝা অনেকটাই কঠিন। আমরা যারা সাংবাদিকতার ছাত্র তারা খুব সহজেই ধরে ফেলতে পারি বিষয়গুলো।

আর প্রথম আলোর এই সংবাদের ছবিটি খুবই মানবিক আবেদনসন্পন্ন। এক বাবা তার নিহত শিশুর লাশ কোলে হতবাক দাড়িয়ে আছেন। এই ধরনের ছবি দেখে যেকোন মানুষের মনে নাড়া দিবে। নিউজটির বেশিরভাগ জায়গাতেই ফিলিস্তিনেদের প্রতি সমবেদনা নিয়ে ও ইসরায়েলি হামলার বিরুদ্ধেই লেখা হয়েছে। এর কারণ, ব্যবসা। একটি পত্রিকা বা মিডিয়া কিন্তু কেবল 'মানবসেবা'ই করে না, ব্যবসাও করে। আর প্রথম আলো খুব ভালো করেই জানে, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট কেমন? বাংলাদেশের প্রায় সব মানুষই ফিলিস্তিনের প্রতি সমবেদনাশীল। তাই তারা মোটাদাগে কাজটি না করে অত্যন্ত সূক্ষ্মভাবে কাজটি করছে। মোটাভাবে করতে গেলে ধরা পড়ে যাবে, তাই। তারা মানুষের চোখকে ফাঁকি দিয়ে ঠিকই মানুষের মনের ভিতরে ঢুকে যাচ্ছে অত্যন্ত সুকৌশলে, কিছু শব্দ ও শব্দমালা দিয়ে।

বিষয়: বিবিধ

১৫৩৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246493
২০ জুলাই ২০১৪ রাত ১১:০১
চিরবিদ্রোহী লিখেছেন :
২০ জুলাই ২০১৪ রাত ১১:০৩
191359
এ এম এম নিজাম লিখেছেন : প্রথম আলু আসল তুমি কার খালু? ধন্যবাদ মন্তব্য করার জন্য।
246501
২০ জুলাই ২০১৪ রাত ১১:২৭
গ্রামের পথে পথে লিখেছেন : প্রথম আলো তা হলে কি লিখবে? আপনার মত গন্ডমূর্খের সাথে হামাস, হামাস করবে? হামাসের জেহাদি জোশ, উস্কানি শুধু ফিলিস্তিনিদের জন্য দূর্গতিই বয়ে আনবে। প্যালেস্টাইনিরা শান্তি চাইলে তা আজই হতে পারে। তার আগে ইহুদীদের নিয়ে কোরান-হাদীসের বস্তাপঁচা বুলি ঝেড়ে ফেলে দিন। সুলতান সালাহউদ্দিনের আরব্য রজনী ভুলে যান। মাহমুদ আব্বাসের নেতৃত্বে শান্তি আলোচনায় বসুন। অতপর- জ্ঞান বিজ্ঞান চর্চা করে ইহুদীদের সমকক্ষ হতে চেষ্টা করেন।
২০ জুলাই ২০১৪ রাত ১১:৫১
191371
এ এম এম নিজাম লিখেছেন : আমার গুনধর জ্ঞানী ভাই আপনি তো দেখছি খুবই ভালই বুঝেন। দেখছি জ্যোতিষির কাজটা খুব ভালই জানা আছে। তবে একটি বিষয় নিশ্চিত যে, জ্যোতিষির কাজ আপনার ভাল জানা থাকলেও ইসরাঈল এবং ফিলিস্তিনের সমস্য নিয়ে যে আপনার জ্ঞান হাঁটু তা আপনার জানা নেই। ও আরেকটি বিষয় আপনি যে অতি অল্প সময়ে শান্ত প্রিয় বাংলাদেশে একটি অশান্তি সৃষ্টি করতে পারবেন তার প্রকৃষ্ঠ উদাহরণ নিশ্চয় আপনার মন্তব্যেই আছে। সুতরাং মন্তব্য করার ক্ষেত্রে গঠন মূলক মন্তব্য করুন।
246527
২১ জুলাই ২০১৪ রাত ০২:০২
দিশারি লিখেছেন : ভালো লাগলো
246649
২১ জুলাই ২০১৪ সকাল ১১:০৭
বেআক্কেল লিখেছেন : প্রথম আলুর প্রধান যে হেই তো ইস্রায়েল আর পাশের দেশের মালাউন দের বেতন ভুগী দালাল। হের জন্যও দিন আইতেছে, সকাল বিকাল কারো এক রকম যায় না।
252997
১০ আগস্ট ২০১৪ রাত ০৯:৫১
সজল আহমেদ লিখেছেন : মুতি চুতির বান্দির পুতের রাম বাম পত্রিকা এর চাইয়া কি ভাল লিখবে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File