রাক্ষুস, হায়না, বেনিয়া

লিখেছেন লিখেছেন এ এম এম নিজাম ২০ জুলাই, ২০১৪, ০৪:১৫:৫৩ বিকাল

আমি রাক্ষুস দেখেছি যবে

তুমি ভেবেছ কি আমি ভয় পেয়েছি তবে?

নাহ! রাক্ষুস আমায় ভয় দেখায়নি

আমায় ভয় দেখিয়েছে মানবতাহানি।

মীরজাফর ইংরেজ বেনিয়া পাকিস্তানী জিন্না

এরা কেউ বেঁচে নেই, আছে শুধু ঘৃণা

হাজার রাক্ষুস ছিল যাদের উদরে

যাদের জীবন যাপন ছিল ভূঁতুড়ে।

নাহ! রাক্ষুস নয় তারা, তারা হায়েনা

মনুষ্য জাতি এদের ভয় পায়না।

নব্য রাক্ষুস খাচ্ছে মানুষ ইচ্ছে যত ভূঁড়ি

আর কত খাবি না হয় পাঁচ কুড়ি

মানবতা আজ তাদের হাতে হচ্ছে চুরি

সময়ে আবার ঘুরে ফিরে আসবে ঐ দিনগুলি

নাহ! এরাতো রাক্ষুস নয়, নয়তো হায়েনা

সত্যি এরা নব্য যুগের নতুন বেনিয়া

বিষয়: বিবিধ

১৯২৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246291
২০ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৪
দিশারি লিখেছেন : অসাধারণ।
২০ জুলাই ২০১৪ রাত ১০:৪৩
191344
এ এম এম নিজাম লিখেছেন : ধন্যবাদ
246297
২০ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪৭
মহিলা কর্ণার লিখেছেন : চমৎকার লিখেছেন।
২০ জুলাই ২০১৪ রাত ১০:৪৪
191346
এ এম এম নিজাম লিখেছেন : ধন্যবাদ
246366
২০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
হতভাগা লিখেছেন : এইটা কি ছবি দিছেন ভাই ?
২০ জুলাই ২০১৪ রাত ১০:৪৪
191345
এ এম এম নিজাম লিখেছেন : কেন আপনার পছন্দ হয়নি?
২১ জুলাই ২০১৪ সকাল ০৮:২৯
191474
হতভাগা লিখেছেন : না ভাই , একটা যুতসই ছবি দেন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File