কি তার অপরাধ
লিখেছেন লিখেছেন এ এম এম নিজাম ২০ জুলাই, ২০১৪, ০১:৫৬:২৯ রাত
কি তার অপরাধ জানো কি
তোমরা কেউ?
কি কারণে রক্ত তার
খেলে যাচ্ছে ঢেউ?
পৃথিবীতে আসতে চেয়ে
করেছে সে কি ভুল?
আসতে না আসতেই
হারাতে হয়েছে দুনিয়ার কূল।
রক্তচোষার রক্তচক্ষু দেখেছে যে মাতৃগর্ভে
বুলেটের আঘাত নিয়েছে তাকে মাটিরগর্ভে
কি তার অপরাধ জানো কি
তোমরা কেউ?
কি কারণে রক্ত তার
খেলে যাচ্ছে ঢেউ?
ক্ষমতার দ্বন্দ আর জালিমের শোষণ
কেড়ে নিল মায়েদের লজ্জা আর ভূষণ
শিশুদের বুক আর মায়েদের মুখ
রক্ত মাখা বুলেট আজ কেড়ে নিল সুখ
কি তার অপরাধ জানো কি
তোমরা কেউ?
কি কারণে রক্ত তার
খেলে যাচ্ছে ঢেউ?
হায়নার থাবা আর পিচাশের দৃষ্টি
কেড়ে নিল সভ্যতা ও তার অপার সৃষ্টি
জলিমের কালো হাত আজ রক্তে লাল
ফিলিস্তিনের মাটি তাই হয়েছে কাল।
বিষয়: বিবিধ
১২৪৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর তোমাদের কি হল যে, তেমারা আল্লাহর রাহে লড়াই করছ না দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে, যারা বলে, হে আমাদের পালনকর্তা! আমাদিগকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান কর; এখানকার অধিবাসীরা যে, অত্যাচারী! আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষালম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও। (সূরা নিসা আয়াত ৭৫)
মন্তব্য করতে লগইন করুন